পাসপোর্ট করতে কত টাকা লাগে | ই পাসপোর্ট ফি কত ২০২৩

দালাল ছাড়া নিজে নিজে পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং ই পাসপোর্ট ফি কত ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এই লিখাটি সাজানো হয়েছে। ই-পাসপোর্টের সরকার নির্ধারিত ফি সম্পর্কে জ্ঞান থাকলে দালাল চক্রের প্রতারণা হতে নিজেকে রক্ষা করা সম্ভব।

বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা চালু রয়েছে। যে কোন বাংলাদেশী নাগরিক চাইলেই অনলাইনের মাধ্যমে নতুন ই-পাসপোর্ট আবেদন অথবা পুরাতন পাসপোর্ট রিনিউ করতে পারবে। নতুন ই-পাসপোর্ট আবেদন ফি এবং পাসপোর্ট রিনিউয়াল ফি একই।

পাসপোর্টের মেয়াদ, ডেলিভারির ধরন এবং পাসপোর্ট এর পৃষ্ঠের উপর নির্ভর করে ই পাসপোর্ট ফি ভিন্ন ভিন্ন হয়। ১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারিতে করতে যে পরিমান ফি দিতে হবে সে তুলনায় ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে করতে অনেক কম টাকা খরচ হবে।

পাসপোর্ট করতে কত টাকা লাগে

৫ বছর মেয়াদে ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট Regular ডেলিভারিতে করতে ৪০২৫ টাকা ও Express ডেলিভারিতে ৬৩২৫ টাকা এবং ১০ বছর মেয়াদে ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট Regular ডেলিভারিতে করতে ৫৭৫০ টাকা ও Express ডেলিভারিতে ৮০৫০ টাকা ফি প্রদান করতে হয়।

এরকমভাবে পাসপোর্ট এর মেয়াদ, পৃষ্ঠা সংখ্যা ও ডেলিভারির ধরন অনুসারে ই পাসপোর্ট আবেদন করতে সর্বনিম্ন ৪০২৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৩৮০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

e Passport fees list

আপনি নিজে পাসপোর্ট এর জন্য আবেদন করতে না পারলে কম্পিউটার দোকান থেকে আবেদনটি করিয়ে নিতে দোকানদারকে ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক দিতে হয়।

৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে?

আমরা জানি পাসপোর্ট ৪৮ পৃষ্ঠা অথবা ৬৪ পৃষ্ঠার হয়ে থাকে। ৫ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।  ডেলিভারি ধরন হিসেবে পাবেন ৩টি বিকল্প।

  • Regular Delivery
  • Express Delivery and
  • Super Express Delivery

ডেলিভারি ধরন, পাসপোর্টের মেয়াদ এবং পাসপোর্টের পেজের উপর নির্ভর করে পসপোর্ট করতে কত খরচ হয় তা ৪টি ধাপে বর্ননা করা হয়েছে। 

৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট ফি

৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট ৫ বছর মেয়াদে রেগুলার ডেলিভারিতে করতে ৪০২৫ টাকা ফি প্রদান করতে হয়। এই একই ধরনের পাসপোর্ট দ্রুত সময় অর্থাৎ এক্সপ্রেস ডেলিভারিতে করতে চাইলে ৬৩২৫ টাকা ফি দিতে হয়।

এছাড়াও রয়েছে সুপার এক্সপ্রেস ডেলিভারি সিস্টেম। তবে সুপার এক্সপ্রেস ডেলিভারি আবেদন অনলাইনের মাধ্যমে করা যায় না। এর জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হয় এবং ফ্রি পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয়।

৫ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট ফি

৫ বছর মেয়াদে ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট Regular ডেলিভারিতে করতে ৬৩২৫ টাকা সরকার নির্ধারিত ফি দিতে হয়। ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট ৫ বছর মেয়াদে Express ডেলিভারিতে নিতে চাইলে ৮৬২৫ টাকা ফি প্রদান করতে হয়।

এক্ষেত্রেও সুপার এক্সপ্রেস ডেলিভারি সুযোগ রয়েছে তবে শর্ত আগের মতই। জরুরী পাসপোর্ট করার কারণ এবং থানার ভেরিফিকেশন, আবেদন করার আগে থেকেই করিয়ে নিতে হয়।

১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে?

১০ বছর মেয়াদী অনলাইন পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে ২টি কম্বিনেশন লক্ষ করা যায়। একটি হল 10 বছরের জন্য 48 পৃষ্ঠার পাসপোর্ট এবং অন্যটি হলো 64 পৃষ্ঠার 10 বছর মেয়াদি পাসপোর্ট।

১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট ফি

ডেলিভারির ধরনের ওপর নির্ভর করে ১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্ট ফি দুই প্রকার হয়।

  • ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট ১০ বছর মেয়াদে Regular Delivery করতে ৮০৫০ টাকা
  • ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট ১০ বছর মেয়াদে Express Delivery করতে ১০৩৫০ টাকা

১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট ফি

  • ৫ বছর মেয়াদে ৬৪ পৃষ্ঠার রেগুলার ডেলিভারি ফি ৮০৫০টাকা
  • ৫ বছর মেয়াদে ৬৪ পৃষ্ঠার এক্সপ্রেস ডেলিভারি ফি ১০৩৫০টাকা

ই পাসপোর্ট ফি কত

অনলাইনে পাসপোর্ট করতে কত টাকা লাগে সরকারি ফিসের তালিকা একটি টেবিলের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। নিচের তালিকা থেকে ই পাসপোর্ট ফি কত এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

প্রাপ্তি👉 ধরন👇রেগুলার (টাকা)এক্সপ্রেস (টাকা)সুপার এক্সপ্রেস
৫ বছর
৪৮ পৃষ্ঠা
৪০২৫৬৩২৫৮৬২৫
৫ বছর
৬৪ পৃষ্ঠা
৬৩২৫৮৬২৫১২০৭৫
১০ বছর
৪৮ পৃষ্ঠা
৫৭৫০৮০৫০১০৩৫০
১০ বছর
৬৪ পৃষ্ঠা
৮০৫০১০৩৫০১৩৮০০

ই পাসপোর্ট ফি তালিকা

উল্লেখ্যঃ উপরোক্ত সকল পাসপোর্ট ফি এর সাথে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

Note: সরকারি চাকরিজীবী যাদের NOC আছে আথবা যারা অবসরপ্রাপ্ত (PLR) তাদের ক্ষেত্রে পাসপোর্ট ফিতে ভিন্নতা রয়েছে। তারা রেগুলার ডেলিভারি ফি প্রদান করে এক্সপ্রেস ডেলিভারি পাবে। এক্সপ্রেস ডেলিভারি ফি দিয়ে সুপার-এক্সপ্রেস ডেলিভারিতে ই পাসপোর্ট করতে পারবে।

e-Passport fee for 48 pages and 5 years

  1. Regular delivery: TK 4,025
  2. Express delivery: TK 6,325
  3. Super Express delivery: TK 8,625

e-Passport fee for 48 pages and 10 years

  1. Regular delivery: TK 5,750
  2. Express delivery: TK 8,050
  3. Super Express delivery: TK 10,350

e-Passport fee for 64 pages and 5 years

  1. Regular delivery: TK 6,325
  2. Express delivery: TK 8,625
  3. Super Express delivery: TK 12,075

e-Passport fee for 64 pages and 10 years

  1. Regular delivery: TK 8,050
  2. Express delivery: TK 10,350
  3. Super Express delivery: TK 13,800

বিদেশ থেকে বাংলাদেশী পাসপোর্ট করতে কত টাকা লাগে

বাংলাদেশের অবস্থান না করেও বাংলাদেশী নাগরিক হলে বিশ্বের অন্যান্য দেশ থেকে বাংলাদেশী পাসপোর্ট করা যায়। এজন্য আপনাকে ওই দেশে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করতে হবে।

অন্যান্য দেশ থেকে বাংলাদেশ এম্বাসি মাধ্যমে ই পাসপোর্ট করতে যত টাকা লাগে তা নিচে দেয়া হলো

Passport TypeFee (USD)
48 Pages 5 YearsRegular- $100Express- $150
48 Pages 10 YearsRegular- $125Express- $175
64 Pages 5 YearsRegular- $150Express- $200
64 Pages 10 YearsRegular- $175Express- $225

ই পাসপোর্ট ফি সম্পর্কিত কিছু প্রশ্ন-উত্তর

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে?

অনলাইনে ই পাসপোর্ট আবেন কেরতে পাসপোর্টের ধরন ও ডেলিভারির সময়ের উপর নির্ভর করে ৪০২৫ টাকা থেকে ১৩৮০০ টাকা পর্যন্ত ফি প্রদান করতে হয়। পাসপোর্টের পৃষ্ঠার সংখ্যার উপর ও টাকার পরিমান নির্ভর করে।

ব্যংক ড্রাফ্ট করতে অতিরিক্ত ফি দিতে হয়?

পাসপোর্ট ফি অনলাইনে এবং অফলাইনে ব্যংকের মাধ্যমে প্রদান করা যায়। বিকাশ, রকেট, নগদে ফি পরিশোধের ক্ষেত্রে সামান্য পরিমান অতিরিক্ত সার্ভিস চার্জ লাগলেও ব্যংক ড্রাফ্টের জন্য কোন প্রকার অতিরিক্ত টাকা দিতে হয় না।

ঘরে বসে ই পাসপোর্ট ফি দেয়া যায়?

এখন আপনি চাইলেই ঘরে বসে ই চালানের মাধ্যমে পাসপোর্টের ফি দিতে পারবেন। অনলাইন ই পাসপোর্ট ফি প্রদানে কার্ড পেমেন্ট, মোবাইল ব্যংকিং, e-wallet ব্যবহার কারা যায়। তবে এ ক্ষেত্রে প্রায় ১৫ টাকা চার্জ দিতে হয়।

Similar Posts

One Comment

  1. md Ariyan says:

    Hello Ami Ariyan Ami Ak jonn bangladesher nagoriyak Ami ki vabe passport korte pari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *