জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম

ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি জমা দেওয়ার জন্য বিকাশ ও রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পে-বিল করতে হয়। ওকে ওয়ালেট ও টি ক্যাশ-এর মাধ্যমে ও NID Correction fee জমা দেওয়া যায়।

মোবাইল ব্যাংকিং ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি প্রদান করার পদ্ধতি খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য কত টাকা কি জমা দেওয়া হবে সেটি আগে জানা জরুরী।

আইডি কার্ডের সংশোধন ফি প্রদান করার আগে কোন ধরনের তথ্য পরিবর্তনের জন্য কত টাকা ফি দিতে হয় সেটি জান জরুরী। services.nidw.gov.bd এই সাইটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কত টাকা ফি জমা দেওয়া লাগবে সেটি বের করা যায়।

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার পদ্ধতি

বিকাশ ও রকেট মোবাইল ব্যাংকিং ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার জন্য অ্যাপ থেকে ইলেকশন কমিশন Biller Id তে  পে-বিল করতে হবে। টি ক্যাশ এবং ওকে ওয়ালেট ব্যবহার করেও সংশোধন ফি জমা দেওয়া যায়।

মোবাইল ব্যাংকিং ব্যবহার করেজাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম ধাপে ধাপে দেখে নেয়া যাক। প্রথমে আমরা আলোচনা করবো বিকাশের মাধ্যমে ভোটার আইডি কার্ডের সংশোধন ফি প্রধান করার নিয়ম সম্পর্কে।

বিকাশের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম

বিকাশের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি প্রদান করার ক্ষেত্রে প্রথমে বিকাশের থেকে পে-বিল অপশনে যেতে হবে তারপর সরকারি ফি ক্যাটাগরি থেকে NID Service বাছাই করে, জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং সংশোধনের ধরন নির্বাচন করে বিল পরিশোধ করতে হবে।

পুরো বিষয়টি আমরা চারটি ধাপে বিরক্ত করেছি বিকাশ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ভোটার আইডি কার্ড সংশোধন ফি জমা দেওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন

  • পে বিল অপশনে যান
  • সরকারি ফি থেকে  NID Service অপশনটি বাছাই করুন।
  • ১৭ কিংবা ১০ সংখ্যার NID নম্বরটি ইংরেজিতে লিখুন
  • আবেদনের ধরণ বাছাই করুন।

সব ঠিক থাকলে বিকাশের পিন নাম্বার দিয়ে সংশোধন ফি জমা দেওয়ার বিষয়টি সম্পন্ন করুন। এখনো বুঝতে কষ্ট হলে নিচের দেওয়া ছবিগুলো অনুসরণ করুন তাহলে খুব সহজেই মোবাইল ব্যাংকিং ব্যবহার করে এনআইডি কার্ড কারেকশন ফি জমা দেয়ার বিষয় আরো সহজ হয়ে যাবে।

বিকাশে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম

বিকাশের হোম পেজেই পেয়ে যাবেন পে বিল অপশন, বিকাশ পে-বিল সিলেট করলে উপরের ছবির মত স্ক্রিনে নিয়ে আসা হবে। তারপর উপরের ছবিতে চিহ্ন দিয়ে দেখানো অপশন গুলোর মধ্যে প্রথমে সরকারি ফি এবং NID Service সিলেট করে সামনের দিকে অগ্রসর হতে হবে।

বিকাশে NID Fee

আমরা যেহেতু ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য ফি জমা দিচ্ছি সে ক্ষেত্রে ড্রপ ডাউন মেনু থেকে Nid info Correction অপশনটি সিলেক্ট করব।

যে আইডি কার্ডের তথ্য সংশোধনে জন্য ফি জমা দিতে চাচ্ছি সে জাতীয় পরিচয় পত্রের নাম্বার ইনপুট করতে হবে। মনে রাখবেন জাতীয় পরিচয় পত্রের নাম্বার অবশ্যই ১৭ সংখ্যা অথবা ১০ সংখ্যার হতে হবে।

যাদের এনআইডি নাম্বার ১৩ ডিজিটের তারা জাতীয় পরিচয় পত্রের প্রথমে জন্মসাল যোগ করে ১৭ সংখ্যার জাতীয় পরিচয়পত্র নম্বর করে নিতে হবে।

ধরুন 1234567899876 এটি একটি ১৩ সংখ্যার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্মতারিখ 1990 তাহলে এই আইডি কার্ডের জন্য ১৭ সংখ্যার ভোটার আইডি নাম্বার হবে 19901234567899876 এভাবে করে ১৩ সংখ্যার এনআইডি থেকে ১৭ সংখ্যার আইডি কার্ডের নাম্বার বের করা যায়।

রকেটের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ফি পরিশোধ

রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ দিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি প্রদানের জন্য রকেটের ড্যাশবোর্ড থেকে বিল পে অপশনটি বাছাই করুন। তারপর সার্চ বারে 1000 লিখে সার্চ করে EC Bangladesh নির্বাচন করুন। এখন জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং ফি জমা দেওয়ার ধরন নির্বাচন করে নির্ধারিত ফি পেমেন্ট করুন।

রকেটের মাধ্যমেও বর্তমানে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি প্রদান করা যাচ্ছে। বিকাশের মতোই কয়েকটি টেব করার মাধ্যমে মুহূর্তেই আইডি কার্ড সংশোধন ফি জমা দেয়া যায়।

নিচের ধাপগুলো অনুসরণ করলে এ বিষয়টি আরও সহজ হয়ে যাবে। রকেটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্রে ফি পরিষদের বিষয়টি মাত্র তিনটি ধাপে বিভক্ত করলে কাজটি সম্পন্ন হয়ে যায়।

  1. Bill Pay অপশন বাছাই করুন
  2. 1000 বা EC Bangladesh সার্চ করে EC Bangladesh বিলার আইডি বের করুন
  3. ১৭ কিংবা ১০ ডিজিটের পরিচয় পত্র নম্বর ইনপুট করুন
  4. আবেদনের ধরন নির্বাচন

নিচের ছবি সংযোজিত ধাপগুলো অনুসরণ করলে আরো সহজে ভোটার আইডি কার্ড সংশোধন ফি জমা দেওয়ার বিষয়টি আপনার জন্য আরও সহজ হয়ে যাবে।

রকেটে আইডি কার্ডের ফি পরিশোধ

Bill Pay অপশনে যাবার পর সার্চ বারে 1000 বা EC Bangladesh লিখলেই উপরের ছবিতে দেখানো বাংলাদেশ নির্বাচন কমিশনের বিলের আইডি পেয়ে যাবেন।

EC Bangladesh অপশনে টেব করলে ফি প্রদানের জন্য একটি বিস্তারিত পেইজ ওপেন হবে। নিচের ছবিটি খেয়াল করলে দেখতে পাবেন NID Number, Application Type এবং মোবাল নাম্বার ইনপুট করার জন্য ঘর রয়েছে।

রকেটে NID Fee পরিশোধ

প্রথম ঘর অর্থাৎ এনআইডি নাম্বারের ঘরে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার ইনপুট করবেন। এর পরের ঘর অ্যাপ্লিকেশন টাইপের ক্ষেত্রে আপনি কোন ধরনের সেবার জন্য ই প্রদান করতে চাচ্ছেন সিটি নির্বাচন করতে হবে।

নিজের জাতীয় পরিচয় পত্রের ফি প্রদান করার ক্ষেত্রে Pay For ঘরে Self নির্বাচন করতে হবে। আর যদি অন্য কারোর জন্য পেমেন্ট করে দেন সে ক্ষেত্রে Other অপশনটি বাছাই করে একটি মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। সব ঠিক থাকলে VELIDATE বাটনে ক্লিক করে আপনার পেমেন্ট সম্পন্ন করতে হবে।

আমরা জাতীয় পরিচয় পত্রের তথ্য সংশোধনের জন্য প্রেমেন্ট করব তাই অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে 1 ইনপুট করব। আর যদি এনআইডি সম্পর্কিত অন্য কোন প্রয়োজনে ফি প্রদান করতে হয় সেই ক্ষেত্রে নিচের ক্রম অনুসরণ করতে পারেন।

  1. NID Info Correction (তথ্য সংশোধন)
  2. Other Info Correction (অন্যান্য তথ্য সংশোধন)
  3. Both Info Correction (উভয় তথ্য সংশোধন)
  4. Duplicate Regular (পুনরায় ইস্যু সাধারণ)
  5. Duplicate Urgent (পুনরায় ইস্যু জরুরী)

আবেদন সাবমিট করা হয়ে গেলে আবেদন এপ্রোভ হবার জন্য অপেক্ষা করতে হবে। আপনার আবেদন অনুমোদন অথবা বাতিল করা হলে মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে। আবেদন আনুমোদন হলে অনলাইন থেকে সংশোধিত NID Card Download করে ব্যবহার করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি কত

জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড প্রথমবার সংশোধনের জন্য 230 টাকা দ্বিতীয়বার সংশোধনের জন্য 345 টাকা এবং তৃতীয়বার সংশোধনের জন্য 570 টাকা ফি ধার্য করা হয়েছে। এনআইডি কার্ডের কি কি তথ্য পরিবর্তন করা হচ্ছে সেটির উপর ভিত্তি করেও সংশোধন ফি পরিবর্তিত হয়।

আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধনের ক্রম অনুসারে সংশোধন ফি ভিন্ন হতে পারে। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে আপনার জাতীয় পরিচয় পত্রের জন্য সংশোধন ফি কত ধার্য করা হবে।

আইডি কার্ডের সাধারণ তথ্য বা স্মার্ট কার্ডে ছাপা আছে এমন তথ্য যেমন, নিজ নাম/ পিতা/ মাতা/ স্বামী-স্ত্রীর নাম/ ঠিকানা/ রক্তের গ্রুপ সংশোধন ক্ষেত্রে নিচের দেওয়া ফি প্রযোজ্য হবে

  • ১ম বার- ২৩০ টাকা
  • ২য় বার- ৩৪৫ টাকা
  • ৩য় বার- ৫৭৫ টাকা

আপনি যদি না জেনে থাকেন আপনার জাতীয় পরিচয়পত্র কততম সংশোধনি বা তার জন্য সংশোধন ফি কত হবে সেটি খুব সহজে চেক করে বের করা যায়। 

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি চেক

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি কত সেটি চেক করার জন্য প্রথমেই https://services.nidw.gov.bd/nid-pub/fees ওয়েবসাইটে চলে যেতে হবে, সেখানে ১৭ সংখ্যা অথবা ১০ সংখ্যার জাতীয় পরিচয় পত্র নম্বর ইনপুট করুন।

আবেদনের ধরন এবং বিতরনের ধরন বাছাই করে হিসাব করুন বাটনে ক্লিক করলেই আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত সেটি ক্যালকুলেশন করে জানিয়ে দেয়া হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি বিষয়ক প্রশ্ন-উত্তর

আইডি কার্ড কতবার সংশোধন করা যায়?
একটি আইডি কার্ডের ভুল তথ্য তিন বার পর্যন্ত সংশোধন করার আনুমটি বা অপশন রয়েছে। ১ম বার সংশোধন আবেদনের ফি থেকে ২য় বারে বেশি ফি দিতে হয়।

নিজের নামের ভুল সংশোধনের জন্য কত টাকা ফি দিতে হবে?
একটি আইডি কার্ডে নিজের নামের সংশোধন আবেদ করতে ২৩০ টাকা সরকারি ফি দিতে হয়। এখানে ২০০টাকা ফিসের সাথে ৩০টাকা ভেট+কর নেয়া হয়।

অন্যান্য তথ্য পরিবর্তনের জন্য ফি কত?
আইডি কার্ডের তথ্য দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে ব্যক্তিগত তথ্য এবং অন্য অংশে অন্যান্য তথ্য। জাতীয় পরিচয়পত্রের অন্যান্য অপশনে যে সব তথ্য থাকে তা সংশোধন করতে ৩৪৫ টাকা ফি পরিশোধ করতে হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *