ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট | বিকাশ, রকেট ও নগদে পাসপোর্ট ফি পরিশোধ

ই পাসপোট পেমেন্ট করতে এখন আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই বিকাশ, রকেট, নগদ কিংবা যেকোনো মোবাইল ব্যাংকিং ব্যবহার করে খুব সহজেই অনলাইনে ই-পাসপোর্ট পেমেন্ট করা যায়। আপনি চাইলে ইন্টারনেট ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে ও পাসপোর্ট ফি পরিশোধ করতে পারবেন।

লম্বা লাইনে দাঁড়িয়ে ব্যাংকে গিয়ে চালান ফরমের মাধ্যমে ই-পাসপোর্ট ফি পরিশোধ করার ক্ষেত্রে সময় ও শ্রম দুটিই প্রয়োজন। সে তুলনায় হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে ই পাসপোট পেমেন্ট করা খুবই সহজ এবং সময় সাশ্রয়ী।

ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট

Ekpay এর মাধ্যমে ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট করার জন্য অনলাইন পাসপোর্ট আবেদনlink  এর পেমেন্ট ধাপ থেকে Online Payment বাছাই করে “Continue” বাটন চাপুন। তারপর Ekpay পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট মাধ্যম হিসেবে কার্ড, মোবাইল ব্যাংকিং আথবা ইন্টারনেট ব্যাংকিং ব্যাবহার করে ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট সম্পন্ন করুন।

কার্ড পেমেন্ট এর ক্ষেত্রে যে কোন ব্যাংক এর VISA, Master Card বা American express কার্ড ব্যাবহার করা যাবে। মবাইল ব্যাংকিং ব্যাবহার করে bKash, Nagod, Rocket, Upay, Tap, MCash সহ বাংলাদেশের পায় সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ই পাসপোর্ট পেমেন্ট করা যাবে।

অনলাইনে ই পাসপোর্ট পেমেন্ট করার উপায়

ই-পাসপোর্ট পেমেন্ট অনলাইনে পরিশোধ করার জন্য দুটি মাধ্যম রয়েছে। Ekpay আথবা A Challan (এ চালান)। এর যেকোন একটি ব্যাবহার করে ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট করা যাবে।

  • Ekpay Payment Getway
  • A Challan

ই পাসপোর্ট ফি eKpay চালান ব্যাবহার করে পাসপোর্ট ফি প্রদানের নিয়ম ধাপে ধাপে ছবি সহ বর্ণনা করা হলো-

Ekpay ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট

বর্তমানে ই পাসপোর্ট ফি প্রদানের জন্য অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। Ekpay পেমেন্ট মাধ্যম ই পাসপোর্ট পোর্টালের সাথে সংযুক্ত করা হয়েছে। পাসপোর্ট আবেদনের শেষ পর্যায়ে Ekpay এর মাধ্যমে ফি পরিশোধ করার নতুন অপশন যুক্ত করা হয়েছে।

Ekpay ই পাসপোর্ট পেমেন্ট

পাসপোর্ট আবেদনের শেষ পর্যায়ে পেমেন্ট টাইপ বাছাই করার স্থানে “Online payment” নির্বাচন করার পর পেজটি রিডাইরেক্ট হয়ে এক-পে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। তারপর ব্যাবহার নিজের পছন্দ মতো যে কোন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে ই পাসপোর্ট পেমেন্ট সম্পন্ন করতে হবে।

পেমেন্ট টাইপ নির্বাচন

ই পাসপোর্ট আবেদনের প্রায় শেষের দিকে পেমেন্টের ধরন বাছাই করার অপশন থাকে। অনলাইনে বিকাশ, রকেট নগদ, কিংবা উপায় দিয়ে পাসপোর্ট ফি দেয়ার জন্য Online Payment বাছাই করতে হবে।

Ekpay ই পাসপোর্ট পেমেন্ট

চিত্রঃ ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট

অনলাইন পেমেন্ট নির্বাচন করে “Continue” তে চাপতে হবে। তারপর ব্রাউজারটি রি-লোড হয়ে ekpay এর পেমেন্ট সিস্টেমে নিয়ে যাবে।

Note: খেয়াল রাখতে হবে আপনার ডিভাইসে যেনো কোন প্রকার Add Blocker বা Pop Up Blocker না থাকে। তা না হলে পেমেন্ট নিয়ে সমসায় পড়তে হতে পারে।

পেমেন্ট মাধ্যম নির্বাচন

পেমেন্ট মাধ্যম হিসেবে চার ধরনের মাধ্যম দেখতে পাবে।

  1. কার্ড পেমেন্ট
  2. মোবাইল ব্যাংকিং
  3. ইন্টারনেট ব্যাংকিং
  4. wallets

সবার জন্য মোবাইল ব্যাংকিং সুবিধাজনক বিদায় Ekpay পেমেন্ট গেটওয়ে মাধ্যমে মোবাইল ব্যাংকিং ব্যাবহার করে বিকশ, নগদ, রকেট দিয়ে ই পাসপোর্ট অনলাইন পেমেন্ট করার বিষয় দেখানো হলো-

আপনার সুবিধা আনুসারে বিকাশ, নগদ যেকোন একটি সিকেক্ট করুন।

Ekpay ই পাসপোর্ট পেমেন্ট মাধ্যম

পেমেন্ট মাধ্যম বাছাই করা হয়ে গেলে “Pay Now” বাটনে ক্লিক করুন। তারপর আপনার বাছাই করা পেমেন্ট আনুসারে নতুন একটি পেজ চলে আসবে।

পেমেন্ট সম্পন্ন করুন

পেমেন্ট মাধ্যম হিসেবে বিকাশ নির্বাচন করলে এখন আপনি বিকাশে পেমেন্ট করার জন্য আপনার বিকাশ নাম্বার ইনপুট করতে বলা হবে। যে বিকাশ একাউন্ট থেকে পাসপোর্ট ফি পরিশোধ করতে চান সে নাম্বেরটি দিন।

ভেরিফিকেশনের জন্য বিকশ নাম্বারে একটি OTP পাঠাবে, সেটি OTP ঘরে বসিয়ে দিন। এর পরের ধাপে আপনার বিকাশের PIN দিয়ে আপনার পেমেন্ট কমপ্লিট করুন। নগদ কিংবা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর জন্য এই নিয়মটি প্রয় একই।

আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা সেটি পাসপোর্ট সামারিতে উল্লেখ থাকবে। তা ছাড়া আপনি চাইলে Ekpay এর ওয়েব সাইট থেকেও পেমেন্ট এর রশিদ দেখতে পারবেন।

Ekpay ই পাসপোর্ট পেমেন্ট রশিদ

আপনার ই পাসপোর্ট এর অনলাইন পেমেন্ট সঠিক ভাবে সম্পন্ন হয়েছে কিনা সেটি জানার জন্য ভিজিট করুন https://ekpay.gov.bd/#/user/bill-history তারপর পাসপোর্ট APPLICATION OID দিয়ে জমা দিন বাটনে চাপ দিন।

Ekpay ই পাসপোর্ট পেমেন্ট রশিদ

পাসপোর্টের ফি ঠিক মত পরিশোধিত হলে ই পাসপোর্ট চেক করার পর উপরের ছবির মতো দেখাবে। যেখানে আপনার পেমেন্ট এর কিছু তথ্য দেখতে পাবেন। এখন আপনি চাইলে পেমেন্ট রশিদ দেখতে ও তা ডাউনলোড করে নিতে পারবেন।

ekpay এর মাধ্যমে ই পাসপোর্ট এর পেমেন্ট করার বিষয় সম্পর্কে জানতে পারলাম। এখন জানবো A Challan এর মাধ্যমে পাসপোর্ট ফি পরিশোধ করার নিয়ম সম্পর্কে।

A Challan অনলাইন ই পাসপোর্ট পেমেন্ট

এ চালানের মাধ্যমে অনলাইন ই পাসপোর্ট পেমেন্ট করার জন্য ভিজিট করুন https://ibas.finance.gov.bd/acs/general/sales#/home তারপর পাসপোর্ট মেনু থেকে ই-পাসপোর্ট ফি নির্বাচন করে পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা, মেয়াদ ও ডেলিভারি মিলিয়ে বাছাই করে, পাসপোর্ট আবেদন কারীর নাম ও মোবাইল নাম্বার লিখে যে কোন ব্যাংকের গেটওয়ে ব্যাবহার করে পেমেন্ট সম্পন্ন করুন।

E passport online payment – A Challan

বিকাশ কিংবা নগদে পাসপোর্ট ফি পরিশোধের জন্য প্রয়োজন এ চালান। A Challan পেমেন্ট মাধম হিসেব সোনালী ব্যাংক বাছাই করলে যে কোন মোবাইল ব্যাংকিং একাউন্ট দিয়ে পামেন্ট করা যায়।

নিচের ভিডিওটি সেখলে বিকাশে ই পাসপোর্ট পেমেন্ট করার বিসয়টি আরো স্পষ্ট হয়ে যাবে।

চালান সম্পর্কিত তথ্য

A challan করার জন্য বেক্তির নাম ও মোবাইল নাম্বার আবশ্যিক দিতে হয়। নাম লিখার জন্য ইংরেজই অক্ষর ব্যাবহার করতে হবে।

অর্থপরিশোধের মাধ্যম

অর্থপরিশোধের জন্য ব্যাংক নির্বাচন এর স্থলে আমরা আনলাইন ব্যাংকিং নির্বাচন করবো। প্রাথমিক ভাবে এটিই সিলেক্ট করা থাকে। তবুও চেক করে নিবেন।

A Challan অনলাইন ই পাসপোর্ট পেমেন্ট

উপরে ছবিতে দেখনো লাল বর্ডার করা ইনপুট ফিল্ড গুলো অবশ্যই পূরণ করতে হবে। এর পরবর্তী ধাপে সোনালি ব্যাংক পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে।

এখন সোনালী ব্যাংকের পেমেন্ট অপশন থেকে মোবাইল ব্যাংকিং টেব থেকে bkash, Nagad, Upay এসব একাউন্ট দিয়ে পেমেন্ট করতে পারবেন। বাকি ধাপ গুলো বিকাশ, নগদে সচারাচর পেমেন্ট করার মতই।

A Challan অনলাইন ই পাসপোর্ট পেমেন্ট

এ চালানের মাধ্যমে পেমেন্ট করা হয়ে গেলে আপনার মোবাইলে একটি চাকান নাম্বার চলে আসবে। এতে নিশ্চিত হতে পারবেন আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে।

আশা করছি আপনি A Challan ব্যাবহার করে আপনার ই পাসপোর্ট এর ফি পে করতে পেরেছেন। এখন এই এ চালান রশিদ সংগ্রহ করার পালা।

A Challan Verification

এ চালান ভেরিফিকেশনের জন্য Online Chalan Verification ওয়েব সাইটে। তারপর আপনার ফোনে আসা চালান নাম্বার দিয়ে “Verify” করুন। ভেরফাই বাটনে ক্লিক করলে আপনার সামনে চালান রশিদ ওপেন হবে। এটি প্রিন্ট করে আপনার পাসপোর্ট ডকুমেন্ট এর সাথে পাসপোর্ট আফিসে জমা দিতে হবে।

ই পাসপোট পেমেন্ট করতে এখন আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই বিকাশ, রকেট, নগদ কিংবা যেকোনো মোবাইল ব্যাংকিং ব্যবহার করে খুব সহজেই অনলাইনে ই-পাসপোর্ট পেমেন্ট করা যায়। আপনি চাইলে ইন্টারনেট ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে ও পাসপোর্ট ফি পরিশোধ করতে পারবেন।

লম্বা লাইনে দাঁড়িয়ে ব্যাংকে গিয়ে চালান ফরমের মাধ্যমে ই-পাসপোর্ট ফি পরিশোধ করার ক্ষেত্রে সময় ও শ্রম দুটিই প্রয়োজন। সে তুলনায় হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে ই পাসপোট পেমেন্ট করা খুবই সহজ এবং সময় সাশ্রয়ী।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *