মৃত্যু সনদ ডাউনলোড pdf | মৃত্যু নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড
আজকে আমরা জানতে চলেছি অনলাইনে মৃত্যু সনদ ডাউনলোড বা Death Certificate Download করার নিয়ম এবং মৃত্যু নিবন্ধন সনদের অনলাইন কপি ডাউনলোড করার পদ্ধতি সম্পর্কে। যেকোনো মৃত্যু সনদ pdf আকারে ডাউনলোড করার নিয়ম ও জানতে পারবেন।
মৃত্যু সনদ অনলাইন কপি ডাউনলোড
মৃত্যু সনদ ডাউনলোড করার জন্য https://everify.bdris.gov.bd/UDRNVerification এই সরকারি ওয়েব সাইট ভিজিট করতে হবে। তারপর ১৭ সংখ্যার মৃত্যু নিবন্ধন নম্বর এবং মৃত্যু তারিখ দিয়ে Search বাটনে চাপলে মৃত ব্যক্তির অনলাইন মৃত্যু সনদ দেখতে পাবে। কিবোর্ডের ctrl + p চেপে মৃত্যু সনদ অনলাইন কপি ডাউনলোড করে নেয়া যাবে।
আপনি চাইলে মৃত্যু এটিকে সরাসরি প্রিন্টার এর মাধ্যমে প্রিন্ট করে নিতে পারেন। তাছাড়া pdf আকারে মৃত্যু সনদ ডাউনলোড করে নেওয়ার অপশন তো রয়েছেই। সম্পূর্ণ পদ্ধতিটি কিভাবে ধাপে ধাপে করতে হয় তাই সংক্ষেপে দেখানো হয়েছে।
মৃত্যু সনদ ডাউনলোড
সাধারণ নাগরিক হিসেবে মৃত্যু সনদ অনলাইন কপি ডাউনলোড করা গেলেও ইউনিয়ন পরিষদ হতে প্রদানকৃত অরিজিনাল মৃত্যু ডাউনলোড করা সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ মৃত্যু সনদ কেবল মাত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়, পৌরসভা অফিস অথবা কাউন্সিলর কার্যালয় থেকেই পাওয়া সম্ভব।
আজকে আমরা মৃত্যু সনদের যে অনুলিপি ডাউনলোড করার উপায় সম্পর্কে জানতে চলেছি, সেটি প্রায় সকল কাজে ব্যবহার করা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে অরজিনাল মৃত্যু সনদ প্রয়োজন হয়। উপরের ছবির মত মৃত্যু সনদ অনলাইন কপি ডাউনলোড করার জন্য ৩টি ছোট ছোট ধাপ অতিক্রম করতে হবে।
- ওয়েবসাইটে প্রবেশ
- মৃত্যু নিবন্ধন তথ্য প্রদান
- মৃত্যুর সনদ ডাউনলোড
1.BDRIS website প্রবেশ
শুরুতেই জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রেশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। মেনু থেকে মৃত্যু নিবন্ধন অপশনটি বাছাই করতে হবে। উপরে দেয়া লিংকে ক্লিক করলে ও সরাসরি নিচের ছবির মত পেইজ ওপেন হবে।
2.মৃত্যু নিবন্ধন তথ্য প্রদান
এ পর্যায়ে মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন সম্পৃক্ত তথ্য ইনপুট করে ঘরগুলো পূরণ করতে হবে। প্রথম করে মৃত ব্যক্তির মৃত্যু ১৭ সংখ্যার নিবন্ধন নাম্বার এবং দ্বিতীয় ঘরে মৃত্যুর তারিখ (YYY-MM-dd) দিয়ে খালি ঘর পূরণ করতে হবে। সবশেষে নিরাপত্তা ক্যাপচা পূরণ করে সার্চ বাটন চাপতে হবে।
মৃত্যু নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড
3.মৃত্যু সনদ pdf ডাউনলোড
উপরের দেখানো নিয়ম মেনে সঠিক তথ্য দিয়ে ধাপ গুলো আতিক্রম করা হলে, মৃত্যু নিবন্ধন অনলাইন কপির কিছু তথ্য দেখতে পাবেন। এখন মৃত্যু সনদ ডাউনলোড করার জন্য আপনি কম্পিউটারের কি-বোর্ড থেকে CTRL+P চাপার পর প্রিন্ট করার মত একটি প্রিভিউ দেখতে পাবেন।
মৃত্যু সনদ অনলাইন কপি আপনার কম্পিউটারের ডাউনলোড করার জন্য Save as PDF দিয়ে Save করলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার মৃত্যু নিবন্ধন অনলাইন কপি প্রিন্ট করে যেকোনো জায়গায় ব্যবহার করা যাবে।
মোবাইলে মৃত্যু সনদ ডাউনলোড
অনলাইনে মৃত্যু সনদ ডাউনলোড করার চেয়ে প্রসেস দেখানো হয়েছে সেটি করার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার ব্যবহারকারী হতে হবে। ওয়েবসাইটে কোন ডাউনলোড বাটন বা ফাইলটি পিডিএফ আকারে না থাকার কারণে মোবাইল দিয়ে মৃত্যু সনদ অনলাইন কপি ডাউনলোড করা যাবে না।
তাই মোবাইল ফোন ব্যবহার করে মৃত্যু নিবন্ধন সনদ ডাউনলোড করা সম্ভব না। তবে ডাউনলোড ছাড়া বাকি সবগুলো কাজ যেমন মৃত্যু সনদ যাচাই মোবাইল দিয়ে করা যাবে। তবে চাইলে মোবাইলে স্ক্রীনশর্ট নিয়ে ছবি আকারে সংরক্ষণ করা যাবে।