মৃত্যু নিবন্ধন ফি কত টাকা
মৃত্যু নিবন্ধন সনদ জন্ম নিবন্ধন সনদের মতই একটি অতি প্রয়োজনীয় ডকুমেন্ট। ব্যাংকিং কিংবা জমিজমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মৃত ব্যক্তির ডকুমেন্ট হিসেবে মৃত্যু সনদ চেয়ে থাকে। মৃত্যু নিবন্ধন ফি কত টাকা জানা থাকলে সনদ সংগ্রহ করতে সহজ হবে।
মৃত্যু নিবন্ধন ফি কত টাকা
মৃত্যু বরণের ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন সনদের আবেদন করলে কোন প্রকার ফি ব্যতীত সম্পূর্ণ বিনামূল্যে মৃত্যু নিবন্ধন সনদ বের করা যায়। মৃত্যুর ৪৬ দিন থেকে ৫ বছরের ভেতরে আবেদন করলে ২৫ টাকা মৃত্যু নিবন্ধন ফি দিতে হয়। পাঁচ বছরের পর অন্য যেকোন সময় মৃত্যু নিবন্ধন সনদ পেতে ৫০ টাকা সরকারি ফি পরিশোধ করতে হয়।
অন্য কোন দেশ থেকে বাংলাদেশ দূতাবাস থেকে মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করতে চাইলে মৃত্যুর তারিখ থেকে ৪৫ দিন পর্যন্ত ফ্রিতে মৃত্যু নিবন্ধন নিতে পারবে। এই ৪৫ দিনের পর থেকে 5 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত এক মার্কিন ডলার ফি পরিশোধ করে সংশ্লিষ্ট দ্রুত আবাসের মাধ্যমে মৃত্যু নিবন্ধন সংগ্রহ করতে পারবে। মৃত ব্যক্তির পাঁচ বছরের পর যে কোন সময় দুই ডলার পরিশোধ করে এই মৃত্যুর সনদ নিতে পারবে।
মৃত্যু নিবন্ধন সংশোধন ফি
মৃত্যু নিবন্ধন সংশোধন করার জন্য আলাদাভাবে সংশোধন আবেদন কিংবা ফি পরিশোধ করার প্রয়োজন নেই। মৃত্যু নিবন্ধন সংশোধন করতে হলে প্রথমে জন্ম নিবন্ধন সনদ সংশোধনlink করতে হবে। জন্ম নিবন্ধন সনদে ব্যক্তির যে তথ্য থাকে মৃত্যু নিবন্ধন সনদে অটোমেটিক সেই তথ্য আপডেট হয়ে যায়।
মৃত্যু নিবন্ধন সনদে কোন প্রকার ভুল থাকলে প্রথমে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করে ভুল তথ্য পরিবর্তন করে ঠিক করতে হবে। জন্ম নিবন্ধন সংশোধন ফিlink দিয়ে নিবন্ধনের ভুল তথ্য পরিবর্তন করা যায়।
মৃত্যু নিবন্ধনে উল্লেখিত মৃত্যু তারিখ, মৃত্যুর স্থান এবং মৃত্যুর কারণ সংশোধন করার সুযোগ রয়েছে। অর্থাৎ মৃত্যু সম্পর্কিত সাধারণ কিছু বিষয় মৃত্যু নিবন্ধন সংশোধন আবেদন করে পরিবর্তন করা যায়। কিন্তু ব্যক্তি সম্পর্কে যে সকল তথ্য জন্ম নিবন্ধন সনদ হতে প্রাপ্ত তা এখানে সংশোধন করা যাবে না।
মৃত্যু নিবন্ধন সনদ করতে কত টাকা লাগে
জন্ম এবং মৃত্যু নিবন্ধন তৈরীর ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি এবং শর্ত একই রকম। জন্ম কিংবা মৃত্যুর ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন তৈরি করা যায়। 45 দিনের পর থেকে পাঁচ বছরের পর্যন্ত ২৫ টাকা সরকারি পরিশোধ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন নেওয়া যায়।
৫ বছরের পর জন্ম নিবন্ধন কিংবা মৃত্যু নিবন্ধন সংগ্রহ করার ক্ষেত্রে ৫০ টাকা করতে হয়। মৃত্যু নিবন্ধন সনদ করতে কত টাকা লাগে তা টেবিল আকারে উপস্থাপন করা হলো
সময়সীমা | নির্ধারিত ফি |
---|---|
মৃত্যুর তারিখ হতে ৪৫ দিন | বিনামূল্যে (ফ্রি) |
৪৬ দিন থেকে ৫ বছর পর্যন্ত | ২৫ টাকা |
৫ বছরে বেশি | ৫০ টাকা |
উপরে দেখানো মৃত্যু নিবন্ধন ফি তালিকা বাংলাদেশের যেকোনো ইউনিয়ন পরিষদ হতে সংগ্রহ করার ক্ষেত্রে প্রযোজ্য। তবে বাংলাদেশের বাইরে অবস্থান করে দূতাবাসের মাধ্যমে মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করতে চাইলে সর্বনিম্ন এক মার্কিন ডলার এবং সর্বোচ্চ দুই মার্কিন ডলার ফি পরিশোধ করতে হয়।