Services nidw gov bd | সকল NID service একসাথে

জাতীয় পরিচয় পত্র বা National Identity Card (NID) বিষয়ক সেবা প্রদানকারী সরকারি ওয়েবসাইট হচ্ছে services nidw gov bd. নতুন ভোটার আইডি নিবন্ধন, আইডি কার্ড ডাউনলোড, আইডি কার্ড সংশোধন ও ভোটার তথ্য যাচাই করা সহ সকল NID service এখানে প্রদান করা হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে Services nidw gov bd এর কার্যক্রম ২০১৬ সালের শুরুর দিকে চালু করা হয়। প্রথম দিকে এটি NID Wing নামে পরিচিত থাকলেও বর্তমানে Bangladesh NID Application System নামে পরিচিত।

Services nidw gov bd

Services nidw gov bd নাগরিকের NID Card সম্পর্কিত সেবা প্রদান করে থাকে। এখানে New nid Application, NID Card Download, Voter ID Correction করা যায়। যে কোন আইডি কার্ডের তথ্য সঠিক কিনা তা খুব সহজেই এনআইডি কার্ড যাচাই করার মাধ্যমে বের করা যায়।

Services.nidw.gov.bd বাংলাদেশ নির্বাচন কমিশনের NID service ওয়েব সেবা এবং Bangladesh Election Commission অফিসিয়াল ওয়েবসাইট হলো nidw.gov.bd

জাতীয় পরিচয় পত্রের আবেদন করার জন্য এখন আর নির্বাচন অফিসে যেতে হয় না। বর্তমানে services nidw gov bd ব্যবহার করে যে কেউ ঘরে বসে নতুন জাতীয় পরিচয় পত্র আবেদন করতে পারে। ভোটার আইডি সংশোধন এবং এনআইডি কার্ড ডাউনলোড করা যাচ্ছে এখানেই।

ভোটার এলাকা স্থানান্তর সহ এনআইডি কার্ড সম্পর্কিত সকল সেবা পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটে। চলুন জেনে নেই জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত কি কি সেবা nidw gov bd এর মাধ্যমে পাওয়া যাবে এবং কোন সেবা কিভাবে পেতে হয়-

Services nidw gov bd: NID service সেবা সমুহ

Services nidw gov bd ওয়েবসাইটের মাধ্যমে যে সকল সেবা পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সেবা সমূহ হলো New Voter Application, NID Correction, NID Card Re-Issue এবং ভোটার তথ্য যাচাই। এসকল service ছাড়াও আরো যে সব নাগরিক সেবা পাওয়া যায় তার তালিকা নিচে দেয়া হলোঃ-

  • নতুন ভোটার নিবন্ধন
  • জাতীয় পরিচয় পত্র ডাউনলোড
  • জাতীয় পরিচয় পত্রের তথ্য সংশোধন
  • জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
  • ভোটার তথ্য যাচাই
  • আইডি কার্ড রিইস্য
  • স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

উপরের তালিকা থেকে বোঝাই যাচ্ছে জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত যে সকল সেবা প্রয়োজন তার সবকিছুই এখানে পাওয়া যাচ্ছে। কি কি সেবা পাওয়া যাবে তা জানা হলো, এখন জানবো একজন সাধারণ নাগরিক এই NID service গুলো কিভাবে পাবে।

নতুন ভোটার হয়ার জন্য নিবন্ধন

নতুন ভোটার নিবন্ধন করার জন্য Services nidw gov bd ভিজিট করে নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। বাংলাদেশের নাগরিক হিসেবে প্রয়োজনীয় কিছু প্রমাণাদি / কাগজপত্র সাবমিট করে অনলাইনে নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে হয়।

নতুন জাতীয় পরিচয় পত্রের আবেদন অনলাইনে সাবমিট করার পর আবেদনকারীকে উপজেলা নির্বাচনে অফিসে উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য (আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা স্ক্যানন, ছবি) দিয়ে আসতে হবে।

অনলাইনে নতুন ভোটার নিবন্ধন আবেদন করার নিয়ম খুব সহজে ধাপে ধাপে বর্ণনা করে পোস্ট করা হয়েছে। নতুন ভোটার হয়ার জন্য নিবন্ধন করার নিয়ম আনুসরণ করে আপনি নিজে নিজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে নতুন জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করতে পারবেন।

New NID Application সাবমিট করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন তা আপনার কাছে থাকলে কোন প্রকার সমস্যা ছাড়াই অনলাইনে আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। নতুন ভোটার হতে কি কি লাগে দেখে মিলিয়ে নিন আপনার কাছে এ সকল ডকুমেন্ট রয়েছে কিনা।

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য services.nidw.gov.bd/nid-pub/claim-account ভিজিট করে NID অথবা ফরম নাম্বার এবং জন্মতারিখ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন। তারপর প্রোফাইলের ড্যাশবোর্ডের ডাউনলোড মেনু থেকে NID Card Download করুন।

অ্যাকাউন্টে প্রবেশ করার পূর্বে আইডি কার্ডের ঠিকানা, মোবাইল নাম্বার এবং ব্যক্তির ফেইস ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়। এই সকল ধাপগুলো সহজে অতিক্রম করতে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম দেখে নিজে নিজেই মোবাইল দিয়ে অনলাইন থেকে NID Card Download করতে পারবেন।

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য ১৭ সংখ্যার জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ১০ সংখ্যার NID Number প্রয়োজন হবে। যাদের আইডি কার্ডের নাম্বার ১৩ সংখ্যার তারা NID নাম্বার এর জন্ম সাল যুক্ত করে ১৭ সংখ্যা করে নিতে হবে।

আপনার যদি ১০ সংখ্যার নতুন স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার প্রয়োজন হয় তাহলে, পুরাতন আইডি কার্ডের নাম্বার থেকে স্মার্ট আইডি কার্ডের নাম্বার বের করার নিয়ম দেখে সহজেই এই কাজটি করতে পারবেন।

যারা নতুন ভোটার হয়েছেন তারা স্লিপ নাম্বার অথবা ভোটার ফরম নাম্বার দিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন। ফরম নাম্বার এবং জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে আইডি কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া সেইম।

জাতীয় পরিচয় পত্র সংশোধন

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য এই ওয়েবসাইট থেকে এনআইডি কার্ডের প্রোফাইলে প্রবেশ করে করে ভোটার তথ্য সংশোধনের জন্য আবেদন করুন। ২৩০ টাকা সংশোধন ফ্রি পরিশোধ করে এডিট বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করুন। চাহিত সংশোধিত তথ্যের সাপেক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি যুক্ত করুন আবেদন সাবমিট করুন।

আইডি কার্ডের তথ্যে কোন প্রকার ভুল থাকলে তা সংশোধন করার জন্য Services nidw gov bd ওয়েবসাইটে জাতীয় পরিচয় পত্র তথ্য সংশোধন আবেদন করতে হয়। ব্যক্তির নিজের নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম সহ অন্যান্য তথ্যের ভুল তথ্য / বানান আবেদন করার মাধ্যমে পরিবর্তন করা যায়।

NID Card Correction আবেদন করে জন্ম নিবন্ধন নাম্বার নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত তথ্য পরিবর্তন করা যায়। মনে রাখবেন আইডি কার্ডের তথ্যই সংশোধনের আবেদন করা হোউক না কেন, সংশোধনী আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র প্রমাণ হিসেবে আপলোড করতে হবে।

অনলাইনে জাতীয় পরিচয় পত্র সংশোধন করার বিস্তারিত বর্ণনা করে পোস্ট লেখা রয়েছে। আপনার আইডি কার্ডের যেকোন ভুল তথ্য সংশোধন করার জন্য আবেদন করতে পারেন।

ভোটার তথ্য যাচাই

ভোটার তথ্য যাচাই বা জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার মাধ্যমে NID Card এর তথ্য আসল নাকি নকল তা বের করা যায়। services.nidw.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে যেকোন আইডি কার্ডের নাম্বার এবং জন্মতারিখ ব্যবহার করে সে জাতীয় পরিচয় পত্রের যাবতীয় তথ্য যাচাই করা যায়।

জাতীয় পরিচয়পত্রের ভোটার তথ্য যাচাই করার বিষয়ে আমাদের ওয়েব সাইটে ইতিমধ্যে একটি আর্টিকেল পাবলিশ করা হয়েছে। ভোটার তথ্য যাচাই ও জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার বিষয়ে বিস্তারিত জানতে আমাদের আগের পোস্টগুলো দেখতে পারেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

স্মার্ট আইডি কার্ড এখনো হাতে পাননি! প্রিন্ট করা লেমিনেটিং আইডি কার্ড ব্যবহার করেই চলেছেন। Smart Card Status Check করার মাধ্যমে জেনে নিন আপনার Smart Card প্রস্তুত হয়েছে কিনা। স্মার্ট কার্ডের স্ট্যাটাস Complete দেখালে সেটি কোথা থেকে সংগ্রহ করতে হবে তা জানতে পারবেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এখানে Smart Card Status Check করার ফর্মে আইডি নাম্বার ও জন্মতারিখ দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।

আইডি কার্ড রিইস্য

ভোটার আইডি কার্ড নষ্ট হয়ে গেলে অথবা হারিয়ে গেলে সেটি পুনরায় ডাউনলোড করার জন্য আইডি কার্ড রিইস্য আবেদন করতে হয়। সাধারণ ডেলিভারিতে জাতীয় পরিচয় পত্র রিইস্যু করতে ২৩০টাকা রে সুফি পরিশোধ করতে হয়।

অনলাইনে nid card reissue আবেদন করার বিস্তারিত নিয়ম দেখে আপনিও আপনার হারিয়ে যাওয়া বা নস্ট হওয়া কার্ড রি-ইস্যু করতে পারেন। আবেদন করার ২ দিন থেকে ৭ দিনের মধ্যে অনলাইন থেকে পুনরায় নতুন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করা যায়।

হারিয়ে যাওয়া জাতীয় পরিচয় পত্র কিংবা আপনার জাতীয় পরিচয় পত্রটি চুরি হয়ে গেলে সেটি রিস্যু করার জন্য প্রথমে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি লিখাতে হবে।রিইস্যু আবেদনের সাথে এই জিডি কপি সাবমিট করতে হবে।

FAQS

Services nidw gov bd কি?

Services nidw gov bd হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সেবা প্রদানকারী ওয়েবসাইট। জাতীয় পরিচয়পত্র সেবা সহজ এবং অনলাইন ভিত্তিক করার লক্ষ্যে এই ওয়েবসাইটটি চালু করা হয়।

NID service সাইটে কি কি সেবা পাওয়া যায়?

জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত প্রায় সকল ধরনের সেবা NID service এই সাইটের মাধ্যমে প্রদান করা হয়। নতুন আইডি কার্ড আবেদন, nid card Download, জাতীয় পরিচয় পত্র সংশোধন, ভোটার তথ্য যাচাই করা সহ আরো অনেক সেবাই এখানে পাওয়া যায়।

NID service একাউন্ট তৈরি করব কি করে?

Services nidw gov bd এখন তৈরি করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/ তারপর জাতীয় পরিচয় পত্র জন্ম তারিখ এবং ঠিকানা যাচাই করার মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

Services nidw gov bd পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি?

NID Service ওয়েবসাইটের পাসওয়ার্ড ভুলে গেলে কয়েকটি ধাপ অনুসরণ করার মাধ্যমে পাসওয়ার্ড রিকভারি করা যায়। পাসওয়ার্ড রিকভারি করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/recover-account এই লিংকে ভিজিট করুন। আইডি কার্ডের নাম্বার / ইউজার নেম লিখে সাবমিট করলে পাসওয়ার্ড পরিবর্তন করার নির্দেশনা দেখতে পাবেন।

Similar Posts

One Comment

  1. রাসেদা says:

    নতুন nid অনলানে নিবন্দন করব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *