সাময়িক জাতীয় পরিচয়পত্র | Temporary National ID Card Replace

সাময়িক জাতীয় পরিচয়পত্র কি? Temporary national id card থেকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বের করা যাবে কিনা, গেলে তা কি করে করতে হয়? তাছাড়া টেম্পোরারি আইডি কার্ড পরিবর্তন করে অরিজিনাল জাতীয় পরিচয় পত্র অনলাইন থেকে বের করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আজকের অনিচ্ছেদ সাজানো হয়েছে।

স্মার্ট আইডি কার্ড সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ২০১৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক কিছু কিছু এলাকায় temporary national id card প্রদান করা হয়। যার মেয়াদ ছিলো দুই বছর। এই সময়ের মধ্যে সাময়িক জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে।

সাময়িক জাতীয় পরিচয়পত্র

Temporary national id card বা সাময়িক জাতীয় পরিচয় পত্র হলো এমন একটি আইডি কার্ড যার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মেয়াদ থাকে। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এই সাময়িক জাতীয় পরিচয় পত্র আর ব্যবহার করা যায় না / গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই স্মার্ট আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের চূড়ান্ত কার্ড সংগ্রহ করা উচিৎ।

অস্থায়ী আইডি কার্ডের মেয়াদ শেষ হবার আগেই Smart NID Card পেয়ে যাবার কথা। তবে আপনি যদি  এখন Temporary nid Card ব্যাবহার করে থাকেন। তা হলে আপনার আইডি কার্ডটি পরিবর্তন করে স্মার্ট এনআইডি কার্ড নিতে পারবেন।

টেম্পোরারি আইডি কার্ড এর তথ্য দিয়ে অনলাইন থেকে অরজিনাল জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন। তাছাড়া স্থানীয় নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করার মাধ্যমে আপনার স্মার্ট জাতীয় পরিচয় পত্র অথবা স্থায়ী আইডি কার্ড সংগ্রহ করতে পারেন।

সাময়িক জাতীয় পরিচয়পত্র যাচাই

খুব সহজেই সাময়িক জাতীয় পরিচয়পত্র যাচাই করা যায়। টেম্পোরারি আইডি কার্ড যাচাই করার জন্য জাতীয় পরিচয়পত্রের Front Page এর উপরের দিকে NATIONAL ID CARD এর স্থলে Temporary national id card লিখা আছে কিনা সেটা দেখতে হবে। লাল রং দিয়ে Temporary national id card লিখা থাকলে বুঝতে হবে এটি সাময়িক জাতীয় পরিচয়পত্র বা টেম্পোরারি আইডি কার্ড।

তাছড়া আইডি কার্ডের Back part এ প্রদানের তারিখের নিচে মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করা থাকে। এই রকম ভাবে কার্ডের মেয়াদ দেয়া থেকলে বুঝতে হবে এটি একটি Temporary id card (টেম্পোরারি আইডি কার্ড)। স্মার্ট NID কার্ড বা সাধারন জাতীয় পরিচয়পত্রে কোনো প্রকার মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকেনা।

এনআইডি কার্ডের পিছনের অংশ অংশে থাকা বারকোড স্ক্যান করলেও আইডি কার্ডটি স্থায়ী নাকি সাময়িক সময়ের জন্য দেয়া হয়েছে তা বুঝা যাবে। Bar Code থেকে সাময়িক জাতীয় পরিচয়পত্র যাচাই করা সবার জন্য সহজ মনে নাও হতে পারে। তাই টেম্পোরারি আইডি কার্ড চেক করার জন্য জাতীয় পরিচয় পত্র উপর লেখা দেখে যাচাই করতে হবে।

টেম্পোরারি আইডি কার্ড থেকে স্মার্ট আইডি কার্ড

টেম্পোরারি আইডি কার্ড থেকে স্মার্ট আইডি কার্ড পেতে হলে প্রথমে আপনাকে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে হবে। স্মার্ট কার্ড স্ট্যাটাস Complete দেখালে, আপনার সাময়িক জাতীয় পরিচয় পত্র সাথে নিয়ে স্থানীয় নির্বাচন কমিশন অফিসে চলে যেতে হবে। নির্বাচন অফিসের লোক আপনার পুরাতন আইডি কার্ড রেখে আপনাকে নতুন স্মার্ট আইডি কার্ড (smart nid card) প্রদান করবে।

বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি সেবা ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করা যায়। জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত একটি পোস্ট আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেটি দেখে দেখে আপনি অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

Temporary nid card replace

অধিকাংশ এলাকায় Temporary nid card গুলো মেয়াদ শেষ হবার পূর্বেই স্মার্ট জাতীয় পরিচয় পত্র দ্বারা পরিবর্তন করে দেয়া হয়েছে। সরকারি উদ্যোগে Temporary nid card replace কার্যক্রমের মাধ্যমে এলাকা ভিত্তিক নতুন ভোটার আইডি কার্ড প্রদান করা হয়েছে।

টেম্পোরারি আইডি কার্ড থেকে স্মার্ট আইডি কার্ড করার এই সুযোগ যারা মিস করেছেন অথবা যাদের এলাকায় এখনো এই কার্যক্রম অনুষ্ঠিত হয়নি, তারা চাইলে নিজ উদ্দগে Temporary nid card replace করে নিতে পারেন।

এর জন্য উপজেলা নির্বাচন আফিসে আপনার সাময়িক জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে নতুন আইডি কার্ড পাওয়ার আবেদন করতে হবে। আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে থাকলে স্মার্ট ভোটার আইডি কার্ড প্রদান করবে, তা না হলে স্থায়ী/ অরজিনাল আইডি কার্ড দিবে।

টেম্পোরারি আইডি কার্ড সম্পর্কিত প্রশ্ন-উত্তর

সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ কত?

২০১৮ সালে কিছু বাংলাদেশের কিছু স্থানে ২ বছর মেয়াদি Temporary national id card প্রদান করা হয়েছিলো। তবে সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ভিন্ন ভিন্ন হতে পারে।

Temporary national id card মেয়াদ শেষ হলে কি করতে হবে?

সাময়িক জাতীয় পরিচয়পত্র এর মেয়াদ শেষ হয়ে গেলে এটি Replace করে স্মার্ট আইডি কার্ড বা অরজিনাল আইডি কার্ড নিয়ে নিতে হবে।

টেম্পোরারি আইডি কার্ড থকে অনলাইন আইডি কার্ড বের করা যায়?

আইডি কার্ডের মধ্যে মেয়াদোত্তীর্ণ সময় দেওয়ার কারনে এটিকে টেম্পোরারি আইডি কার্ড বলা হয়। তাছাড়া আইডি কার্ডের যাবতীয় তথ্য স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মতোই। এই আইডি কার্ডের তথ্য ব্যবহার করে অনলাইনে থেকে  জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করে তা বেবহার করা যাবে।

সাময়িক জাতীয় পরিচয়পত্র চেনার উপায়

জাতীয় পরিচয় পত্রের লক্ষ্য করলে দেখা যাবে লাল রঙ্গের “Temporary national id card” লেখা রয়েছে। সাধারণ আইডি কার্ডে শুধু “NATIONAL ID CARD” লেখা থাকে। টেম্পোরারি আইডি কার্ড লেখা থকালে বুঝতে হবে এটা সাময়িক জাতীয় পত্র।

আর পেছনের পৃষ্ঠা এই কাটে মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ থাকবে। নরমাল আইডি কার্ডের কোনরকম মেয়াদ থাকে না যদি টেম্পোরারি বা সাময়িক জাতীয় পরিচয়পত্র হয় সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে

Similar Posts

2 Comments

  1. শেখ ফরিদ says:

    আমি কাজ করবো

  2. শেখ ফরিদ says:

    নোয়াখালী কোম্পানীগঞ্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *