এখনো স্মার্ট কার্ড পাননি? কবে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে জানুন

অনেকেই ভোটার হয়েছে কিন্তু স্মার্ট কার্ড এখনো হাতে পাননি। স্মার্ট কার্ড কবে পাবেন এ নিয়ে যারা চিন্তিত এবং অপেক্ষায় আছেন তাদের জন্য রয়েছে সুখবর। নির্বাচন কমিশন সম্প্রতি তিন কোটি ব্লাঙ্ক স্মার্ট কার্ড কিনেছে, যা শীঘ্রই ভোটারদের মাঝে বিতরণ করা হবে।

দফায় দফায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটারদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ৩ কোটি স্মার্ট কার্ড কিনেছে EC Bangladesh. পুরাতন ভোটার যারা স্মার্ট আইডি কার্ডের জন্য হালনাগাদ করেছে তাদের মাঝে বিতরণ করা হবে এসব কার্ড।

ক্রয় করা ব্লাঙ্ক স্মার্ট আইডি কার্ড গুলোতে NID Card এর তথ্য প্রিন্ট করে এবং বায়োমেট্রিক সংরক্ষণের জন্য SIM এর মত Chip ইনস্টল করা হবে। এ কাজগুলোর ব্যয়বহুল সময় সাপেক্ষ বিষয়। স্মার্ট কার্ড প্রস্তুত হয়ে গেলে এলাকা ভিত্তিক বিতরণ কার্যক্রম চালু করে হাতে হাতে পৌঁছে দেওয়া হবে।

স্মার্ট কার্ড কবে পাবো

বাংলাদেশের সবাইকে একসাথে স্মার্ট কার্ড বিতরণ করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে এলাকা ভিত্তিক আইডি কার্ড বিতরণ কর্মসূচী করে থাকে। ২০১৯ সালে যারা ভোটার তাদের প্রায় সকলকেই স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে।

২০২২ সাল কিংবা তার পরে যারা আইডি কার্ড করেছেন তাদের অনেকেই স্মার্ট কার্ড হাতে পেয়েছে। আবার অনেকে আইডি কার্ড অনলাইন কপি ব্যাবহার করে আসছেন। যারা এখনো পাননি তাদের এই বছরের শেষের দিকে পেয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

যেহেতু নির্বাচন কমিশন পরবর্তী স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি সম্পর্কিত কোনো তারিখ প্রকাশ করেনি তাই স্মার্ট কার্ড কবে পাবেন সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছেনা। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক স্মার্ট কার্ড বিতরণের কোন তথ্য প্রকাশ হলে আমরা আমাদের সাইটে তা প্রকাশ করার চেষ্টা করব।

নতুন ভোটার হয়ে থাকলে (২০১৯ থেকে ২০২৩) স্মার্ট কার্ডের জন্য আপনাকে কিছুই করতে হবে না। Smart NID Card পাওয়ার জন্য কোন আবেদন অথবা ফি প্রদান করার প্রয়োজন নেই। আপনার নিজ এলাকায় যখন কার্ড বিতরণ শুরু হবে তখন পেয়ে যাবেন।

স্মার্ট কার্ড বিতরণ কবে শুরু হবে

স্মার্ট আইডি কার্ড কবে বিতরণ শুরু হবে এটির উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম এক এক সময় এক এক এলাকায় সম্পন্ন হয়।

২০০৮ সালে বাংলাদেশে জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড চালু করা হয়। প্রথম দিকের আইডি কার্ডগুলোতে শুধুমাত্র চার আঙ্গুলের ছাপ গ্রহণ করা হতো। আইডি কার্ডের জন্য চোখের রেটিনার স্ক্যান সংগ্রহ করা হতো না।

স্মার্ট কার্ডের জন্য চোখের রেটিনা স্ক্যান ও হাতের দশ আঙ্গুলের ছাপ প্রয়োজন। তাছাড়া স্মার্ট আইডি কার্ডে যুক্ত করা হয়েছে ডিজিটাল সিগনেচার পেড। এসব তথ্য পুরাতন ভোটারের ডাটাবেজে ছিল না বলে, স্মার্ট কার্ড বিতরণের লক্ষ্যে নির্বাচন কমিশন পুনরায় ভোটার তথ্য হালনাগাদ করছে।

স্মার্ট কার্ড বিতরণের জন্য পুরাতন ভোটারদের হতে নতুন করে 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা স্ক্যান, ডিজিটাল সিগনেচার সংগ্রহ করা হবে। এটি করার জন্য নির্বাচন কমিশন এলাকা ভিত্তিক ভোটার তথ্য হালনাগাদ কর্মসূচি করে থাকে।

স্মার্ট কার্ড পেতে করণীয়

আপনাকে স্মার্ট কার্ড পেতে হলে তেমন কিছু করতে হবে না। বাংলাদেশ নির্বাচন কমিশনের নিজ উদ্যোগে ভোটার তথ্য হালনাগাদ এবং আইডি কার্ড বিতরণ করে থাকে। আপনাকে শুধু সময় মত বিতরণী স্থান কিংবা তথ্য হালনাগাতের সময় উপস্থিত থাকতে হবে।

অনেক আগে ভোটার হয়ে থাকলে স্মার্ট কার্ড বিতরণের সময় পুনরায় দশ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ স্ক্যান করে তথ্য আপডেট করা হবে। এই কাজটি মূলত স্মার্ট কার্ড বিতরণের সময়ই করা হবে।

আপনার কার্ড ছাপানো হয়ে থাকলে নিজ এলাকায় বিতরণের জন্য নির্বাচন কমিশনের লোক চলে আসবে।আপনি শুধু কার্ড বিতরণের সময় সেখানে উপস্থিত থাকবেন।

স্মার্ট কার্ড বিতরণের সময়সূচী ২০২৩

আপনার এলাকায় যখন স্মার্ট কার্ড বিতরণ করা হবে তখন বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। মাইকিং এবং লিফলেট স্থাপনের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণের সময়সূচী জানিয়ে দেয়া হয়।

স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা এবং বিতরণ সম্পর্কে জানতে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে জানতে পারবেন। অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে স্মার্ট কার্ড বিতরণের স্থান এবং কার্ডের বর্তমান অবস্থা জানতে পারবেন।

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড কবে পাবেন জানতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচের ফরমেট অনুসারে মেসেজ টাইপ করুন। SC<Space>NID<Space>NID Number or Form Number পাঠিয়ে দিন 105 নাম্বারে।

SC NID 1234567890

আইডি কার্ডের নাম্বার ১৩ সংখ্যার তারা NID Number এর পূর্বে জন্ম সাল যুক্ত করে ১৭ সংখ্যার আইডি নাম্বার ব্যাবহার করতে হবে।

এসএমএস পাঠানোর পর কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে ফ্রী এসএমএস আসবে যেখানে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস এবং বিতরণের স্থানে উল্লেখ থাকবে।

FAQ’S

ভোটার হয়ার কত দিন পর স্মার্ট কার্ড আসে?
জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করে ছবি ও বায়োমেট্রিক্স তথ্য দিয়া আসার পর ৩০- ৪৫ দিনের মধ্যে অনলাইন কপি ডাউনলোড করা যায়। তবে স্মার্ট কার্ড হাতে পাওয়ার নির্দিষ্ট কোনো সময় বলা যাবে না। নির্বাচন কমিশন যখন স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচী করবে তখন পেয়ে যাবেন।

স্মার্ট কার্ড হারিয়ে গেলে কিভাবে পাবো?
একবার স্মার্ট কার্ড হারিয়ে গেলে আপাতত নতুন স্মার্ট কার্ড পাবার কোনো নিয়ম নেই। অনলাইনে রিইস্যু আবেদন করলে আইডি কার্ডের PDF ডাউনলোড করে সেটি ব্যবহার করতে পারবেন।

সংশোধিত স্মার্ট কার্ড পাওয়ার উপায় আছে?

এক কথায় বলতে গেলে স্মার্ট কার্ড সংশোধন করলে, নতুন তথ্য সহ স্মার্ট কার্ড দেয়া হবে না। অনলাইন থেকে সংশোধিত অনলাইন কপি ডাউনলোড করে সেটি লেমেনেটিং করে ব্যবহার করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *