সহজ পদ্ধতি জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড | জন্ম নিবন্ধন সার্টিফিকেট ডাউনলোড PDF

জন্ম নিবন্ধন সনদ একজন ব্যক্তির দেশের নাগরিকত্বের প্রথম প্রমাণপত্র। জাতীয় পরিচয় পত্র হবার আগ পর্যন্ত জন্ম নিবন্ধন সনদ ব্যক্তির জাতীয়তাবাদের প্রমান হিসেবে গৃহীত হয়। বর্তমান সময়ে জাতীয় পরিচয় পত্র থাকা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তির জন্ম নিবন্ধন কাগজ কে প্রাধান্য দিয়ে থাকে।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি পিডিএফ ডাউনলোড বিস্তারিত বিষয় নিয়ে আজকের লেখাটি সাজানো হয়েছে। আপনিও যদি আমার মত অনলাইন হতে জন্ম নিবন্ধন ডাউনলোড করার নিয়ম জানতে চান এবং জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে।

প্রথমেই বলে রাখা ভালো যে, জন্ম নিবন্ধন অনলাইন কপি এবং অফিসিয়াল কপি দুটি আলাদা। অনলাইন থেকে সাধারণত অফিশিয়াল জন্ম নিবন্ধন ডাউনলোড করা যায়না অফিশিয়াল জন্ম নিবন্ধন ডাউনলোড করার জন্য বা পেতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার যোগাযোগ করতে হবে।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য প্রথমে জন্ম ও মৃত্যু নিবন্ধন সাইটের https://everify.bdris.gov.bd এই পেইজটি ভিজিট করুন। ১ম ঘরে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার এবং ২য় ঘরে জন্ম তারিখ বাছাই করে “Search” বাটনে চাপুন। তারপর ctrl+p চেপে  জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড করুন।

অরজিনাল জন্ম নিবন্ধন ডাউনলোড করার জন্য আপনার নিবন্ধক কার্যালয় অর্থাৎ উনিয়ন পরিশোধ অথবা পৌরসভার ডিজিটাল সেবায় যোগাযোগ করুন। কারণ শুধু মাত্র দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মচারী সার্ভার থেকে Jonmo Nibondhon Download করতে পারে।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা হয়ে গেলে উনিয়ন সচিব এটিতে সাক্ষর ও উনিয়নের সিল লাগিয়ে দিবে। তারপর চেয়ারম্যান এই জন্ম নিবন্ধন সনদে সাক্ষর ও সিল দিয়ে দিবে। এসব কিছু হয়ে গেলে এটি যেকোন কাজে ব্যাবহারের জন্য প্রস্তুত। এভাবে অরজিনাল সনদ সংগ্রহ করতে হয়।

বর্তমান সময়ে সকল জন্ম নিবন্ধন ডিজিটাল করা হয়েছে। যাদের হাতের লিখা জন্ম নিবন্ধন ছিলো তারা অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার মাধ্যমে Digital Online Birth Certificateকরতে পারবে। চাইলে পুরাতন জন্ম নিবন্ধন নিয়ে উনিয়ন পরিশোধ ডিজিটাল সেবায় যোগাযোগ করলে তারা এটি অনলাইন করে দিবে।  

জন্ম নিবন্ধন ডাউনলোড PDF

বর্তমান সময়ে অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি ডাউনলোড করা যাচ্ছে। খুব সহজে যে কেউ তার জন্ম নিবন্ধনের অনলাইন কপি পিডিএফ ডাউনলোড করে সংগ্রহ করতে পারবে। অনলাইন থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করে সেটি প্রিন্ট করে রাখতে পারবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে হয়…

জন্ম নিবন্ধন সার্টিফিকেট ডাউনলোড করার বিষয়টি কয়টি ধাপে বিভক্ত করা হয়েছে যাতে করে খুব সহজে ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে অনলাইন থেকে আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারেন।

আজকের অনলাইনে জন্ম নিবন্ধন কাগজ ডাউনলোড করার বিষয়টি দুইটি বড় অংশে বিভক্ত করা হয়েছে যথাঃ-

  • জন্ম নিবন্ধন যাচাই 
  • জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

প্রথম অংশের আলোচ্য বিষয় হল অনলাইনের মাধ্যমে কিভাবে যেকোনো জন্ম নিবন্ধন যাচাই করা যায় অর্থাৎ জন্ম নিবন্ধন সেটি আসল কি নকল সেটা জানার উপায় এবং দ্বিতীয় অংশে আপনার জন্ম সনদ অনলাইন হতে কি করে ডাউনলোড করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা।

জন্ম নিবন্ধন যাচাই

বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবা পাওয়া যাচ্ছে। এই ধারাবাহিকতায় যেকোনো নাগরিক ঘরে বসে মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে জন্ম নিবন্ধন সনদ যাচাই এবং হালনাগাদ করতে পারবে। জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য যেসকল তথ্যের প্রয়োজন তা হলঃ-

  • 17 সংখ্যার জন্ম সনদ নাম্বার
  • ব্যক্তির জন্ম তারিখ (সাল-মাস-তারিখ)

ব্যক্তির 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম সাল অর্থাৎ জন্ম তারিখ এই দুটি তথ্য থাকলেই অনলাইন হতে জন্ম নিবন্ধন সম্পর্কিত তথ্য যাচাই এবং জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি ডাউনলোড করতে পারবে।

জন্ম নিবন্ধন সনদ যাচাইকরণ প্রক্রিয়াটি ছোট ছোট ৪টি ধাপে বিভক্ত করা হয়েছে ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে খুব সহজেই যেকোনো জন্ম নিবন্ধন যাচাই করতে সক্ষম হবেন…

ধাপ১ঃ জন্ম নিবন্ধন ওয়েবসাইট everify.bdris.gov.bd প্রবেশ করা

অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার জন্য আমাদেরকে বাংলাদেশ জন্ম এবং মৃত্যু তথ্য সম্পর্কিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই ওয়েব সাইটটি সাধারণত জন্ম নিবন্ধন ওয়েবসাইট নামে চিনে থাকি অনেকে। জন্ম নিবন্ধন অফিশিয়াল ওয়েবসাইট verify.bdris.gov.bd

ধাপ২ঃ জন্ম নিবন্ধন নাম্বার প্রদান

প্রথম ধাপটি সঠিকভাবে অনুসরণ করে থাকলে এতক্ষণে আপনি জন্ম নিবন্ধন অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবার কথা। জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করণ পদ্ধতি এই ধাপে 17 সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার ইনপুট করতে হবে। নিচের ছবিতে দেখানো মার্কিং করা এক নাম্বার ঘরে 17 সংখ্যার নিবন্ধন নম্বর ইনপুট করতে হবে।

অনেকেরই এখন পর্যন্ত হাতের লেখা অথবা 16 সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ যাচাই করা সম্ভব নয়। শুধুমাত্র তারাই যাদের জন্ম নিবন্ধনের নিবন্ধন সংখ্যা 17 ডিজিট তারা অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সার্টিফিকেট যাচাই এবং অনলাইন কপি ডাউনলোড করতে পারবে।

ধাপ৩ঃ সঠিক জন্ম তারিখ ইনপুট

জন্মনিবন্ধনের সনদ যাচাই করার এই ধাপে আপনাকে যে ব্যক্তির জন্ম নিবন্ধন যাচাই করতে চান তার জন্ম সাল অর্থাৎ জন্মের তারিখ ইনপুট ফিল্ড এ প্রদান করতে হবে। জন্ম নিবন্ধন সার্ভারের সর্বশেষ আপডেট অনুসারে আপনি দুই উপায় Date of Birth অর্থাৎ জন্মতারিখ ইনপুট করতে পারেন।

প্রথমত আপনি যখন Date Of Birth ইনপুট ফিল্ড এ ক্লিক করবেন তখন আপনার সামনে একটি ক্যালেন্ডার চলে আসবে সেখান থেকে জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্মের সাল নির্বাচন করে ইনপুট ফিল্ড পূরণ করতে পারেন। তাছাড়া আপনি চাইলে মেনুয়ালি জন্ম তারিখ ইনপুট করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য অবশ্যই  Date of Birth সঠিক নিয়মে ইনপুট করতে হবে।

উপরের ছবিতে দেখানো দুই নাম্বার ঘরে জন্মতারিখ ইনপুট করতে হবে ইমপোর্ট করার সময় খেয়াল রাখতে হবে যাতে প্রথমে জন্ম সাল এরপর জন্ম মাস অর্থাৎ কোন মাসে জন্মগ্রহণ করেছেন এবং সর্বশেষ মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখ। বুঝার সুবিধার্থে একটি উদাহরণ দিয়ে জন্মতারিখ ইনপুট করার বিষয়টি দেখানো হলো।

ধরে নিলাম যার জন্ম নিবন্ধন যাচাই করা হচ্ছে তার জন্ম 2000 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। এক্ষেত্রে ইনপুট ফিল্ডে জন্ম তারিখ কবে হবে “200-02-15” এখানে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সবগুলো লেখা ইংরেজি অক্ষরের হতে হবে বাংলা অক্ষর লিখলে তথ্য পাওয়া যাবে না।

ধাপ৪ঃ ক্যাপচা পুরন

জন্ম নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করার পদ্ধতির শেষ ধাপে চলে এসেছি। ওয়েবসাইটে প্রদর্শিত একটি ক্যাপচা দেখাবে। সিকিউরিটি ক্যাপচা সাধারণত যোগ অথবা বিয়োগ অংক দিয়ে থাকে যা সবাই পারার কথা। সেটি ইনপুট অপশনে বসিয়ে Search বাটনে ক্লিক করলেই কাঙ্খিত ব্যক্তির জন্ম নিবন্ধন তথ্য প্রদান করবে।

দেখতে দেখতে আমরা জন্ম নিবন্ধন যাচাই করে ফেলেছি এখন চাইলেই অনলাইন থেকে জন্ম নিবন্ধন pdf ডাউনলোড করতে পারব। চলুন তাহলে দেখে নেই কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ পিডিএফ আকারে ডাউনলোড করবেন।

জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে উপরে দেখানোর চারটি স্টেপ অবলম্বন করে এখান থেকে শুরু করতে হবে। আগে দেখানো নিয়ম অনুসারে জন্ম নিবন্ধনে থাকা 17 সংখ্যার নিবন্ধন নম্বর তার সাথে ব্যক্তির জন্ম তারিখ সহ ওয়েবসাইটের সিকিউরিটি ক্যাপচা পুরন করার পর নিচের দেখানো ছবির মত “Search” বাটনে ক্লিক করতে হবে।

জন্ম নিবন্ধন ডাউনলোড করার নিয়ম খুবই সহজ, প্রথমেই https://everify.bdris.gov.bd ওয়েব সাইটটিতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর উপরের ছবির মত একটি পেজ চলে আসবে সেখানে যে ব্যক্তির অনলাইন জন্ম নিবন্ধন সনদ বের করতে চান তার 17 ডিজিট নিবন্ধন নম্বর জন্ম সাল এবং একটি সিকিউরিটি ক্যাপচা পূরণ করে সার্চ বাটনে ক্লিক করতে হবে।

প্রদানকৃত তথ্য সঠিক হলে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে ব্যক্তির যাবতীয় তথ্য দেখতে পারবেন। আর যদি কোন তথ্য ভুল প্রদান করে থাকেন তাহলে কোন রেকর্ড পাওয়া যায়নি বলে একটি এরর মেসেজ শো করবে। তাই ইনপুট ফিল্ড গুলোতে তথ্য ইনপুট করার সময় সতর্ক থাকতে হবে যাতে কোনরকম ভুল ত্রুটি না হয়।

জন্ম নিবন্ধনের তথ্য যাচাই এবং অনলাইন কপি বের করা তো দেখলাম এখন চলুন দেখে নেই কি করে জন্ম নিবন্ধন পিডিএফ আকারে ডাউনলোড করতে হয়,

জন্ম নিবন্ধন ডাউনলোড pdf

জন্ম নিবন্ধন সনদ অনলাইন pdf ডাউনলোড করার পদ্ধতি ধাপে ধাপে বিন্যস্ত করা হয়েছে। একটি ধাপ অন্য একটি ধাপ এর সাথে সম্পর্কিত তাই সঠিকভাবে অনলাইন থেকে আপনার নিবন্ধন সনদ ডাউনলোড করে নিতে ধাপ প্রত্যেকটি ধাপ মনোযোগ সহকারে খেয়াল করবেন।

ব্যক্তির সনদ পত্রের নাম্বার এবং জন্মতারিখ সঠিকভাবে ইনপুট করলে তার পরবর্তী ধাপে আমরা জন্ম সনদ অনলাইন কপি দেখতে পাবো। এখন প্রশ্ন হচ্ছে শুধু দেখলে তো আর হবে না আমাদের প্রয়োজন পিডিএফ আকারে ডাউনলোড করে রাখা। 

pdf  আকারে জন্ম নিবন্ধন সনদ সেভ করার জন্য অবশ্যই কম্পিউটার ব্যবহার করতে হবে মোবাইল দিয়ে সাধারণত এই সাইট থেকে পিডিএফ ফাইল সেভ করা যাবে না। কারণ এই সাইটে কোন প্রকার ডাউনলোড বাটন রাখা হয়নি তাই মেনুয়ালি ডাউনলোড করার জন্য নিচের উপায়গুলো অবলম্বন করুন।

অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

জন্ম নিবন্ধন ওয়েবসাইটে যখন জন্ম নিবন্ধন সনদ অনলাইন ভার্সন চলে আসবে তখন আপনি চাইলে সেটি পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারেন। এর জন্য আপনার কম্পিউটারের Ctrl + P বাটন দুটি চাপতে হবে। কন্ট্রোল এবং “P”একসাথে চাপার পর আপনার সামনে নিচের ছবির মত একটি ইন্টারফেস চলে আসবে। ডান দিকের মেনু থেকে Save as PDF ক্লিক করে জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারেন। এখন নিচের সেভ বাটনে ক্লিক করলে জন্ম নিবন্ধন সারটিফিকেট আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।

birth certificate Download

মনে রাখতে হবে এটি শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদের একটি অনলাইন কপি মাত্র। অরিজিনাল জন্ম নিবন্ধন সার্টিফিকেট এর মত এটির ততটা গ্রহণযোগ্যতা নেই। কিছু কিছু ক্ষেত্রে অনলাইন জন্ম সনদ গ্রহণ করা হলেও অনেকক্ষেত্রেই অরিজিনাল জন্ম নিবন্ধন বাধ্যতামূলক হয়ে থাকে।

জন্ম নিবন্ধন অরিজিনাল সনদ শুধুমাত্র স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা থেকেই গ্রহণ করা সম্ভব অনলাইন থেকে শুধুমাত্র জন্মনিবন্ধনের অনলাইন কপি সংগ্রহ করা যায়। তাই বলা চলে অনলাইনে শুধুমাত্র জন্ম নিবন্ধন যাচাই এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করা যায় কোনভাবেই জন্ম নিবন্ধন অরিজিনাল সনদ অনলাইন থেকে ডাউনলোড করা আমজনতার পক্ষে সম্ভব না।

birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

আমাদের আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার উপায় সম্পর্কে। অনলাইন থেকে ব্যক্তির জন্ম সনদ অর্থাৎ নিবন্ধন পিডিএফ ফাইল ডাউনলোড করার বিষয়টি ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে। সঠিকভাবে প্রত্যেকটি ধাপ অনুসরণ করার মাধ্যমে আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধন অনলাইন হতে ঘরে বসে ডাউনলোড করে নিতে পারেন।

কম্পিউটারের সাথে প্রিন্টার সংযুক্ত থাকলে সাথে সাথেই জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি প্রেম করে নিতে পারবেন। তবে যদি মোবাইল ইউজার হয়ে থাকেন সে ক্ষেত্রে শুধুমাত্র জন্ম নিবন্ধন তথ্য যাচাই এবং জন্ম নিবন্ধনের সনদপত্র দেখতে পারবেন ডাউনলোড কিংবা প্রিন্ট করার কোন বাটন না থাকার কারণে সাধারণত মোবাইল দিয়ে এটি করা সম্ভব নয়।

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

জাতীয় জন্ম নিবন্ধন হারিয়ে গেছে তারা খুব সহজে পুনরায় জন্ম নিবন্ধন বের করতে পারবে। দুটি উপায়ে হারানো জন্ম নিবন্ধন সনদ পুনরায় পাওয়া যেতে পারে। বর্তমানে অনলাইনের মাধ্যমে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করা যায় তাছাড়া সরাসরি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধনের জন্য পুনরায় আবেদন করতে পারেন।

তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় যোগাযোগ করা সেখানে আপনার সমস্যার কথা বললে তারা যথাযথ চেষ্টা করবে সমাধান করতে। হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন পুনরায় ডাউনলোড করার জন্য আপনার জন্ম নিবন্ধনের 17 ডিজিট নাম্বার টি থাকা প্রয়োজন তাহলে খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে অথবা বের করতে পারবে। তাছাড়াও নাম দিও ব্যক্তির জন্ম সনদ বের করা যায় তবে সেটি সময়সাপেক্ষ ব্যাপার।

জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট

তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে বর্তমানে আমাদের দেশেও অনেকগুলো সরকারি সেবা অনলাইন ভিত্তিক হয়ে গেছে তার মধ্যে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই এবং অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা সম্ভব। জন্ম নিবন্ধন সম্পর্কিত সরকারি ওয়েবসাইট হলো  bdris.gov.bd

এই ওয়েবসাইটের মাধ্যমে বর্তমানে নতুন জন্ম নিবন্ধনের আবেদন, জন্ম নিবন্ধন সংশোধ, হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন পুনরায় মুদ্রণ এবং জন্ম নিবন্ধন যাচাই সহ আরো গুরুত্বপূর্ণ কাজ করা যাচ্ছে।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

সাধারণ জনগণ অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারলেও অরিজিনাল বা মূল জন্ম নিবন্ধন সনদ পেতে হলে অবশ্যই ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন কার্যালয় যেতে হবে। মূল সনদপত্র ডাউনলোড তথ্য হালনাগাদ এবং ভুল সংশোধন শুধুমাত্র ইউনিয়ন পর্যায়ের ব্যক্তি মধ্যে সংরক্ষিত থাকে।

জন্ম নিবন্ধন সনদের মূল কপি অর্থাৎ অরিজিনাল জন্ম নিবন্ধন কার্ড পেতে হলে অবশ্যই  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করতে হবে যদিও আমরা অনলাইন হতে জন্ম নিবন্ধন অনলাইন কপি পেতে পারি তবে মূল কপি শুধুমাত্র পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদে পাওয়া সম্ভব।

জন্ম নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় আরো তথ্য

আমাদের নানা সময়ে জন্ম নিবন্ধন সংক্রান্ত আনেক তথ্যের প্রয়োজন হয়। আবেদন থকে শুরু করে হাতে পাওয়া পর্যন্ত সকল বিষয়ে প্রয়োজনীয় তথ্য একসাথে টেবিলে উপস্থাপন করা হয়েছে।

নতুন জন্ম নিবন্ধনজন্ম নিবন্ধন আবেদন
ডাউনলোড জন্ম নিবন্ধন ডাউনলোড
সংশোধনজন্ম নিবন্ধন সংশোধন
নিবন্ধন যাচাইজন্ম নিবন্ধন যাচাই
আবেদন ফিজন্ম নিবন্ধন ফি

জন্ম নিবন্ধন সম্পর্কিত সাধারণত জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্নঃ- হাতের লেখা জন্ম নিবন্ধন কিভাবে অনলাইন করব?

উত্তরঃ- যাদের জন্ম নিবন্ধন অনেক পুরনো তাদের জন্ম সনদ হাতের লেখা আপনার জন্ম সনদ যে হাতে লেখা হলে সেটি ডিজিটাল বা অনলাইন করার জন্য আপনার স্থানীয় পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে

প্রশ্নঃ- 16 সংখ্যা জন্ম নিবন্ধন নাম্বার 17 সংখ্যা করা যায়?

উত্তরঃ- সাধারণত হাতের লেখা জন্ম নিবন্ধন সনদ 16 ডিজিটের হয়ে থাকে সেগুলো অনলাইন অর্থাৎ ডিজিটাল করার জন্য 17 সংখ্যা জন্ম নিবন্ধন সনদ করা হয়েছে। হাতের লেখা কিংবা 16 সংখ্যার জন্ম সনদ গুলো ইউনিয়ন পরিষদের জমা দিলে ইউনিয়ন পরিষদ থেকে অনলাইন জন্ম সনদ অর্থাৎ সংখ্যার জন্ম সনদ প্রদান করবে এতে ১ থেকে ২ দিন সময় লাগতে পারে

প্রশ্নঃ- অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করা যায়?

উত্তরঃ- অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করা যায় আপনার আবেদনটি কার্যকর হলে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ সংশোধিত হবে তবে জন্ম নিবন্ধন সনদ পেতে হলে অবশ্যই পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করতে হবে। অনলাইনে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করার ওয়েবসাইট https://bdris.gov.bd/br/correction

প্রশ্নঃ- অনলাইন থেকে জন্ম নিবন্ধন মূল কপি ডাউনলোড করব কি করে?

উত্তরঃ- বর্তমানে অনলাইন থেকে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করা গেলেও মূলকপি ডাউনলোড করার কোনো সুযোগ নেই জন্ম নিবন্ধন মূল কপি ডাউনলোড করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা হলে পৌরসভা যোগাযোগ করতে হবে।

Similar Posts

5 Comments

  1. Sabbir Hossain says:

    আমি আমার জন্ম নিবন্ধন দেখবো ওটা অনলাইন আছে কি না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *