bdris gov bd জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা যেভাবে পাবেন

bdris gov bd হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা প্রদানকারী সরকারি ওয়েবসাইট। নতুন জন্ম নিবন্ধন আবেদন, জন্ম নিবন্ধন সংশোধন, জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড সহ মৃত্যু নিবন্ধন সম্পর্কিত বিভিন্ন সেবা প্রদান করে থাকে।

বাংলাদেশের নাগরিকত্বের স্বীকৃতি প্রদানকারী প্রথম সরকারি ডকুমেন্ট হচ্ছে জন্ম নিবন্ধন সনদ। জাতীয় পরিচয় পত্র না হওয়া পর্যন্ত যে কোন সরকারি ও বেসরকারি কাজে জন্ম নিবন্ধনের ভূমিকা অপরিসীম।

আর জন্ম ও মৃত্যু সম্পর্কিত সকল তথ্য সংরক্ষণ করা হয় bdris gov bd বা BDRIS সাইটে। তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে এখন অনলাইনের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহার করে জন্ম নিবন্ধন কিংবা মৃত্যু নিবন্ধন সম্পর্কিত যেকোন সেবা গ্রহণ করা যায়।

bdris gov bd কি কি সেবা পাওয়া যায়

bdris.gov.bd এর মাধ্যমে মূলত জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পর্কিত সেবা পাওয়া যায়। জন্ম নিবন্ধন ক্যাটাগরিতে আরও বেশ কিছু সাব ক্যাটাগরি রয়েছে। তেমনিভাবে মৃত্যু নিবন্ধন পরিষেবার মধ্যে রয়েছে আরও বেশ কিছু ক্যাটাগরি।

bdris gov bd প্রধান সেবা ২টি বিষয়ভিত্তিক

  • জন্ম নিবন্ধন Services
  • মৃত্যু নিবন্ধন সেবা

bdris gov bd জন্ম নিবন্ধন সম্পর্কিত সেবা

শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করে ফেলা উত্তম। এ সময়ের মধ্যে জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে কোন প্রকার ফি প্রদান করতে হয় না। জন্ম নিবন্ধনের কোন প্রকার ভুল থাকলে তার সংশোধন করার আবেদন bdris gov bd এখানে করতে হয়।

জন্ম নিবন্ধনের আবেদন, জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড, তথ্য সংশোধন এবং যেকোনো জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার জন্য এই সরকারি ওয়েবসাইটের বিকল্প নেই। চলুন দেখে নেই এখানে জন্ম নিবন্ধন সম্পর্কিত যে সকল সার্ভিস পাওয়া যায়-

  1. নতুন জন্ম নিবন্ধন আবেদন
  2. জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
  3. জন্ম নিবন্ধন সংশোধন
  4. জন্ম নিবন্ধন যাচাই

উপরে তালিকা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে জন্ম নিবন্ধন সম্পর্কিত যে কোন কাজ অনলাইনে উক্ত ওয়েবসাইট ব্যবহার করে করে ফেলা যাবে।

নতুন জন্ম নিবন্ধন আবেদন

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার জন্য www bdris gov bd ভিজিট করে কোন ঠিকানায় নিবন্ধন করতে চান সেটি বাছাই করুন। তারপর জন্ম নিবন্ধন আবেদন ফরমে নিবন্ধনাধীন ব্যক্তির নাম, জন্মতারিখ, লিঙ্গ এবং জন্মস্থানের ঠিকানা লিখে আবেদন করুন।

ব্যক্তিগত তথ্য পূরণের সময় নিজের নাম বাংলা এবং ইংরেজি যেভাবে লিখতে হবে। তার সাথে নিবন্ধনাধীন ব্যক্তি পিতা মাতার কততম সন্তান তা জন্ম নিবন্ধন আবেদনে উল্লেখ করতে হবে। ঠিকানা নির্বাচনের ক্ষেত্রে প্রথমে দেশ তারপর পর্যায়ক্রমে বিভাগ, জেলা, উপজেলা, ডাকঘর এবং পাড়া / মহল্লার তথ্য দিয়ে আবেদন করতে হবে।

নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম দেখে নিজে নিজে মোবাইল ফোন ব্যবহার করেই অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে ফেলতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সনদে কোন প্রকার ভুল থাকলে তা জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করে পরিবর্তন করা যায়। অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য  https://bdris.gov.bd/br/correction ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে তথ্য যাচাই করে সংশোধনের জন্য আবেদন করুন।

জন্ম নিবন্ধনের ভুল তথ্য গুলো প্রয়োজন মত সংশোধন করুন। তথ্য সংশোধন করার জন্য প্রয়োজনীয় তথ্য এডিট করার অপশন পেয়ে যাবেন। জন্ম নিবন্ধন সংশোধনের স্বপক্ষে ডকুমেন্টস আপলোড করে সংশোধনী আবেদন সাবমিট করুন।

জন্ম নিবন্ধন সংশোধন সম্পর্কিত একটি পৃথক আর্টিকেল রয়েছে। আপনি চাইলে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম এবং সংশোধন করার জন্য কি কি বিষয় খেয়াল রাখতে হয় তা জানতে পারেন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্মতারিখ ব্যবহার করে অনলাইন থেকে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করা যায়। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য https://everify.bdris.gov.bd ভিজিট করুন।

জন্ম নিবন্ধন যাচাই পেজে 17 সংখ্যার নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। তথ্য যাচাই করার পূর্বে একটি সিকিউরিটি ক্যাপচা পূরণ করতে হবে। প্রদত্ত তথ্য সঠিক হলে আপনার সামনে সংশ্লিষ্ট জন্ম নিবন্ধন অনলাইন কপি চলে আসবে।

এখন আপনি চাইলে জন্ম নিবন্ধনের সনদ ডাউনলোড কিংবা পিডিএফ আকারে সংগ্রহ করতে পারেন। আর এটি প্রিন্ট করতে চাইলে কিবোর্ড এর ctrl+p চেপে  জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড করুন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে জন্ম নিবন্ধন ডাউনলোড পোস্টটি পড়ুন। এখানে বিস্তারিত ভাবে জন্ম নিবন্ধন ডাউনলোড করার বিষয়টি ধাপে ধাপে উপস্থাপন করা হয়েছে।

bdris gov bd মৃত্যু নিবন্ধন সেবা

bdris.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে মৃত্যু নিবন্ধন সম্পর্কিত বেশ কিছু সেবা পাওয়া যায়। অনলাইনে মৃত্যু সনদ নিবন্ধন, মৃত্যু সনদ যাচাই এবং মৃত্যু নিবন্ধন সনদ ডাউনলোড করার সুযোগ রয়েছে।

  1. মৃত্যু নিবন্ধন আবেদন ফরম পূরণ
  2. মৃত্যু সনদ যাচাই
  3. মৃত্যু নিবন্ধন সংশোধন

মৃত্যু নিবন্ধন আবেদন ফরম পূরণ

মিতু নিবন্ধন সনদের জন্য অনলাইনে মৃত্যু নিবন্ধন ফরম পূরণ করতে হয়। এর জন্য প্রথমে ভিজিট করুন http://bdris.gov.bd/dr/application এবং ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ ও নিবন্ধক কার্যালয় বাছাই করে আবেদন শুরু করুন।

এখন মৃত্যুর কারণ, মৃত্যুর স্থান, মৃত ব্যক্তির স্থায়ী এবং বর্তমান ঠিকানা উল্লেখ করে মৃত্যু নিবন্ধন আবেদন ফরম পূরণ করুন। সহজে মৃত্যু নিবন্ধন আবেদন করার জন্য নিচের বাটনে ক্লিক করে অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত পড়তে পারেন।

মৃত্যু সনদ যাচাই

মৃত্যু নিবন্ধন যাচাই অথবা মৃত্যু সনদ যাচাই করার জন্য প্রথমেই আপনাকে কম্পিউটার অথবা মোবাইল থেকে যেকোনো ব্রাউজার থেকে everify.bdris.gov.bd লিংকে প্রবেশ করতে হবে। তারপর মৃত্যু নিবন্ধন নাম্বার ও মৃত্যুর তারিখ লিখে যাচাই করুন।

যাচাই করার পূর্বে ওয়েবসাইটে প্রদত্ত নিরাপত্তা ক্যাপচার উত্তর আনসার বক্সে লিখুন। Death Registration Number এবং মৃত্যু তারিখ সঠিক হলে মৃত ব্যক্তি সম্পর্কে বেশ কিছু তথ্য দেখতে পাবেন।

আপনি চাইলে মৃত্যু নিবন্ধন সনদ অনলাইন কপি হিসেবে ডাউনলোড কিংবা প্রিন্ট করে নিতে পারেন। অনলাইনে মৃত্যু নিবন্ধন যাচাই করুন এখান থেকে।

bdris gov bd সাইটে কি কি সেবা পাওয়া যায়?
এই ওয়েবসাইট জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পর্কিত সকল তথ্য এবং সেবা প্রদান করে থাকে। জন্ম নিবন্ধন আবেদন, জন্ম নিবন্ধন সংশোধন, মৃত্যু নিবন্ধন, মৃত্যু সনদ সহ প্রয়োজনীয় সবকিছু।

জন্ম নিবন্ধন যাচাই করব কি করে?
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য https://everify.bdris.gov.bd/ লিংক ভিজিট করে নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ লিখে সার্চ বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন যাচাই করুন।

Similar Posts

2 Comments

  1. zoritoler imol says:

    My brother suggested I might like this web site. He was entirely right. This post actually made my day. You cann’t imagine simply how much time I had spent for this info! Thanks!

  2. tlover tonet says:

    Have you ever considered about including a little bit more than just your articles? I mean, what you say is fundamental and all. Nevertheless think about if you added some great pictures or videos to give your posts more, “pop”! Your content is excellent but with images and clips, this site could undeniably be one of the most beneficial in its niche. Fantastic blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *