ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করার উপায় | voter id card with photo

ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করার উপায় সম্পর্কে বিস্তারিত জানব আজকের এই আর্টিকেল থেকে। তাছাড়াও জানতে পারব অনলাইনে আইডি কার্ডের ছবি দেখার নিয়ম। আজকের দেখানো নিয়মটি অনুসরন করার মাধ্যমে খুব সহজেই অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

দৃষ্টি আকর্ষণঃ ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট বিবেচনায় ভূমি মন্ত্রণালয় এবং জন্ম-মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটকে জাতীয় পরিচয়পত্রের তথ্য সেবা দেওয়া স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। নাগরিকের বেক্তিগত তথ্য ঝুকিমুক্ত ও নিরাপদ রাখাতে এই পদক্ষেপ।

আমাদের অনেক সময় জাতীয় পরিচয় পত্রের ছবি সংগ্রহ করার প্রয়োজন হয় অথবা আমরা অনলাইনের মাধ্যমে আইডি কার্ডের ছবি দেখার চেষ্টা করে থাকি। অনলাইনে জাতীয় পরিচয় পত্রের ছবি, ভোটার তথ্য ও  জাতীয় পরিচয়পত্র যাচাই করার সবচেয়ে সহজ উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 

ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করার উপায়

ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করার জন্য ভিজিট করুন ldtax.gov.bd/citizen/register এই সাইটে। তারপর নাগরিক নিবন্ধন মেনু বাছাই করে, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্মতারিখ দিয়ে পরবর্পতী পদক্ষেপে আপনার ছবি সহ nid card দেখতে পাবেন।বর্তমানে সব থার্ড পার্টি সাইটে ভোটার তথ্য দেখানো বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি ভূমি মন্ত্রনালয়ের সরকারি সাইটেও আপনি আপনার আইডি কার্ডের কোন তথ্য দেখতে পারবেন না।

ছবিসহ আইডি কার্ড চেক করার আরো কিছু  উপায় রয়েছে। তার মধ্য থেকে সবচেয়ে সহজ এবং আপনি নিজেও ছবিসহ জাতীয় পরিচয় পত্রের তথ্য দেখতে পারবেন এমন দুইটি উপায় নিয়ে আজকের আলোচনা বিষয় সাজানো হয়েছে।

চলুন এক নজরে দেখে নেই অনলাইনে জাতীয় পরিচয়পত্র চেক করার মাধ্যমে আইডি কার্ডের কি কি তথ্য বের করতে পারবো–

  • ব্যক্তির নাম
  • ব্যক্তিরপিতার নাম
  • ব্যক্তির মাতার নাম
  • জাতীয় পরিচয় পত্র নাম্বার
  • বর্তমান ঠিকানা
  • স্থায়ী ঠিকানা
  • ব্যক্তির ছবি

অনলাইনে NID কার্ডের ছবি দেখার নিয়ম

অনলাইনে আইডি কার্ডের ছবি দেখার উপায় সম্পর্কিত প্রথম যে নিয়মটি দেখাবো সে বিষয়টি খুবই সহজ। যে কেউ হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করতে পারবে।

ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করার জন্য প্রথমেই আমাদের চলে যেতে হবে ভূমি মন্ত্রণালয়ের বাংলাদেশ সরকারি ওয়েবসাইটে। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট লিঙ্ক land.gov.bd এটি, যা একটি সরকারি ওয়েবসাইট।

বাংলাদেশের যেকোনো নাগরিক জমিজমা অর্থাৎ ভূমি সম্পর্কিত সেবা অনলাইনে পেতে হলে এই সাইটের সহায়তা নিয়ে নিতে পারে। land.gov.bd সাইটের সাথে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট অর্থাৎ এনআইডি সারভার ডাটাবেজের কানেকশন রয়েছে।

ছবিসহ আইডি কার্ড বের করার নিয়ম

ছবিসহ অরজিনাল আইডি কার্ড বের করার জন্য জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার প্রক্রিয়া আনুসরন করতে হবে। অনলাইন থেকে বর্তমানে nid card pdf কপি পাওয়া যায়। কিন্তু আমাদের আজকের টপিক আইডি কার্ড বের করার নিয়ম নিয়ে নয়, বরং ছবি সহ ভোটার আইডি কার্ড চেক করার উপায় সম্পর্কে।

ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের তথ্য অনলাইনে থাকায় এখন থেকে আমরা আমাদের জাতীয় পরিচয় পত্রের তথ্য এবং  ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করতে পারি। সরকারি ওয়েবসাইট এবং সবার জন্য উন্মুক্ত হওয়ায় বিনামূল্যে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করা যায়।

অনলাইন থেকে ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করার বিষয়টি আপনাদের সুবিধার জন্য কয়েকটি ধাপে বর্ণনা করেছি। ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে খুব সহজেই অনলাইনের মাধ্যমে ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করতে সক্ষম হবেন।

ছবিসহ ভোটার আইডি কার্ড চেক

ধাপ-১ঃ

ছবিসহ আইডি কার্ড চেক করার জন্য প্রথমেই আমাদের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেতে হবে। আপনি চাইলে এখানে ক্লিক করে খুব সহজে প্রবেশ করতে পারেন। ধাপ-২ঃ

 ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের ছবিতে দেখানো এমন একটি ওয়েব পেজ দেখতে পাবেন। 

ছবিতে আপনারা একটি ফরম দেখতে পারবেন যার মধ্যে তিনটি ঘর থাকবে। ফরমের ইনপুট ফিল্ড গুলো যথাক্রমে

  1. মোবাইল নাম্বার
  2. জাতীয় পরিচয় পত্র নাম্বার
  3. জন্ম তারিখ

ঘরগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। দুইনাম্বার ধাপের সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর তিন নম্বর ধারা অনুসরণ করুন…

ছবিসহ ভোটার আইডি কার্ড চেক

ধাপ-৩ঃ ছবিসহ আইডি কার্ড চেক করার শেষ ধাপে চলে এসেছি। দ্বিতীয় ধাপের সকল তথ্য অর্থাৎ উপরে ছবিতে দেখানো নিয়ম অনুসারে সকল তথ্য সঠিকভাবে পূরণ করলে এখন আপনাকে পরবর্তী পদক্ষেপ লিখিত বাটনে ক্লিক করতে হবে।

ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করা শেষ। আপনার প্রদানকৃত সকল তথ্য সঠিক হলে ছবিসহ আইডি কার্ডের তথ্য দেখতে পারবেন। যার মধ্যে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মাতার নাম এবং আরো কিছু বিস্তারিত তথ্য দেওয়া থাকবে।

আমাদের দেখানো নিয়মটি অনুসরন করলে আপনি নিচে দেখানো ছবির মতো ছবিসহ ভোটার আইডি বা জাতীয় পরিচয় পত্রের তথ্য দেখতে পারবেন।

voter id card with photo

NID নাম্বার দিয়ে ছবি বের করার উপায়

জাতীয় পরিচয়পত্র নাম্বার ব্যাবহার করে ছবি বের করার জন্য উপরের দেখানো ধাপগুলো আনুসরন করে নিচের ফরমটি পূরণ করুন। এখানে শুধু আপনার NID Number, মোবাইল নাম্বার ও জন্ম তারিখ দিয়ে “পরবর্তী পদক্ষেপ” বাটনে ক্লিক করলেই আপনার সামনে উক্ত আইডি কার্ডের বেক্তির ছবি সহ বেশ কিছু তথ্য চলে আসবে।

মনে রাখবেন উপরের ইনপুট ফিল্ড গুলো অবশ্যই বাংলা অক্ষরে টাইপ করে পূরণ করতে হবে। আর জন্মতারিখ ড্রপ ডাউন থেকে নির্বাচন করে দিতে হবে। সব সঠিক থাকলে পরবর্তীতে আপনি বেক্তির ছবি, নাম, পিতা মাতার নাম দেখতা পাবেন।Note:

 এই সেবাটি ভালো ভাবে পেতে হলে আপনাকে মোবাইল ফোন ব্যাবহার করতে হবে। কম্পিউটার থেকে দেখলে ইনপুট ফিল্ড গুলো দেখতে সমস্যা করতে পারে।

 ছবিসহ আইডি কার্ড বের করার নিয়ম

ছবিসহ জাতীয় পরিচয় পত্র বের করার প্রথম নিয়ম আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। প্রথম নিয়মটি খুবই সহজ এবং সবাই নিজের মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে অনলাইন থেকে ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করতে পারবে। এখন আমরা ছবিসহ আইডি কার্ড বের করার আরও একটি নিয়ম দেখব।

এখন যে নিয়মটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরাসরি জাতীয় পরিচয় পত্রের পিডিএফ ডাউনলোড করার উপায়। এই নিয়মটি প্রথম নিয়মে তুলনায় কিছুটা জটিল তবে ধাপে ধাপে ফলো করলে খুব সহজেই অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্রের সার্ভার কপি ডাউনলোড করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল। নিচের দেওয়া তথ্য এবং লিংকের মাধ্যমে এনআইডি কার্ডের যেকোনো সেবা খুব সহজেই পেতে পারেন…

জন্ম নিবন্ধনজন্ম নিবন্ধন যাচাই
আইডি কার্ডআইডি কার্ড বের করার নিয়ম
জাতীয় পরিচয় পত্রজাতীয় পরিচয় পত্র যাচাই
ভোটার আইডিভোটার আইডি কার্ড ডাউনলোড

অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম

ভোটার আইডি কার্ড বের করার জন্য আমাদের কিছু ডকুমেন্ট বা তথ্যের প্রয়োজন হবে চলুন দেখে নেই সেই ডকুমেন্ট গুলো কি কি

  • জাতীয় পরিচয় পত্র নাম্বার আথবা ভোটার স্লিপ নাম্বার
  • জন্মতারিখ (dd/mm/yyyy)
  • মোবাইল নাম্বার
  • বর্তমান ঠিকানা
  • স্থায়ী ঠিকানা

এছাড়াও যে ব্যক্তি আইডি কার্ড বের করা হবে তাকে স্বয়ং উপস্থিত থাকতে হবে অথবা সে নিজে যদি আইডি কার্ড বের করতে চায় সেক্ষেত্রে আরো ভালো। কারন আইডি কার্ডের প্রকৃত মালিক যাচাই করার জন্য ফেইস ভেরিফিকেশন করা হয়।

অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম সম্পর্কে আমরা ইতিমধ্যে একটি আর্টিকেল প্রকাশ করেছি। কিভাবে আইডি কার্ড বের করতে হয় সেটা জানতে আইডি কার্ড বের করার নিয়ম লেখাটি পড়ুন।

FAQ

ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করার উপায় সম্পর্কে বা জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত সাধারণত জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর নিচে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

প্রশ্নঃ-অনলাইন থেকে আইডি কার্ডের শুধু ছবি বের করা যায়?

উত্তরঃ- বর্তমানে অনলাইন থেকে আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের যাবতীয় তথ্য বের করা যায় আপনি চাইলে শুধুমাত্র জাতীয় পরিচয় পত্রের ছবিও বের করতে পারবেন।

প্রশ্নঃ-ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন কিভাবে করব?

উত্তরঃ- জাতীয় পরিচয় পত্র তথা এনআইডি কার্ডের ছবি পরিবর্তন একটি জটিল প্রক্রিয়া। এর জন্য কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় সবচেয়ে ভালো আপনি স্থানীয় নির্বাচন কমিশন অফিসে এ বিষয়ে যোগাযোগ করা। 

প্রশ্নঃ-অনলাইনে আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন করা যায় ?

উত্তরঃ- বাংলাদেশ সরকার জাতীয় পরিচয় পত্র সেবা অনলাইন ভিত্তিক করলেও এখন পর্যন্ত ব্যক্তির স্বাক্ষর পরিবর্তন করনে অনলাইন প্রক্রিয়া চালু হয়নি।

আশা করি আজকের ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করার আলোচনা আপনাদের ভাল লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে এই লেখা টি শেয়ার করে দিন যাতে করে সেও জাতীয় পরিচয় পত্রের বিষয় সম্পর্কে জানতে পারে।

আরো কিছু জানার প্রয়োজন হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার

Similar Posts

6 Comments

  1. Hоwdy, I tһink youг sіte could be having internet bгowser compatibilitʏ issues.
    When I look at your blog in Safari, it lоoks fine but when opening in IE,
    it’s got some overlapping issueѕ. I just wantеd to proѵide you with a quick heads up!

    Apart from that, great website!

  2. Robenkhan says:

    Name:JALAL MIA
    FARDEAR:SOKUARMIA
    MADDARNAME:JOSNNABAGUAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *