ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৩ | নতুন পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র
পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে এই সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনলাইনে সঠিক ভাবে ই পাসপোর্ট আবেদন করার পরেও আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে নানাবিধ বিড়ম্বনায় পড়তে হয়। আমরা জানতে চলেছি পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ ইমিগ্রেশন হতে সর্বশেষ নির্দেশাবলীতে ই পাসপোর্ট করতে যে সব কাগজপত্র কথা উল্লেখ করা হয়েছে।
আঞ্চলিক পাসপোর্ট অফিস সাধারণত জেলা শহর কিংবা বিভাগীয় শহরে অবস্থিত হওয়ার ফলে পাসপোর্ট অফিসে যাতায়াত সকলের জন্য খুব একটা সহজ হয় না। এতে সময় এবং অর্থ উভহয় বেয় হয়। এসবের পরেও যদি পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র সাথে না নিয়ে যাওয়ার জন্য আবেদনটি সম্পন্ন না হয় তারচেয়ে কষ্ট আর কোথাও নেই।
তাই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় এবং পাসপোর্ট অফিসে যে সকল কাগজপত্র জমা নিয়ে থাকে বা চেয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে লেখা টি সাজানো হয়েছে।
ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৩
বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা 23 Oct 2022 অনুসারে ই পাসপোর্ট করতে জাতীয় পরিচয়পত্র (NID Card) অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ (Birth Certificate) প্রয়োজন। তার সাথে নাগরিকত্ব সনদ এবং পেশার প্রমাণপত্র জমা দিতে হয়। সরকারি চাকরিজীবীদের ই পাসপোর্ট করতে GO অথবা NOC প্রয়োজন।
উপরে উল্লেখিত মৌলিক বিষয়গুলো ছাড়াও আরো বেশ কিছু কাগজপত্র ই পাসপোর্ট আবেদনের সাথে পাসপোর্ট অফিসে জমা দিতে হয়। আবেদনকারীর বয়স, পেশা, পূর্বে পাসপোর্ট থাকা বা না থাকার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় কাগজপত্রে ভিন্নতা থাকতে পারে।
ই-পাসপোর্ট আবেদন করা হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হয় তা হচ্ছে অনলাইনে অথবা ব্যাংক ড্রাফের মাধ্যমে ই পাসপোর্ট ফি প্রদান করা। এর পরেই চলে আসে পাসপোর্ট অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র একত্রীকরণ। এর জন্য জানা দরকার ই পাসপোর্ট করতে কি কি লাগে।
ই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে
বয়স ১৮ কিংবা তার বেশি হলে ই পাসপোর্ট করতে জাতীয় পরিচয় পত্র, নাগরিক সনদ, পেশাজীবী প্রমাণপত্র এবং ২০ বছরের কম বয়সী যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা NID Card এর পরিবর্তে অনলাইন জন্ম সনদ প্রয়োজন হবে।
পাসপোর্ট করার জন্য যে সকল কাগজপত্র পাসপোর্ট অফিস জমা নিয়ে থাকে তার তালিকা নিচে প্রকাশ করা হলো
বয়স ১৮ বা তার বেশি হলে পাসপোর্ট করতে যা যা লাগবে
যাদের জাতীয় পরিচয় পত্র রয়েছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট করতে যে সকল ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন হয় তা হলোঃ
- মূল জাতীয় পরিচয় পত্র (NID Card) এবং এর ফটোকপি
- ই পাসপোর্ট আবেদনের সামারি – Application Summery
- পাসপোর্ট আবেদনের ফরম – Application Form
- পাসপোর্ট ফি পরিশোধের চালান / ব্যাংক ড্রাফ কপি
- নাগরিক সনদ
- পেশাগত সনদের ফটোকপি
২০ বছরের কম যাদের NID Card হয়নি
অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট আবেদন ২০ বছর বয়স পর্যন্ত প্রযোজ্য। যাদের বয়স 20 বছরের কম এবং এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি তারা চাইলে তাদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ বেবহার করে ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবে। 20 বছরের কম বয়সী ও জাতীয় পরিচয় পত্র হয়নি তাদের পাসপোর্ট করার জন্য যা যা প্রয়োজন-
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC) ও এর ফটোকপি
- ই পাসপোর্ট আবেদনের – Application Summery
- পাসপোর্ট আবেদনের ফরম – Application Form
- পাসপোর্ট ফি পরিশোধের চালান / ব্যাংক ড্রাফ কপি
- নাগরিক সনদ
- পেশা ছাত্র ছাত্রী হলে Student ID / Certificate
সরকারি চাকরিজীবীদের ই পাসপোর্ট করতে কি কি লাগে
সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারীদের পাসপোর্ট আবেদন করতে সাধারণ জনগণের একটি ডকুমেন্ট বেশি লাগে, তা হচ্ছে NOC (No Objection Certificate) বা GO (Government Order) পেপার। এছাড়া বাকি সকল কাগজপত্র একজন সাধারণ নাগরিকের যা প্রয়োজন তাই এখানে প্রযোজ্য।
NOC: যদি কোনো সরকারি চাকরিজীবী নিজ প্রয়োজনে পাসপোর্ট করেন তাহলে তার বিভাগ, অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র (No Objection Certificate) সংগ্রহ করতে হয়
GO: সরকারি কাজে দেশের বাইরে যাওয়ার জন্য সরকারি আদেশ বা Government Order পাসপোর্ট করার সময় দাখিল করতে হয়।
শিশুদের ই পাসপোর্ট করতে কি কি লাগে
শিশুদের ই পাসপোর্ট করার ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদের পাশাপাশি পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের কপি সংযুক্ত করা বাধ্যতামূলক।
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি
- Online Application Summary
- Application Form
- পাসপোর্ট ফি পরিশোধের A Challan
- 3R Size ছবি Lab Print, Gray Background
Note: প্রয়োজন অনুসারে কিছু কিছু ক্ষেত্রে নিচে উল্লেখিত কাগজগুলো কোনটি প্রয়োজন হতে পারে।
- পুরাতন পাসপোর্ট (পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে)
- চেয়ারম্যান সার্টিফিকেট
- ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ অথবা গ্যাস বিল)
- পাসপোর্ট হারানোর জিডি (পাসপোর্ট হারিয়ে গেলে)
হারানো পাসপোর্টের জিডি লেখার নিয়ম ও জিডির নমুনা সংগ্রহ করুন।
পাসপোর্ট করতে কি কি জমা দিতে হবে
বয়স বা পেশাগত পার্থক্যের কারণে পাসপোর্ট করার ক্ষেত্রে একেক জনের একেক রকম অতিরিক্ত ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে। পাসপোর্ট করতে কোন কাগজ কি কাজে প্রয়োজন হয় তা বিস্তারিত আলোচনা করা হলো
জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ
পাসপোর্ট আধিদপ্তরের আপডেট মতে ১৮ বছরের বেশি বয়সী, যাদের জাতীয় পরিচয় পত্র আছে তারা পাসপোর্ট করতে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করবে। যাদের জাতীয় পরিচয়পত্র হয়নি তারা ২০ বছর পর্যন্ত জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্ট আবেদন করতে পারবে। জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইন থাকতে হবে।
১৮ থেকে ২০ বছরের মধ্যে হলে National Identity Card অথবা Birth Certificate যেকোনো একটি ব্যবহার করা সুযোগ করেছে। যাদের জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধনে ভুল তথ্য রয়েছে তারা এর মাধ্যমে সুবিধা নিতে পারবে।
পাসপোর্ট আবেদনের সামারি
অনলাইনে পাসপোর্ট আবেদনের শেষের দিকে Application Summary এবং Registration Form ডাউনলোড অথবা পিডিএফ আকারে সেভ করার অপশন পাবেন। পাসপোর্ট অফিসে সর্বপ্রথম পাসপোর্ট আবেদনের সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্ম চেক করে থাকে।
পাসপোর্ট ফি প্রদানের চালান
ই পাসপোর্ট ফি যদি ব্যাংকের মাধ্যমে অর্থাৎ চালানের মাধ্যমে পরিশোধ করা হয় সে ক্ষেত্রে টাকা দেওয়ার পর চালানের রশিদ পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। তবে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পাসপোর্ট ফি পরিশোধ করলে তা অ্যাপ্লিকেশন সামারিতে উল্লেখ করা থাকে। অনলাইনে পেমেন্ট করলে ও ডিজিটাল চালান রশিদ সংগ্রহ করা যায়। সেটি সংগ্রহ করে সাথে সংযুক্ত করতে হবে।
প্রি পুলিশ ভেরিফিকেশন
জরুরী কাজে পাসপোর্ট করতে চাইলে অর্থাৎ যদি সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ই পাসপোর্ট করতে চান সে ক্ষেত্রে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট আবেদন জমা দেওয়ার সাথে প্রি পুলিশ ভেরিফিকেশন সংযুক্ত করতে হবে। আগে থেকে পুলিশ ভেরিফিকেশন আবেদনের সময় কে ত্বরান্বিত করে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
পাসপোর্ট রি ইস্যু করতে কি কি লাগে?
পাসপোর্ট রি ইস্যু করতে নতুন পাসপোর্ট আবেদন করতে যা যা লাগে তার সবগুলোই প্রয়োজন। তবে এ ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে পুরাতন পাসপোর্ট এবং এর ফটোকপি নিতে হয়।
পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে?
- জাতীয় পরিচয়পত্র
- জন্ম নিবন্ধন (যাদের বয়স ২০ বছরের কম)
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য হলে)
- লিখিত আবেদন
- অঙ্গীকারনামা
- পুরাতন পাসপোর্ট ও পাসপোর্টের ফটো কপি।
জাতীয় পরিচয়পত্র ছাড়া পাসপোর্ট করা যায়?
আপনার বয়স ২০ বছর অতিক্রম করার আগ পর্যন্ত জাতীয় পরিচয় পত্র ছাড়া অনলাইন জন্ম নিবন্ধন ব্যবহার করে পাসপোর্ট করা যায়।
❤
চেয়ারম্যান সাটিফিকেট বা নাগরিক সনদ কোন ঠিকানার দিব যদি যে এলাকায় ভাড়া বাসায় থাকি সে এলাকার দিলে হবে?
4onuz7
Muchas gracias. ?Como puedo iniciar sesion?