মৃত্যু নিবন্ধন সংশোধন অনলাইন | death certificate correction

মৃত্যু নিবন্ধন সনদে অনেক সময় ভুলক্রমে বিভিন্ন তথ্য ভুল হয়ে যায়। কিছুদিন পূর্বে আমি নিজেও মৃত্যু নিবন্ধন সনদে ভুল তথ্য থাকার বিসয়টি উপলব্দি এবং সমাধান করার জন্য মৃত্যু নিবন্ধন সংশোধন করেছি। মৃত্যু নিবন্ধন অনলাইনে সংশোধন করার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি।

আশা করি আজকের এই লেখাটি থেকে আপনারা অনলাইনে মৃত্যু নিবন্ধন সনদ সংশোধন করার উপায় ও আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য ও স্পষ্ট ধারনা পাবেন।

মৃত্যু নিবন্ধন সংশোধন অনলাইন

অনলাইনে মৃত্যু নিবন্ধন সংশোধন করার জন্য প্রথমে https://bdris.gov.bd/dr/correction এই সরকারি ওয়েবসাইটে প্রবেশ করে ১৭ সংখ্যার মৃত্যু নিবন্ধন নাম্বার ও মৃত্যুতারিখ দিয়ে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করার পরবর্তী ধাপে মৃত্যু নিবন্ধন সনদ সংশোধন করার অপশন দেখতে পাবে।

এভাবে মৃত্যু নিবন্ধন তথ্য যেমন মৃত্যুর কারণ, মৃত্যুর স্থান ও সময় সহ আরো বেশ কিছু তথ্য সংশোধন করা যায়। তবে মৃত ব্যক্তির নাম কিংবা জন্ম তারিখ অথবা জন্ম নিবন্ধন সনদ হতে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্ত তথ্য গুলোর কোনোটিই অনলাইন মৃত্যু নিবন্ধন সংশোধনের আওতায় আসবেনা।

মৃত্যু নিবন্ধন সংশোধন আবেদন

মৃত্যু নিবন্ধন সংশোধন করার জন্য অনলাইনে  আবেদন করতে হয়। আবেদনটি সরাসরি ইউনিয়ন পরিষদ কার্যালয় অথবা পৌরসভা গিয়েও করা যায়। যদি সরাসরি নিবন্ধন কার্যালয় গিয়ে মৃত্যু নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে চান, তা হলে আপনাকে মৃত্যু নিবন্ধন সনদ সাথে করে নিয়ে যেতে হবে।

অনলাইনে মৃত্যু নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে ১৭ সংখ্যার মৃত্যু নিবন্ধন নাম্বার এবং মৃত ব্যক্তির মৃত্যু তারিখ। উল্লিখিত দুটি তথ্য থাকলে অনলাইনে মৃত্যু সনদ সংশোধন করার জন্য আবেদন করা যাবে।

মৃত্যু নিবন্ধন সংশোধন আবেদন করতে কি কি লাগে?

মৃত্যু নিবন্ধন অনলাইনে সংশোধন করার জন্য আবেদনপত্রের সাথে যে সকল ডকুমেন্ট প্রয়োজন তা উল্লেখ করা হলোঃ

  • ১৭ সংখ্যার মৃত্যু নিবন্ধন নাম্বার
  • মৃত্যু তারিখ
  • নিবন্ধক কার্যালয়ের ঠিকানা
  • সংশোধন তথ্যের প্রমাণপত্র
  • খাজনা রশিদ
  • জন্মতারিখ (অপশনাল)

মৃত্যু নিবন্ধন সংশোধন ফরম পূরণ লরার নিয়ম

মৃত্যু নিবন্ধন সংশোধন ফরম পূরণ করার জন্য প্রথমে বাংলাদেশ জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে ভিজিট করতে হবে। উপরের মেনু অংশ থেকে মৃত্যু নিবন্ধন তথ্য সংশোধন এই অপশনটি বাছাই করতে হবে। এরপর মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন নাম্বার এবং মৃত্যু তারিখ ইনপুট দিয়ে সামনের অগ্রসর হতে হবে।

মৃত্যু নিবন্ধন সংশোধন অনলাইন

দেখানো নিয়মগুলো অনুসরণ করলে আপনার সামনেও উপরের ছবির মত একটি পেজ চলে আসবে। প্রথম ঘরে 17 সংখ্যার মৃত্যু নিবন্ধন এবং দ্বিতীয় করে মৃত্যু তারিখ প্রবেশ করতে হবে। সবশেষ যে কার্যালয় থেকে সংশোধিত মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করা হবে সেই কার্যালয় বাছাই করুন।

মৃত্যু নিবন্ধন সংশোধন অনলাইন ফরম

প্রথম ধাপের তথ্যগুলো সঠিক ভাবে ইমপোর্ট করা হলে এখন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে মৃত্যু নিবন্ধন সংশোধনে সীমাবদ্ধতা এবং অনলাইনে কি কি তথ্য সংশোধন করা যাবে / যাবেনা তার একটি তালিকা দেয়া থাকে।

মৃত্যু নিবন্ধনে যে সকল তথ্য ভুলে লিপিবদ্ধ হয়েছে সেগুলো পরিবর্তন করতে হবে। অর্থাৎ প্রয়োজনীয় সংশোধন বা কারেকশন এ ধাপে সম্পন্ন করতে হবে। মৃত ব্যক্তির মৃত্যুস্থানেই নাম, মৃত্যুতারিখ এবং স্বামী /স্ত্রীর নাম এসকল তথ্য পরিবর্তন করো অপশন পেয়ে যাবেন।

মৃত্যু নিবন্ধন সংশোধন ফরম
মৃত্যু নিবন্ধন সংশোধন ফরম পূরণ লরার নিয়ম

একের অধিক তথ্য পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে আরো তথ্য সংযোজন করুন বাটন চাপতে হবে। মৃত্যু সনদ এর প্রয়োজনীয় সংশোধনী কাজ হয়ে গেলে, আবেদনকারী ব্যক্তির প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে ফরমটি সাবমিট করতে হবে।

আবেদন ফরমটি সাবমিট করার আগে কিছু ডকুমেন্ট আপলোড করতে হয়। তারমধ্যে একটি হলো জমি  কিংবা বাড়ির খাজনা রশিদ এবং যে তথ্য সংশোধনের আবেদন করেছেনা তার সত্যতা প্রমান করে এমন একটি ডকুমেন্ট  আপলোড করতে হবে।

সংশোধিত মৃত্যু নিবন্ধন সনদ ডাউনলোড

অনলাইনে মৃত্যু নিবন্ধন সংশোধনের আবেদন সাবমিট হওয়ার পর সেটি স্থানীয় নিবন্ধকের কার্যালয় অনুমোদনের জন্য অপেক্ষায় থাকে। অনলাইনে আবেদন করার পর ১০ থেকে ১৫ দিনের মধ্যে সিটি অনুমোদন হয়ে যায়। সংশোধনের কারণ যতযত হলে তারও অনেক আগে সেটি অনুমোদন হয়ে যায় এবং সংগ্রহ করা করা যায়

সংশোধনী অনুমোদন হয়ে গেলে নিবন্ধন কার্যালয় হতে মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করা যাবে। চাইলে অনলাইন হতে সংশোধিত মৃত্যু নিবন্ধন অনলাইন যাচাই কপি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

অসংশোধনী তথ্য

মৃত্যু নিবন্ধন সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করে নিচে উল্লেখিত তথ্যগুলো পরিবর্তন সংশোধন করা যাবে না। নীচের উল্লেখিত তথ্যগুলো পরিবর্তন করতে হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে।

  1. মৃত ব্যক্তির নাম
  2. জন্ম তারিখ
  3. লিঙ্গ
  4. পিতার নাম
  5. মাতার নাম
  6. জাতীয়তা
  7. NID নাম্বার
  8. জন্মস্থান এর ঠিকানা
  9. স্থায়ী ঠিকানা
  10. বর্তমান ঠিকানা

মৃত্যু নিবন্ধন সংশোধন সম্পর্কিত প্রশ্ন-উত্তর

মৃত্যু নিবন্ধন সংশোধন অনুমোদন হতে কতদিন সময় লাগে?

অনলাইনে আবেদন করার পর সংশোধনের কারণ যথাযথ হওয়া সাপেক্ষে এক সপ্তাহের মধ্যে মৃত্যু নিবন্ধন সংশোধন আবেদন অনুমোদন পেয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে এই সময়ের তারতম্য ঘটতে পারে।

মৃত্যু নিবন্ধন সনদ সংশোধন আবেদন করতে কি কি লাগে?

মৃত্যু নিবন্ধন সংশোধন করার জন্য প্রয়োজন হয় ১৭ সংখ্যার মৃত্যু নিবন্ধন নাম্বার, মৃত্যু তারিখ, নিবন্ধক কার্যালয়ের ঠিকানা, সংশোধন তথ্যের প্রমাণপত্র ও খাজনা রশিদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *