ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে

ভোটার আইডি কার্ডে ভুল থাকলে তা সংশোধন করার জন্য অনলাইনে রি ইস্যু ফি পরিশোধ করে সংশোধনের জন্য আবেদন করতে হয়। ভোটার তথ্য সংশোধনের ধরনের উপর ভিত্তি করে সংশোধন ফি ভিন্ন ভিন্ন হয়।

জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কত টাকা সরকারি ফি জমা দিতে হয় এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই লিখনের মধ্যে। কোন ধরনের তথ্য পরিবর্তন করতে কত টা কা প্রয়োজন বিস্তারিত জানুন।

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন আবেদনlink করতে ২৩০ টাকা ফি জমা দিতে হয়। দ্বিতীয় বার সংশোধনীর জন্য ৩৪৫ টাকা এবং এর পর প্রতিবারে ৫৭৫ টাকা আইডি কার্ড রি ইস্যু ফি হিসেবে পরিশোধ করতে হবে।

সংশোধনের ধরনের পাশাপাশি ভোটার আইডি কার্ড প্রাপ্তির বা ডেলিভারির উপর সংশোধন ফি নির্ভর করে। আইডি কার্ডের সাধারন তথ্য সংশোধন এবং রেগুলার ডেলিভারির জন্য ২৩০ টাকা রি ইস্যু ফি জমা দিয়ে আবেদন করতে হয়। তেমনি ভাবে একই সংশোধনীর জন্য জরুরি NID Card পাবার জন্য ৩৪৫ টাকা ফি দিতে হবে।

জাতীয় পরিচয় পত্রের অনলাইন প্রোফাইলে অন্যান্য তথ্য টেবে যে সকল তথ্য থাকে তা পরিবর্তন বা সংশোধন করতে ১১৫ টাকা ফি প্রদান করতে হয়। আজকের আলোচনায় যে ফিসের পরিমান উল্লেখ করা হবে তার সাথে ১৫% সরকারি ভ্যাট যুক্ত রয়েছে। আলাদা ভাবে ভ্যাট হিসেব করতে হবে না।

ভোটার আইডি কার্ড সংশোধন ফি

NID Card এর সাধারন তথ্য বা ব্যক্তিগত তথ্য সংশোধন করতে প্রথম বারের জন্য ২৩০ টাকা সংশোধন ফি জমা দিয়ে আবেদন করতে হয়। অন্যান্য তথ্য পরিবর্তন করার জন্য ১১৫ টাকা ফি দিতে হয়। আর যদি ব্যক্তিগত এবং অন্যান্য তথ্য একই সময় সংশোধন করা হয় তা হলে ৩৪৫ টাকা সরকারি ফি জমা দিতে হবে।

অনলাইনে আইডি কার্ড সংশোধন ফি জমা দিন link

একবার আইডি কার্ড সংশোধন করা হলে পুনরায় এনআইডি কার্ড সংশোধন করতে প্রথম বারের চেয়ে বেশি ফি পরিশোধ করতে হয়। একই জাতীয় পরিচয় পত্র ৩বার বা তার বেশি বার সংশোধন আবেদন করতে হলে আবেদন ফি দিতে হবে ৫৭৫ টাকা।

আইডি কার্ড সংশোধন ফি তালিকা

আমরা ইতোমধ্যে জেনে গেছি আইডি কার্ড সংশোধন করতে আবেদনের ধরনের উপর ভিত্তি করে এর ফি পরিবর্তন হয়ে থাকে। এমনকি একটি আইডি কার্ড রি ইস্যু ডেলিভারি ধরন সাধারন নাকি জরুরী তার উপরও পরিশোধেও টাকার পরিমান ভিন্ন ভিন্ন হয়।

আবেদনের ধরননির্ধারিত ফি
ব্যক্তিগত তথ্য সংশোধন২৩০ টাকা
অন্যান্য তথ্য পরিবর্তন১১৫ টাকা
উভয় তথ্য সংশোধন৩৪৫ টাকা

এখন পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারণ করা আইডি কার্ডের সংশোদন ফিসের তালিকা উপরে উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত তথ্য পরিবরতনে ফি হলো ২০০ তার সাথে ১৫% সকারি ভ্যাট মিলিয়ে ২৩০ টাকা। ঠিক একই ভাবে ১০০ টাকার সাথে ১৫ টাকা ভ্যাট যুক্ত হয়ে ১১৫ টাকা। 

জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি হিসাব করুন

Bangladesh NID Application System থেকে আপনার আইডি কার্ডের সংশোধন ফি কত তা বের করতে পারবেন। ভোটার আইডি কার্ড ওয়েব সাইটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি হিসাব করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/fees link তারপর আইডি কার্ডের নাম্বার, আবেদনের ধরন ও বিতরনের ধরন বাচাই করে হিসেব করুন।

ভোটার আইডি কার্ড সংশোধন ফি চেক

আপনি চাইলে এখানে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার, সংশোধনের ধরন এবং ডেলিভারির ধরন বাচাই করে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি হিসাব করতে পারবেন।

আপনি যদি না জানেন আপনার আইডি কার্ড এর আগে কখনো সংশোধন আবেদন করা হয়েছে কিনা। তাহলে উপরে দেখানো নিয়মে আপনার আইডি কার্ডের জন্য সংশোধন ফি হিসাব করে বের করতে পারবেন।

আইডি কার্ডের নাম সংশোধন করতে কত টাকা লাগে

আইডি কার্ডে নিজের নাম ভুল হলে তা পরিবর্তন করে ঠিক করা যায়। নিজের নাম, পিতা মাতার নাম, জন্ম তারিখ, পেশা, ধর্ম এসকল তথ্য ব্যক্তিগত তথ্যের ক্যাটাগরিতে রয়েছে। আমরা জানি জাতীয় পরিচয় পত্রের সাধারণ তথ্য অর্থাৎ ব্যক্তিগত তথ্য ঠিক করতে ২৩০ টাকা লাগে। ২৩০ টাকা ফি পরিশোধ করে আরো যে সকল তথ্য পরিবর্তন লড়া যায় তার একটি লিস্ট তৈরি করা হল

  • নিজের নাম পরিবর্তন (সংশোধন)
  • পিতা মাতার নামের ভুল
  • জন্ম স্থানের তথ্য
  • জন্ম নিবন্ধন নাম্বার
  • জন্ম তারিখ
  • পেশা
  • শিক্ষাগতপ যোজ্ঞতা 

ভোটার আইডি ফি সম্পর্কিত নির্বাচন কমিশনের নির্দেশনা

২০১৫ সাল থেকে জাতীয় পরিচয় পত্র রি ইস্যু ফি পরিশোধ করার মাধ্যমে ভোটার আইডি কার্ড নবায়ন করা নিয়ম চালু করা হয়েছে। আইডি কার্ড সংশোধন করতে কি পরিমান ফি পরিশোধ করতে হবে তাও নির্ধারণ করে দেয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ভোটার আইডি ফি সম্পর্কিত নির্দেশনা নিচে দেখানো হলো

ভোটার আইডি ফি সম্পর্কিত নির্বাচন কমিশনের নির্দেশনা

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন ফি প্রদানের নিয়ম

NID Fee Payment করার অনেক মাধ্যম রয়েছে। জনপ্রিয় মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ ব্যবহার করে সংশোধন ফি জমা দেয়া যায়। তার মধ্যে বিকাশ বেশ জনপ্রিয় এবং প্রায় সবার কাছে রয়েছে বিধায় আজ আমারা বিকাশে NID ফি পরিশোধের নিয়ম দেখাতে চলেছি। বিকাশ অ্যাপ দিয়ে ভোটার আইডি সংশোধন ফি কিংবা NID Card Re-Issue Fee পরিশোধ করতে পারবেন।

বিকাশে NID ফি পরিশোধের নিয়ম দেখুন link

জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি বা রিইস্যু ফি এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায়। বিকাশে NID ফি পরিশোধ করা খুবই সহজ। NID Card সম্পর্কিত যে কোন সরকারি ফি বিকাশ একাউন্ট দিয়ে পরিশোধ করার যায়। বিকাশ মোবাইল অ্যাপ দিয়ে খুব সহজে এনআইডি ফি পরিশোধ করতে পারবেন।

FAQ

ভোটার আইডি কার্ড সংশোধন ফি কতো?
সংশোধনের ধরন ও বিতরণের সময়ের ভিত্তিতে সর্বনিম্ন ১১৫ টাকা থেকে ৪৪৫ টাকা ফি পরিশোধ করতে হয়। কোন তথ্য সংশোধন করার জন্য কত টাকা ফি দিতে হয় আইডি কার্ড সংশোধন ফি তালিকা দেখলে বুঝতে পারবেন।

স্মার্ট কার্ড সংশোধন ফি কত?

অনলাইনে স্মার্ট আইডি কার্ড সংশোধন আবেদন করা গেলে স্মার্ট কার্ড পরিবর্তন বা রিপ্লেস করার জন্য নির্বাচন অফিসে যোগাযোগ করতে হয়। ভুল যুক্ত স্মার্ট কার্ড জমা দিয়ে নতুন স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হয়। স্মার্ট কার্ড রিপ্লেস একটি সময় সাপেক্ষ বিষয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *