আগারগাঁও পাসপোর্ট অফিস ফোন নাম্বার, ঠিকানা | পাসপোর্ট হেল্প লাইন

ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিসের ফোন নাম্বার, E mail Address, Helpline Number, যোগাযোগের ঠিকানা সহ আগারগাঁও পাসপোর্ট অফিস সম্পর্কিত সকল তথ্য জানাতে পারবেন। বিভিন্ন প্রয়োজনে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হতে পারে। তার জন্য দরকার অফিসের ফোন নাম্বার ও ঠিকানা।

আগারগাঁও পাসপোর্ট অফিস – Divisional passport office Dhaka

৯ তলা বিশিষ্ট সু-বিশাল দালানে পাসপোর্ট সেবা নিয়ে প্রস্তুত বাংলাদেশের সবচেয়ে বড় পাসপোর্ট অফিস। এটি ঢাকা বিভাগের অন্যতম এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। গুলশান, ধানমন্ডি, তেজগাঁও এবং রমনার মতো গুরুত্বপূর্ণ এলাকা সহ ১৭টি এলাকায় Agargaon Passport Office নাগরিকদের পাসপোর্ট সেবা নিশ্চিত করে আসছে।

আগারগাঁও পাসপোর্ট অফিসকে পাসপোর্ট অফিসের হেড অফিস ও বলা হয়ে থাকে। ১৯৬২ সালে এটি পরিদপ্তর হিসেবে জোনাল কার্যালয়, ঢাকা এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৭৩ সালে পূর্ণাঙ্গ রুপে কার্যক্রম শুরু হয়।

পাসপোর্ট হেল্প লাইন

পাসপোর্ট হেল্প লাইন

আগারগাঁও পাসপোর্ট অফিস হেল্প লাইন নাম্বার হলো 16445 এবং 09666716445 জরুরী প্রয়োজনে ইমেল করতে পারেন dpassport@pasport.gov.bd অথবা E-mail: rpoagargaon@passport.gov.bd

তাছাড়া পাসপোর্ট অফিস প্রবেশ পথেই MRP এবং e passport হেল্প ডেস্ক পেয়ে যাবেন। এই তথ্য আনুসন্ধান কেন্দ্র থেকে পাসপোর্ট সম্পর্কিত বিভিন্ন সহায়তা পাওয়া যাবে। রিজিওনাল পাসপোর্ট অফিস আগারগাঁও ইমাইল আইডি হলো rpoagargaon@passport.gov.bd এবং ঢাকা পাসপোর্ট অফিসের email: dpassport@pasport.gov.bd

Help line16445
Mobile No.09666716445
Emailrpoagargaon@passport.gov.bd
Mail idrpoagargaon@passport.gov.bd

আগারগাঁও পাসপোর্ট অফিসের ঠিকানা

আগারগাঁও পাসপোর্ট অফিসের ঠিকানা হলো ই-৭, এলজিইডি রোড, আগারগাঁও , শের-ই-বাংলা নগর , ঢাকা-১২০৭। পাসপোর্ট অফিসের ঠিকানা E-7, LGED Road, Agargaon, Shere-E-Bangla Nagar, Dhaka-1207 বললে যে কেউ চিনে যাবে।

ঢাকা পাসপোর্ট অফিসের ঠিকানা টেবিল আকারে সাজানো হয়েছে। নিচের টেবিল্টি লক্ষ করলে খুব সহজে এক নজরে পাসপোর্ট অফিস আগারগাঁও এর লোকেশন বুঝতে পারবে।

Road no.E-7
AreaAgargaon
ThanaShere-E-Bangla Nagar
CityDhaka
Post Code1207

ঢাকা পাসপোর্ট অফিসের ফোন নাম্বার

পাসপোর্ট সম্পর্কিত যে কোন সহায়তার জন্য পাসপোর্ট অফিসের ফোন নাম্বার Unknown variable এ সকাল ৯ঃ০০ থেকে বিকাল ৫ঃ০০ পর্যন্ত কথা বলতে পারবেন। আগারগাঁও পাসপোর্ট অফিসের আরো একটি মোবাইল নাম্বার হলো Unknown variable

পাসপোর্ট অফিসের ফোন নাম্বার

  • 16445
  • 09666716445

পাসপোর্ট অফিসের Email Address

  • rpoagargaon@passport.gov.bd
  • dpassport@pasport.gov.bd

পাসপোর্ট হেড অফিসের ঠিকানা

পাসপোর্ট হেড অফিস অর্থাৎ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, ঢাকা এর ঠিকানা হলো

E-7, Agargaon, Shere-E-Bangla Nagar, Dhaka-1207

ই-৭, আগারগাঁও , শের-ই-বাংলা নগর , ঢাকা-১২০৭

রিজিওনাল পাসপোর্ট অফিস আগারগাঁও ইমাইল আইডি হলো rpoagargaon@passport.gov.bd এবং ঢাকা পাসপোর্ট অফিসের email: dpassport@pasport.gov.bd

পাসপোর্ট অফিসের সময়সূচী

সপ্তাহে ৫দিন রবি বার থেকে বৃহস্পতি বার সকাল ৯ঃ০০ টা থকে বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত সরকারি নিয়ম আনুসারে আগারগাও পাসপোর্ট অফিস খোলা থাকে। সকল সরকারি ছুটির দিনে এই প্রতিষ্ঠান বন্ধ থাকে। আগারগাঁও পাসপোর্ট অফিসের সময়সূচী নিচে তালিকা আনুসারে উপস্থাপন করা হলো-

বারঅফিস শুরুঅফিস শেষ
রবি বার৯ঃ০০ AM৫ঃ০০ PM
সোম বার৯ঃ০০ AM৫ঃ০০ PM
মঙ্গল বার৯ঃ০০ AM৫ঃ০০ PM
বুধ বার৯ঃ০০ AM৫ঃ০০ PM
বৃহস্পতি বার৯ঃ০০ AM৫ঃ০০ PM
শুক্র বারসাপ্তাহিক ছুটির দিন
শনি বারসাপ্তাহিক ছুটির দিন

আগারগাঁও পাসপোর্ট অফিস বন্ধের দিন

আগারগাঁও পাসপোর্ট অফিস সরকারি অফিস হয়ায় এর বন্ধের তালিকা অন্যান্য সরকারি প্রতিস্থানের মতই সপ্তাহে শুক্র ও শনি বার বন্ধ থাকে। এছাড়া সরকারি সকল বন্ধের দিন এই পাসপোর্ট অফিস বন্ধ থাকে।

পাসপোর্ট অফিস বন্ধের দিন

  • শুক্র বার
  • শনি বার
  • সকল সরকারি ছুটির দিন

আগারগাঁও পাসপোর্ট অফিসের সেবা সমূহ

আগারগাঁও পাসপোর্ট অফিসে পাসপোর্টের সকল সেবা চালু আছে। বাংলাদেশে ই পাসপোর্ট কার্যক্রম শুরু করে ৪টি অফিসে। তার মধ্যে আগারগাঁও পাসপোর্ট অফিস অন্যতম।

নতুন পাসপোর্টের আবেদন, MRP Passport থেকে e Passport এবং পাসপোর্ট সংশোধন সহ সকল সেবাই চালু রয়েছে। বিভাগীয় পাসপোর্ট অফিস হয়ায় পাসপোর্ট সেবা প্রদানে কোন প্রকার সীমাবদ্ধতা নেই।

পাসপোর্ট এর যে সকল সেবা আগারগা অফিসে পাওয়া যাবে তার তালিকা লিস্ট আকারে প্রকাশ করা হলো-

  • নতুন ই পাসপোর্ট আবেদন
  • পাসপোর্ট সংশোধন
  • পাসপোর্ট রি-ইস্যু
  • E Passport থেকে E Passport
  • MRP থেকে E Passport

উপরে বর্ণিত সেবা সমূহ আগারগাঁও পাসপোর্ট অফিসে সাধারন, জরুরী, আতি জরুরী ভিত্তিতে পাওয়া যাবো

আগারগাঁও পাসপোর্ট অফিসে কভাবে যাবেন

ঢাকার বিভিন্ন স্থান থেকে আগারগাঁও পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হলো

মিরপুর ১ ছাড়া সব সেক্টর হতেএখান থেকে কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, তালতলা হয়ে আগারগাও বাস ষ্টেশন যেতে হবে। সেখান থেকে পায়ে হেটে ২ মিনিট লাগবে। এখান থেকে আগারগাও বাস স্টপ পর্যন্ত শিকড়, বিহঙ্গ, আয়াত, হিমাচল, মিরপুর মেট্রো সহ সকল বাস।
মিরপুর ১ হতেএখান থেকে মিরপুর ১০ নং হয়েও আসা যাবে তবে বেস্ট রোড হচ্ছে টেকনিকাল, কল্যাণপুর, শ্যামলী হয়ে শিশু মেলা যাওয়া। সেখান থেক পূর্বে পায়ে হেটে কিংবা লেগুনা রিক্সা করে। বেশ কিছু বাস এর মধ্যে প্রজাপ্রতি, মিরপুর মেট্রো, দিশারী, ট্রান্স সিল্ভা, বাহন সহ বেশ কিছু বাস। মিরপুর বাংলা কলেজ থেকেও লেগুনা করে ৬০ ফিট হয়ে সরাসরি যাওয়া যায়।
ফার্মগেট/ কাওরান বাজার হতেএখান থেকে খামারবাড়ি, বিজয় সরনি, আইডিবি ভবন হয়ে আগারগাও বাস স্ট্যান্ড। তারপর এখান থেকে পশ্চিমে পায়ে হেটে ২ মিনিট।
মহাখালি/গুলশান/বাড্ডা/রামপুরা হতেসরাসরি আলিফ কিংবা বৈশাখী বাসে। এই বাস মহাখালি, প্রধানমন্ত্রী কার্যালয় এর সামনে দিয়ে বিজয় সরনি, আগারগাও বাস স্ট্যান্ড হয়ে সরাসরি পাসপোর্ট অফিস এর সামনে দিয়ে যায়।
উত্তরা/এয়ারপোর্ট হতেএখান থেকে মহাখালি হয়ে আসা সহজ। তবে চাইলে মিরপুর এর যেকোনো বাসে আসা যাবে। সরাসরি আসতে হলে আলিফ(হলুদ রঙের) বাস এ আসা যাবে অথবা বিকাশ পরিবহনে বিজয় সরনি নেমে সেখান থেকে যেকোনো বাস কিংবা রিক্সা।
শাহবাগ/প্রেসক্লাব/পল্টন/গুলিস্তান হতেএখান থেকে মিরপুর গামী সকল বাসে করে আগাওগাও বাস স্ট্যান্ড কিংবা শ্যামলী শিশু মেলা নামা যাবে। তারপর পায়ে হেটে কিংবা রিক্সায় সরাসরি।
নিউ মার্কেট/কলাবাগান/ধানমন্ডি হতেএখান থেকে আসার সহজ রাস্তা হল আসাদ গেট, গণভবন, মোহাম্মদপুর, সোহরাওয়ারদী হাসপাতাল হয়ে শ্যামলী শিশু মেলা। তারপর পায়ে হেটে। মিরপুর গামী সকল বাসে আসা যাবে যেমন দিশারী, বাহন, ট্রান্সসিল্ভা, গাবতলি ৮নং ইত্যাদি। তবে আর একটি রাস্তা হল আসাদ গেট সংসদ ভবনের সামনে দিয়ে আগাওগাও বাস স্ট্যান্ড(মিরপুর মেট্রো বাস)।
গাবতলি/সাভার/ নবীনগর/বাইপাইল হতেএখান থেকে টেকনিক্যাল, কল্যাণপুর শ্যামলী হয়ে শিশু মেলা, তারপর পায়ে হেটে। উল্লেখযোগ্য বাস এর মধ্যে লাব্বাইক, এম এম লাভ্লি, সাভার পরিবহন, গাবতলি ৮ নং ইত্যাদি।
মৌচাক/মালিবাগ/কমলাপুর হতেএখান থেকে সরাসরি আয়াত বাসে করে আগারগাও বাস স্ট্যান্ড নামা যাবে। মেট্রো রেল চালু হলে কমলাপুর থেকে সরাসরি আগাওগাও বাস ষ্টেশন নামা যাবে তারপর সেখান থেকে পায়ে হেটে।
নারায়ণগঞ্জ হতেসরাসরি আসতে হলে হিমাচল বাসে আগারগাও বাস স্টপ কিংবা মেঘলা বাসে করে শাহবাগ/কলাবাগান।তারপর শাহবাগ/ কলাবাগান হতে মিরপুর গামী সকল বাসে আগারগাও বাস স্ট্যান্ড কিংবা শিশু মেলা।

আগারগাঁও পাসপোর্ট অফিসে কোন তলায় কি সেবা পাবেন

৯ তলা বিশিষ্ট আগারগাঁও পাসপোর্ট অফিসের কোন তলায় কত নাম্বার কক্ষে কি সেবা দিয়ে থাকে তা না জানা থাকলে আপনাকে অনেক ভুগান্তির সিকার হতে হবে। তাই চলুন জেনে নেই পাসপোর্ট অফিসের কোন তলায় কি সেবা দিয়ে থাকে।

Agargaon passport office এর কোন রুমে কি কাজ হয়

কক্ষ নাম্বারসেবার ধরন
১ম তলায় সেবা সমূহ
১০১অনলাইনে ডকুমেন্ট যাচাই ও এনরোলমেন্ট
১০২আবেদনপত্র জমা (মহিলা)
১০৩আবেদন জমা (পুরুষ)
১০৪আবেদন যাচাই কেন্দ্র
১০৫তথ্য অনুসন্ধান কেন্দ্র
২য় তলায় সেবা সমূহ
২০১পাসপোর্ট বিতরণ
২০২সহকারী পরিচালকের কক্ষ
২০৩পাসপোর্ট ডিসপাচ শাখা
৩য় তলায় সেবা সমূহ
৩০১প্রি এনরোলমেন্ট
৩০৩প্রকল্প পরিচালক কক্ষ
৩০৪ডাটা সেন্টার
৩০৭আবেদনপত্রের সিরিয়াল টোকেন
৫ম তলায় সেবা সমূহ
৫০১পাসপোর্ট পেমেন্ট যাচাই
৫০৪বায়োমেট্রিক্স তথ্য সংগ্রহ (মহিলা)
৫০৫বায়োমেট্রিক্স তথ্য সংগ্রহ (পুরুষ)

উপসংহারঃ আশা করছি আজকের আগারগাঁও পাসপোর্ট অফিস সম্পর্কিত বিস্তারিত আলোচনা আপনার ভালো লেগেছে। পাসপোর্ট অফিসের ঠিকানা ফোন নাম্বার এবং হেল্পলাইন এবং লিখাটি উপকারী মনে হলে ফেসবুকে বউয়ের সাথে শেয়ার করতে পারেন।

FAQs

পাসপোর্ট হেল্প লাইন কত?

  • Helpline 16445 (বাংলাদেশ থেকে)
  • 09666716445 (বিদেশ থেকে)

পাসপোর্ট অফিস ফোন নাম্বার কি?

পাসপোর্ট সম্পর্কিত যে কোন সহায়তার জন্য পাসপোর্ট অফিসের ফোন নাম্বার ১৬৪৪৫ সকাল ৯ঃ০০ থেকে বিকাল ৫ঃ০০ পর্যন্ত কথা বলতে পারবেন।

আগারগাঁও পাসপোর্ট অফিসের ঠিকানা

আগারগাঁও পাসপোর্ট অফিসের ঠিকানা হলো ই-৭, এলজিইডি রোড, আগারগাঁও , শের-ই-বাংলা নগর , ঢাকা-১২০৭

Similar Posts

13 Comments

  1. গুগল মেপ যুক্ত করে ভালো করেছেন। একদম সঠিক লোকেশন দেখায়।

    খুবই দরকারি ছিলো। ধন্যবাদ শেয়র করার জন্য

  2. ধন্যবাদ আপনার মতামতের জন্য।

    1. md,sahidul islam says:

      স্যার আমি একটা পাসপোর্ট করেছিলাম 5/3/2023 সালে কিন্তু সামান্য একটু ভুলের কারনে পাসপোর্ট sent for rework হয়ে য়ায৷ সেই ভুল গুলো এডি স্যারের কথামতো যেমন পুলিশ ক্লিয়ারেন্স ডিএজবি ক্লিয়ারেন্স NID ভেরিফাই কপি সব কাগজ এডিস্যার দেখে বুঝে সই ছিল দিয়ে ঢাকা আগার গাতে জমা দিতে বলে তারপর সেটা জমা দেওয়া হয় আজ দেড়মাস কোন রেজাল্ট এখনো হয়নি sent for rework আছে দয়া করে জানাবেন আর কতদিন লাগতে পারে না এটা আর হবেই না জানালে উপকার হয়

      1. md,sahidul islam says:

        স্যার আমি একটা পাসপোর্ট করেছিলাম 5/3/2023 সালে কিন্তু সামান্য একটু ভুলের কারনে পাসপোর্ট sent for rework হয়ে য়ায৷ সেই ভুল গুলো এডি স্যারের কথামতো যেমন পুলিশ ক্লিয়ারেন্স ডিএজবি ক্লিয়ারেন্স NID ভেরিফাই কপি সব কাগজ এডিস্যার দেখে বুঝে সই ছিল দিয়ে ঢাকা আগার গাতে জমা দিতে বলে তারপর সেটা জমা দেওয়া হয় আজ দেড়মাস কোন রেজাল্ট এখনো হয়নি sent for rework আছে দয়া করে জানাবেন আর কতদিন লাগতে পারে না এটা আর হবেই না জানালে উপকার হয়

    2. md,sahidul islam says:

      d,sahidul islam says:
      স্যার আমি একটা পাসপোর্ট করেছিলাম 5/3/2023 সালে কিন্তু সামান্য একটু ভুলের কারনে পাসপোর্ট sent for rework হয়ে য়ায৷ সেই ভুল গুলো এডি স্যারের কথামতো যেমন পুলিশ ক্লিয়ারেন্স ডিএজবি ক্লিয়ারেন্স NID ভেরিফাই কপি সব কাগজ এডিস্যার দেখে বুঝে সই ছিল দিয়ে ঢাকা আগার গাতে জমা দিতে বলে তারপর সেটা জমা দেওয়া হয় আজ দেড়মাস কোন রেজাল্ট এখনো হয়নি sent for rework আছে দয়া করে জানাবেন আর কতদিন লাগতে পারে না এটা আর হবেই না জানালে উপকার হয়

  3. md,sahidul islam says:

    স্যার আমি একটা পাসপোর্ট করেছিলাম 5/3/2023 সালে কিন্তু সামান্য একটু ভুলের কারনে পাসপোর্ট sent for rework হয়ে য়ায৷ সেই ভুল গুলো এডি স্যারের কথামতো যেমন পুলিশ ক্লিয়ারেন্স ডিএজবি ক্লিয়ারেন্স NID ভেরিফাই কপি সব কাগজ এডিস্যার দেখে বুঝে সই ছিল দিয়ে ঢাকা আগার গাতে জমা দিতে বলে তারপর সেটা জমা দেওয়া হয় আজ দেড়মাস কোন রেজাল্ট এখনো হয়নি sent for rework আছে দয়া করে জানাবেন আর কতদিন লাগতে পারে না এটা আর হবেই না জানালে উপকার হয়

    1. md,sahidul islam says:

      স্যার আমি একটা পাসপোর্ট করেছিলাম 5/3/2023 সালে কিন্তু সামান্য একটু ভুলের কারনে পাসপোর্ট sent for rework হয়ে য়ায৷ সেই ভুল গুলো এডি স্যারের কথামতো যেমন পুলিশ ক্লিয়ারেন্স ডিএজবি ক্লিয়ারেন্স NID ভেরিফাই কপি সব কাগজ এডিস্যার দেখে বুঝে সই ছিল দিয়ে ঢাকা আগার গাতে জমা দিতে বলে তারপর সেটা জমা দেওয়া হয় আজ দেড়মাস কোন রেজাল্ট এখনো হয়নি sent for rework আছে দয়া করে জানাবেন আর কতদিন লাগতে পারে না এটা আর হবেই না জানালে উপকার হয়

  4. SAJAL SIKDER says:

    আমি পাছপোর্টের কাজকরি ঝালকাঠীতে। কখনো কখনো কেউ পাছপোর্ট হারিয়ে ফেলে , আবার পাচপোর্ট করার জন্য আসে। তখন তো হারিয়ে যাাওয়া পাছপোর্টের সকল তথ্যাদি দিয়ে থানায় জিডি এনটি করে সেই জিডি কপি দিয়ে পাছপোর্টের জন্য আবেদন করতে হয়। কিন্তু হারিয়ে যাওয়া পাছপোর্টের কোনো ডকুমেন্টস ই তার কাছেনেই । তাই হারিয়ে যাাওয়া পাছপোর্টের সকল ডকুমেন্টস ( এম আরপি কপি) কিভাবে পাবো? প্লীজ একটু যদি কলেন। আপনাদের কারোসাথে কি আমি সরাসরি কথা বলতেপারি।

    1. Sobuj Ahmed says:

      আসসালামু আলাইকুম
      আমি প্রবাসীদের বিষয়ে একটা কথা বলতে চাই,
      পাসপোর্ট অফিসের মহাপরিচালকের কাছে। আমরা প্রবাসীরা যখন বাংলাদেশে ছুটিতে চাই, তখন অনেক প্রবাসীরা পাসপোর্ট করতে হয়, আমরা প্রবাসীরা যখন পাসপোর্ট করতে যাই তখন দালাল চারা পাসপোর্ট করতে পারি না। কারণ দালাল চারা পাসপোর্টের অফিসে ফাইল জমা নেই না। তাহলে কি আমরা প্রবাসী হওয়া আমাদের অপরাধ, নাকি বাংলাদেশের নাগরিক হওয়া আমাদের অপরাধ,এই বিষয় টা আমি জানতে চাই আপনার কাছে, আমি একজন প্রবাসী হিসাবে…?

  5. md,sahidul islam says:

    স্যার আমি একটা পাসপোর্ট করেছিলাম 5/3/2023 সালে কিন্তু সামান্য একটু ভুলের কারনে পাসপোর্ট sent for rework হয়ে য়ায৷ সেই ভুল গুলো এডি স্যারের কথামতো যেমন পুলিশ ক্লিয়ারেন্স ডিএজবি ক্লিয়ারেন্স NID ভেরিফাই কপি সব কাগজ এডিস্যার দেখে বুঝে সই ছিল দিয়ে ঢাকা আগার গাতে জমা দিতে বলে তারপর সেটা জমা দেওয়া হয় আজ দেড়মাস কোন রেজাল্ট এখনো হয়নি sent for rework আছে দয়া করে জানাবেন আর কতদিন লাগতে পারে না এটা আর হবেই না জানালে উপকার হয়

  6. Ibrahim sarkar says:

    Ami Amar mar passport babar nam shongsodon +renewr Joni 04/03/2024 agargaon office submit koricilam emergency sent for rework/correction sho kore tarpor ami NID verification 2bar joma korci akhono send for rework/correction show kore akhon ami ki korte pari Amar ma ata niya khob tension kore

  7. Lazernoe_daPi says:

    Здравствуйте! Меня зовут Шестаков Юрий Иванович, я дерматолог с многолетним опытом работы в области эстетической медицины. Сейчас я отвечу на ваши вопросы и расскажу полезной информацией о удалении папиллом с помощью лазера. Моя цель — помочь вам понять, как безопасно и эффективно избавиться от папиллом и какие преимущества имеет лазерное удаление.

    Что такое лазерное удаление папиллом и как оно проводится?
    Лазерное удаление папиллом — это процедура, при которой используется лазер для удаления новообразований на коже, вызванных вирусом папилломы человека (ВПЧ). Лазерный луч направляется на папиллому, что вызывает ее испарение и разрушение. Процедура проводится под местной анестезией и занимает от нескольких минут до получаса в зависимости от количества и размера папиллом.
    What is laser removal of papillomas and how is it performed?
    Laser removal of papillomas is a procedure that uses a laser to remove skin growths caused by the human papillomavirus (HPV). The laser beam is directed at the papilloma, causing it to vaporize and disintegrate. The procedure is performed under local anesthesia and takes from a few minutes to half an hour, depending on the number and size of the papillomas.

  8. DavidVoize says:

    Hello! I’m from Russia, i’m never kissed russian girl, for 32 years.
    If you want stop war in Ukraine, block Russia users on all foreign adult web-sites. And stop host Russia adult projects.
    All “adult” in Russia, it’s foreign 18+ sites and video.
    Be careful, Russia girl it’s scam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *