দেখুন e passport gov bd এর সকল সেবা যেভাবে পাবেন | e passport bd
e passport gov bd হলো পাসপোর্ট সেবা প্রদানকারী সরকারি ওয়েবসাইট। নতুন পাসপোর্ট আবেদন, পুরাতন পাসপোর্ট রিনিউ বা রি ইস্যু পাসপোর্ট এর তথ্য সংশোধন সহ পাসপোর্ট সম্পর্কিত সকল প্রকার সেবা প্রদান করে থাকে এই e-passport bd.
পাসপোর্টকে আরো সমৃদ্ধ এবং ডিজিটাল করার লক্ষ্যে ২০২০ সালে বাংলাদেশে প্রথম ই পাসপোর্ট চালু করা হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম ই পাসপোর্ট চালু করে। তবে বিশ্ববাজারে বাংলাদেশ ই পাসপোর্ট চালুকারী দেশ হিসেবে ১১৯ তম।
e passport সেবা আরো সহজ এবং নাগরিকের হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার জন্য e passport gov bd ওয়েবসাইট তৈরি করা হয়। পূর্বে পাসপোর্ট তৈরি করার জন্য জেলা পাসপোর্ট অফিসে যেতে হতো, বর্তমানে ঘরে বসে অনলাইনেই পাসপোর্ট এর জন্য আবেদন করা যায়।
ই পাসপোর্টের ধরন | Type of ePassport
পাসপোর্ট এর মেয়াদ এবং পৃষ্ঠা সংখ্যার উপর ভিত্তি করে বাংলাদেশ ই পাসপোর্ট ৪ ধরনের হয়ে থাকে। বাংলাদেশী ই পাসপোর্টে সর্বনিম্ন ৫ বছর মেয়াদ এবং সর্বোচ্চ ১০ বছর মেয়াদ হয়ে থাকে। আর পৃষ্ঠার দিক থেকে ৪৮ পৃষ্ঠা এবং ৬৪ পৃষ্ঠার e passport আবেদন করা যায়।
Type of ePassport
- ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠা
- ৫ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠা
- ১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠা
- ১০ বছর মেয়াদী ৬৪পৃষ্ঠা
পাসপোর্ট এর ফি এর মেয়াদ এবং পৃষ্ঠা সংখ্যার উপর নির্ভর করে। পাঁচ বছর মেয়াদে ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট তৈরি করতে যেমন সবচেয়ে কম টাকা লাগবে। বিপরীতভাবে ১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠা পাসপোর্ট তৈরি করতে সবচেয়ে বেশি ফি পরিশোধ করতে হবে।
কোন ধরনের পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে অর্থাৎ পাসপোর্ট এর ধরনের উপর নির্ভর করে আপনার ই পাসপোর্ট তৈরি করতে কত টাকা লাগবে সেটি জেনে নিন।
e passport gov bd সাইটের সেবা সমূহ
e passport gov bd ওয়েবসাইটে নতুন ই পাসপোর্ট আবেদন, পাসপোর্ট সংশোধন ও পাসপোর্ট রিনিউ এর জন্য আবেদন করা যায়। হাতের লেখা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রূপান্তরের করতেও আবেদন করা লাগে।
নতুন ই পাসপোর্ট আবেদন
অনলাইনে নতুন ই পাসপোর্ট আবেদন করার জন্য www.epassport.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে Apply Online বাটনে ক্লিক করুন। তারপর আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং আপনার থানা বাছাই করুন। ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য প্রদান করে ই পাসপোর্ট আবেদনটি সাবমিট করুন।
পাসপোর্ট আবেদন করতে হলে প্রথমে e passport gov bd সাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য একটি সচল ইমেইল আইডি প্রয়োজন। একাউন্ট তৈরি হয়ে গেলে, আবেদন ফরমে ব্যক্তিগত তথ্য, পিতা মাতার আইডি কার্ডের তথ্য, জন্মস্থানের ঠিকানা ইত্যাদি পূরণ করতে হয়।
অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার নিয়ম দেখে নিজে নিজেই নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারেন।
আপনার পাসপোর্ট এর ধরন অনুসারে পাসপোর্ট ফি প্রদান করুন। ব্যাংক ড্রাফের মাধ্যমে ই পাসপোর্ট ফি পরিশোধ করা যায়। আপনি চাইলে ই চালান পেমেন্ট গেটে ব্যবহার করেও এটি করতেপারেন।
বিকাশ, রকেট কিংবা নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অনলাইনে পাসপোর্ট ফি পরিশোধ করার জন্য দেখে নিন অনলাইনে ই পাসপোর্ট ফি পেমেন্ট করার নিয়ম।
পাসপোর্ট সংশোধন আবেদন
পাসপোর্ট এর তথ্যে গরম মিল থাকলে সেটি জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে মিল করার জন্য e passport gov bd এই সাইটে ই পাসপোর্ট সংশোধন আবেদন করে ভুল তথ্য পরিবর্তন করা যাবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এন আইডি কার্ডের পরিবর্তে জন্ম নিবন্ধনকে ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা হবে।
হাতের লেখা অথবা MRP (Machine Readable Passport) এমনকি ই পাসপোর্ট এর তথ্য সংশোধন করার জন্য নতুন পাসপোর্ট ফি পরিশোধ করে পাসপোর্ট রিসোর জন্য আবেদন করতে হবে। পাসপোর্টের তথ্য সংশোধন করার জন্য আলাদা কোন সংশোধন ফি নেই।
তবে পাসপোর্ট সংশোধন / রি ইস্যু করতে পুনরায় নতুন পাসপোর্ট আবেদনের নির্ধারিত ফি প্রদান করতে হয়। আপনি পাসপোর্ট হাতে পেয়ে দেখলেন আপনার পাসপোর্ট এর ভুল রয়েছে, তাহলে সেটি সংশোধন করতেও আপনাকে আবার সেই একই পরিমাণ ফি পরিশোধ করে সংশোধনের আবেদন করতে হবে।
পাসপোর্ট রি ইস্যু | Passport Re Issue
পাসপোর্ট এর মেয়াদ শেষ হলে রি ইস্যুর মাধ্যমে নতুন পাসপোর্ট করতে হয়। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলেও পাসপোর্ট রি ইস্যু আবেদন করে নতুন পাসপোর্ট নিতে হয়।
মেয়াদ উত্তীর্ণ হওয়া পুরাতন পাসপোর্ট করার জন্য স্বাভাবিক পাসপোর্ট আবেদন করতে হয়। আবেদনের সাথে পুরাতন পাসপোর্ট এর মূল পাতার স্ক্যান কপি আপলোড করতে হয়।
চুরি হয়ে যাওয়া পাসপোর্ট অথবা পাসপোর্ট হারিয়ে গেলে সেটি রি ইস্যুর আবেদন করার পূর্বে থানায় একটি পাসপোর্ট হারানো জিডি করতে হয়। আবেদনের সময় পাসপোর্ট রি ইস্যু আবেদনের সাথে জিডি কপি আপলোড করতে হয়।
ই পাসপোর্ট স্ট্যাটাস চেক – www.e passport.gov.bd check
পাসপোর্ট স্ট্যাটাস চেক করার মাধ্যমে পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা এবং পাসপোর্ট রিনিউ স্ট্যাটাস জেনে নিতে পারেন। আপনার আবেদন করা পাসপোর্টটি প্রিন্ট করা হয়েছে কিনা এবং কবে হাতে পাবেন সেটি জানতে হলে অনলাইনে ই পাসপোর্ট চেক করুন।
ই পাসপোর্ট চেক করার জন্য www.e passport.gov.bd লিংক হেকে Status Check মেনু ভিজিট করে পাসপোর্ট আবেদনের Online Registration ID অথবা Application ID এবং জন্মতারিখ লিখে এই পাসপোর্ট স্ট্যাটাস জানুন।
ই পাসপোর্ট চেক করার নিয়ম শিখে আপনি নিজেই আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করতে পারবেন। পাসপোর্টটি কবে ইস্যু হবে, প্রিন্ট হয়েছে কিনা, পুলিশ ভেরিফিকেশনের সময় সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ই-পাসপোর্ট চেক করার মাধ্যমে জানা যায়।
e passport gov bd সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্নঃ e passport gov bd ওয়েবসাইটে কি কি সেবা পাওয়া যাবে?
উত্তরঃ পাসপোর্ট সম্পর্কিত প্রয়োজনীয় সকল সেবা এ ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করা হয়। তার মধ্যে নতুন পাসপোর্ট আবেদন, MRP পাসপোর্ট থেকে এই পাসপোর্ট তৈরি, পাসপোর্ট রি ইস্যু এবং ভুল সংশোধন এগুলো উল্লেখযোগ্য।
প্রশ্নঃ পাসপোর্ট স্ট্যাটাস কোনটা কি বোঝায়?
উত্তরঃ অনলাইনে পাসপোর্ট চেক করা হলে একেক সময় একেক রকম স্ট্যাটাস প্রদর্শিত হয়। Enrollment in Process বলতে বুঝায় এন্ড্রোলমেন্ট চলছে। তেমনি ভাবে Passport Ready for Issuance বলতে বোঝায় পাসপোর্টটি ইস্যু হওয়ার জন্য রেডি আছে।
আমরা অনেকেই এইসব স্ট্যাটাসের মানে বুঝিনা। পাসপোর্ট এর কোন স্ট্যাটাস কি মিন করে জেনে নিয়ে আপনি আপনার পাসপোর্ট স্ট্যাটাস চেক করে জানতে পারবেন সেটি বর্তমান কি অবস্থায় রয়েছে।
প্রশ্নঃ MRP থেকে ই পাসপোর্ট করব কি করে?
উত্তরঃ পুরনো হাতের লেখা কিংবা MRP পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য আপনাকে অনলাইনে পাসপোর্ট ইস্যু আবেদন করতে হবে।
স্যার আমি একটা পাসপোর্ট করেছিলাম 5/3/2023 সালে কিন্তু সামান্য একটু ভুলের কারনে পাসপোর্ট sent for rework হয়ে য়ায৷ সেই ভুল গুলো এডি স্যারের কথামতো যেমন পুলিশ ক্লিয়ারেন্স ডিএজবি ক্লিয়ারেন্স NID ভেরিফাই কপি সব কাগজ এডিস্যার দেখে বুঝে সই ছিল দিয়ে ঢাকা আগার গাতে জমা দিতে বলে তারপর সেটা জমা দেওয়া হয় আজ দেড়মাস কোন রেজাল্ট এখনো হয়নি sent for rework আছে দয়া করে জানাবেন আর কতদিন লাগতে পারে না এটা আর হবেই না জানালে উপকার হয়