ভোটার আইডি কার্ডের অসুন্দর ছবি পরিবর্তন করুন | NID Card image change
আইডি কার্ডের ছবি পরিবর্তন করার জন্য ছবি পরিবর্তনের ফরম ফিলাপ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। জাতীয় পরিচয় পত্রের ছবির সাথে আপনার বর্তমান চেহারার উল্লেখযোগ্য পার্থক্য থাকলে নতুন করে ছবি তোলা হবে।
অনেক আগে যারা ভোটার আইডি কার্ডের আবেদন করেছে তাদের অনেকের NID Card এর ছবি অস্পষ্ট অথবা দীর্ঘ সময়ের কারণে আইডি কার্ডের ছবির সাথে বর্তমান চেহারার তেমন মিল নেই। এর ফলে ব্যাংক একাউন্ট খোলা বা বিভিন্ন সেবা পেতে হেনস্তার শিকার হতে হয়।
যাদের জাতীয় পরিচয়পত্রের ছবি অস্পষ্ট কিংবা বর্তমানের সাথে বেশ অমিল হওয়ার কারনে দৈনন্দিন জীবনে সরকারি অথবা বেসরকারি সেবা পেতে সমস্যা হচ্ছে তা আইডি কার্ড সংশোধন আবেদন করে এর সমাধান করতে পারবেন।
ভোটার আইডি কার্ড ছবি পরিবর্তন
ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার জন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ পূরণ করে আপনার উপজেলা নির্বাচন অফিসে স্ব-শরীরে উপস্থিত হতে হবে। তারপর ২৩০ টাকা আইডি কার্ড সংশোধন ফি জমা দিন। নতুন ছবি তুলে NID কার্ডের ছবি পরিবর্তনের আবেদন জমা দিন।
আমার এক চাচতো ভাই ২০০৮ সালে ভোটার হয়েছিল আর এখন ২০২৩ সালে তার এনআইডি কার্ডে থাকা পিচ্চি চেহারার ছবির সাথে বর্তমান চেহারার কোন মিল পাওয়া যায় না। এর ফলে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয় এমন অনেক ক্ষেত্রে তাকে বিড়ম্বনার শিকার হতে হয়।
চলুন জেনে নেই কিভাবে সে তার NID কার্ডের ছবি পরিবর্তন করেছে। এই সম্পূর্ণ প্রসেসটিতে আমি তার সঙ্গে ছিলাম।
NID কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম
NID কার্ডের ছবি পরিবর্তন করার জন্য প্রথমেই Bangladesh NID Application System থেকে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম-২ ডাউনলোড করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি ফিলাপ করে, সংশোধন ফি বাবদ ২৩০টাকা জমা দিয়ে আবেদন করতে হবে।
- সংশোধন ফরম-২ ডাউনলোড করুন
- সংশোধন ফরম পূরণ করুন
- ফি জমা দিন
- আবেদন জমা দিন
- নতুন ছবি তুলুন
জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম ২ ডাউনলোড
জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম ডাউনলোড করার ২টি মাধ্যম রয়েছে। প্রথমত আপনি NID Service সাইট ভিজিট করে ডাউনলোড অনশন থেকে আইডি কার্ড সংশোধন ফরম-২ ডাউনলোড করে নিতে পারেন।
আপনি যাতে আরো সহজে ছবি পরিবর্তনের জন্য সংশোধন ফরম ডাউনলোড করতে পারেন তার জন্য নিচে Download বাটন দেয়া হয়েছে। নিচের বাটনে ক্লিক করলে তথ্য সংশোধন আবেদন ফর্ম ডাউনলোড হবে।
ছবি পরিবর্তন ফর্ম ডাউনলোড করুন
ফর্ম ডাইনলোড হয়ে গেলে সেটি প্রিন্ট করে নিতে হবে। তারপর আইডি কার্ডের প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে।
সংশোধন ফরম পূরণ করুন
আইডি কার্ড সংশোধন ফর্ম ডাউনলোড হয়ে গেলে কম্পিউটারের দোকান থেকে সেটি প্রিন্ট করে নিবেন। ফরমের প্রথম দিকের খালি ঘরে আবেদনকারী ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখতে হবে।
এখন সংশোধনের বিষয় বর্ণনা করার জন্য একটি ছক দেখতে পাবেন। আমরা যেহেতু ভোটার আইডি কার্ড ছবি পরিবর্তন করার আবেদন করবো তাই টেবিলের “ঝ” তে নিচের ছবির মতো ছবি পরিবর্তনের কারণ উল্লেখ করবো।
সংশোধনের সাড়ি থেকে (ঝ) অন্যান্য অপশনে ছবি পরিবর্তনের কারণ হিসেবে অস্পষ্ট ছবি অথবা ছবির অমিল যেকোন একটি লিখুন। তারপর চাহিত তথ্যের ঘরে ছবি পরিবর্তন লিখুন। সংযুক্ত দলিল এই ঘরে আইডি কার্ডের ফটোকপি লিখুন। আর খালি ছকগুলো আড়াআড়ি দাগ টেনে কেটে দিন।
উপরের ছবিটিতে দেখানো লাল চিহ্নিত স্থানে আপনার স্বাক্ষর, নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখুন। আবেদন ফরম পূরণ হয়ে গেলে আবেদনের সাথেকে এক কপি আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করুন।
সংশোধন ফি জমা দিন
ভোটার আইডি কার্ড সংশোধন ফি জমা দেওয়ার জন্য মোবাইল ব্যাংকিং মাধ্যম যেমন বিকাশ, রকেট, নগদ ব্যবহার করতে পারেন। জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন জন্য ২৩০টাকা সংশোধন ফি জমা দিতে হবে।
জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম দেখে নিলে আপনি নিজেই বিকাশের মাধ্যমে আইডি কার্ডের যেকোন ফি পরিশোধ করতে পারবেন।
বিকাশের মাধ্যমে আইডি কার্ডের ছবি পরিবর্তনের ফি পেমেন্ট করার জন্য বিকাশ অ্যাপ ওপেন করুন। হোম পেজ থেকে পে বিল অপশনে যান, তারপর পে বিল থেকে NID Services বাছাই করুন। সংশোধনের ধরন সিলেক্ট করে ২৩০ টাকা পেমেন্ট সম্পন্ন করুন।
আবেদনের ৫ নং কলামে সংশোধন ফি জমা দেওয়ার তথ্যের বিবরণের জন্য অপশন রয়েছে। বিকাশের মাধ্যমে আইডি কার্ডের ছবি ফি জমা দেওয়া হলে ট্রানজেকশন আইডি লিখতে হবে।
আবেদন সাবমিট করুন
ভোটার আইডি কার্ড ছবি পরিবর্তন করার ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করা হয়ে গেলে সেটি জমা দেয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে নিজে উপস্থিত হতে হবে। আপনার আবেদন অন্য কেউ জমা দিলে তা গ্রহণযোগ্য হবে না। কারণ এই আবেদনের সত্যতা যাচাই করতে আপনাকে শ্ব-শরীরে উপস্থিত হতে হবে।
আবেদন ফরমের সাথে জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিন। আপনার ছবি পরিবর্তন করার কারণ যুক্তিযুক্ত হলে আবেদনটি গ্রহণ করা হবে।
নতুন ছবি তুলার বিষয়টি স্থান ভেদে ভিন্ন হতে পারে। নির্বাচন অফিসে কাজের ছাপ কম থাকলে আবেদন জমা দেয়ার সময় ছবি তুলা হয়। কখনো কখনো নতুন ছবি তুলতে একটি তারিখ দেয়া হয়, এই তারিখটি মোবাইলে মেসেজের মাধ্যমে জানাতে পারে অথবা আবেদন জমা দেয়ার সময় বলে দিতে পারে।
নতুন ছবি যুক্ত আইডি কার্ড ডাউনলোড
ছবি পরিবর্তনের জন্য আবেদন জমা দেওয়া এবং নতুন ছবি তুলে আসার কিছুদিন পর আপনার মোবাইলে নির্বাচন কমিশন (১০৫) থেকে এসএমএস দিয়ে আবেদন অনুমোদন হয়েছে কিনা জানিয়ে দিবে।
অনুমোদন হলে নতুন ছবি যুক্ত জাতীয় পরিচয় পত্র অনলাইন মাধ্যম অথবা নির্বাচন কমিশন অফিস থেকে সংগ্রহ করা যাবে। অনলাইন মাধ্যম থেকে জাতীয় পরিচয় পত্রের PDF ফাইল ডাউনলোড করে তা প্রিন্ট করে নিতে হবে।
নতুন ছবি যুক্ত জাতীয় পরিচয় পত্র অনলাইন হলে আপনি উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে আপনার নতুন ছবি যুক্ত ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। এছাড়া আপনি চাইলেই ঘরে বসে খুব সহজে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারেন।
ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন সম্পর্কিত প্রশ্ন উত্তর
আইডি কার্ডের ছবি পরিবর্তন করার বিষয়ে আমাদের মনে সচরাচর যে সকল প্রশ্ন সবচেয়ে বেশি আসে, এমন কিছু প্রশ্নের উত্তর নিচে তুলে ধরা হলো-
ছবি পরিবর্তন করলে নতুন স্মার্ট কার্ড পাওয়া যাবে?
ছবি পরিবর্তন করলে নতুন ছবি যুক্ত স্মার্ট কার্ড পাওয়া যাবে না। আইডি কার্ডের ছবি পরিবর্তন করা হলে আপনি শুধু নতুন ছবিযুক্ত আইডি কার্ডের অনলাইন কপি পাবেন। অথবা নির্বাচন কমিশন অফিস থেকে করা আইডি কার্ড সংগ্রহ করতে পারেন।
nid card এর ছবি চেঞ্জ করতে কি কি লাগে?
nid card এর ছবি চেঞ্জ করতে সংশোধন ফরম-২ ফিলাপ করতে হয়। ব্যক্তিকে স্বশরীরে নির্বাচন অফিসের উপস্থিত থাকতে হয়। আবেদনের সাথে আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হয়।
ছবি পরিবর্তন করতে কয়দিন সময় লাগে?
নির্বাচন অফিসের কাজের চাপের উপর নির্ভর করে ১৫ থেকে ৩০ দিনের মধ্যে আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তনের আবেদন অনুমোদন হয়ে যায়। তবে নির্বাচন চলাকালীন সময়ে আরো বেশি সময় লাগতে পারে।
Md Masud 9-12-2003