বিকাশে NID ফি পরিশোধের নিয়ম | আইডি কার্ড সংশোধন ও রিইস্যু ফি বিকাশে

জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি বা রিইস্যু ফি এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায়। বিকাশে NID ফি পরিশোধ করা খুবই সহজ। NID Card সম্পর্কিত যে কোন সরকারি ফি বিকাশ একাউন্ট দিয়ে পরিশোধ করার বিস্তারিত তথ্য জানবো।

NID Fee Payment করার অনেক মাধ্যম রয়েছে। তার মধ্যে বিকাশ বেশ জনপ্রিয় এবং প্রায় সবার কাছে রয়েছে বিধায় আজ আমারা বিকাশে NID ফি পরিশোধের নিয়ম দেখাতে চলেছি। বিকাশ অ্যাপ দিয়ে ভোটার আইডি সংশোধন ফি কিংবা NID Card Re-Issue Fee পরিশোধ করতে পারবেন।

বিকাশে NID ফি পরিশোধ

বিকাশ অ্যাপ দিয়ে NID ফি পরিশোধ করার জন্য আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করুন। হোম পেজ থেকে পে বিল অপশনে চাপুন। তারপর NID Service (সরকারি ফি) বাছাই করে আবেদনের ধরন ( সংশোধন ফি অথবা রিইস্যু ফি ) সিলেক্ট করুন। এনআইডি কার্ডের নাম্বার লিখে বিকাশের PIN দিয়ে পেমেন্ট করুন।

অনলাইনে আইডি কার্ডের সংশোধন ফি ও ডুপ্লিকেট এনআইডি কার্ডের ফি প্রদান করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে ছবি সহ দেখানোর চেষ্টা করেছি। আমাদের দেখানো সহজ ধাপগুলো আনুসরন করে আপনি নিজেই নিজের আইডি কার্ডের ফি পেমেন্ট করতে পারবেন।

ধাপ-১. বিকাশ অ্যাপে প্রবেশ

বিকাশের মাধ্যমে NID Card এর ফি পেমেন্ট করার জন্য বিকাশ একাউন্ট থাকতে হবে। বিকাশের পিন ব্যাবহার করে অ্যাপে প্রবেশ করুন। আপনার ফি পরিশোধের ধরন আনুসারে বিকাশে পর্যাপ্ত বেলেন্স থাকলে  NID ফি পরিশোধের জন্য প্রস্তুত।

জাতীয় পরিচয় পত্রের সংশোধন ও রি ইস্যু ফি তালিকা একেবারে নিচের দিকে টেবিল আকারে বিন্যস্ত করা হয়েছে। তালিকাটি দেখে নিলে বুঝে যাবেন আইডি কার্ডের কোন আবেদনের জন্য কত টাকা ফি পরিশোধ করতে হবে।

ধাপ-২. পে বিল অপশনে যান

বিকাশ অ্যাপে প্রবেশ করার পর NID ফি পরিশোধ করার জন্য ড্যাশবোর্ড থেকে পে বিল অপশন বাছাই করুন। তাপর আপনি বিকাশে পেমেন্ট করা যায় এমন সব সেবার তালিকা দেখতে পাবেন। এনআইডি ফি জমা দেয়ার জন্য সার্চ বারে nid লিখে সার্চ করলেইন nid service চলে আসবে।

তাছাড়া এই পেজের নিচের দিকে কিছুটা স্ক্রোল করলেও নির্বাচন কমিশন লগো বিশিষ্ট NID Service Fee পেয়ে যাবেন। নিচের দেখানো ছবিটি খেয়াল করলে আপনি nid fee Payment মাধ্যম সহজে পেয়ে যাবেন।

ধাপ-৩. আবেদনের ধরন এবং NID নাম্বার লিখুন

যে কারনে nid fees পরিশোধ করতে চাচ্ছেন সে কারন অর্থাৎ আবেদনের ধরন বাছাই করুন। ড্রপডাউন মেনু থেকে আপনার আবেদনের ধরন সিলেক্ট করে এনআইডি নাম্বারের ঘরে যে আইডি কার্ডের জন্য পেমেন্ট করতে চাচ্ছেন সেই আইডি নাম্বার দিন।

এনআইডি কার্ডের নাম্বার লিখার ক্ষেত্রে ১০ সংখ্যার অথবা ১৭ সংখ্যার nid নাম্বার লিখতের হবে। আপনার আইডি কার্ড নাম্বার ১৩ সংখ্যার হলে দেখুন পুরাতন আইডি কার্ডের নাম্বার থেকে স্মার্ট কার্ড নাম্বার বের করার নিয়ম। ১৩ সংখ্যার আইডি নাম্বার দিয়ে আইডি কার্ড সংশোধন ফি জমা দিলে কখনো কখনো টাকা একাউন্টে জমা হয় না।

select application type

আবেদনের টাইপ বাছাই করার সময় মোট পাঁচ ধরনের অপশন দেখতে পাবেন। আবেদনের ধরনের উপর নির্ভর করে এনআইডি ফি পার্থক্য হয়ে থাকে।

  • NID Info Correction
  • Other Info Correction
  • Both Info Correction
  • Duplicate Regular
  • Duplicate Urgent

আইডি কার্ডের ব্যক্তিগত তথ্য সংশোধন করার জন্য প্রথম অপশনটি ( NID Info Correction ) সিলেক্ট করুন। অনলাইনে আইডি কার্ড সংশোধন করার পদ্ধতি ও কোন ক্যাটাগরিতে কি কি সংশোধন করা যায় এ নিয়ে বিস্তারিত লিখাটি দেখলে আবেদনের ধরন সম্পর্কে ভালো ধারনা পেয়ে যাবেন।

ভোটার আইডি কার্ডের অন্যান্য তথ্য পরিবর্তন করতে ২ নাম্বার মেনু, ব্যক্তিগত ও অন্যান্য উভয় টাইপের তথ্য সংশোধন করার জন্য Both Information Correction এটি সিলেক্ট করুন। হারানো আইডি কার্ড রিইস্যু এবং ঠিকানা পরিবর্তন করার পর নতুন NID Card Download করার জন্য Duplicate Rugular/Urgent সিকেস্ট করে পেমেন্ট করুন।

ধাপ-৪. পেমেন্ট নিশ্চিত করুন

আইডি কার্ড সংশোধন ও রিইস্যু ফি বিকাশে পেমেন্ট নিশ্চিত করার জন্য আপনার আবেদনের ধরন ও টাকার পরিমাণ চেক করে নিন। বিকাশ একাউন্টে পর্যাপ্ত টাকা থাকলে পেমেন্ট করুন বাটনে চাপুন। এখন আপনি NID ফি বাবদ কত টাকা কেটে নিবে তা দেখতে পাবেন।

পেমেন্ট নিশ্চিত করার আগে ভোটার আইডি নাম্বার ও সংশোধনের ধরন চেক করে নিন। সব কিছু ঠিক থাকলে বিকাশের পিন দিয়ে পেমেন্ট কমপ্লিট করুন। বিকাশ অ্যাপ থেকে  NID ফি পরিশোধ হয়ে গেলে এনাইডি ওয়েবসাইটে ব্যালেন্স যোগ হয়ে যাবে।

NID ফি কত

NID ফি আবেদনের ধরনের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আইডি কার্ড সংশোধন আবেদন করতে সর্বনিন্ম ২৩০ টাকা থেকে ৪৪৫টাকা ফি পরিশোধ করতে হয়। তেমনি ভাবে NID Card Re Issue আবেদন করার জন্য জরুরী ও রেগুলার ক্যাটাগরির ভিত্তিতে ভিন্ন হয়।

কোন ধরনের আবেদন করতে কত টাকা ফি জমা দিতে হয় তার একটি তালিকা প্রকাশ করা হলো। এই তালিকায় NID correction fee, Re-Issue fee এর ধরন অনুসারে টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে।

আইডি কার্ড সংশোধন ও রিইস্যু ফি

আইডি কার্ডের ব্যক্তিগত তথ্য বা সাধারণ তথ্য পরিবর্তন করতে সংশোধন ফি ২৩০টাকা জমা দিতে হয়। অন্যান্য তথ্য পরিবর্তন করতে ১১৫টাকা ফি এবং একসাথে ব্যক্তিগত ও অন্যান্য তথ্য সংশোধন করতে ফি জমা দিতে হবে ৩৪৫ টাকা। হারানো ভোটার আইডি কার্ড রিইস্যু করার জন্য ২৩০ টাকা এবং আর্জেন্ট রিইস্যু ফি ৪৪৫টাকা।

আবেদনের ধরননির্ধারিত ফি
ব্যক্তিগত তথ্য সংশোধন২৩০৳
অন্যান্য তথ্য পরিবর্তন১১৫৳
রিইস্যু রেগুলার২৩০৳
রিইস্যু আর্জেন্ট৩৪৫৳

তাছাড়া হারানো জাতীয় পরিচয় পত্র পুনরায় পেতে ২৩০ টাকা সরকারি ফি জমা দিতে হয়। ভোটার এলাকা স্থানান্তর করা হলে নতুন ঠিকানা যুক্ত আইডি কার্ড পেতে হলেও রি-ইস্যু টাকা জমা দিয়ে অনলাইন থেকে আইডি কার্ড ডাউনলোড করতে হয়।

বিকাশে NID ফি জমা দেয়া প্রসঙ্গে কিছু সাধারণ প্রশ্ন উত্তর

বিকাশ অ্যাপ ছাড়া আইডি কার্ডের ফি জমা দেয়া যায়?

এখন পর্যন্ত বিকাশ অ্যাপ ছাড়া কোড ডায়াল করে বিকাশে আইডি কার্ডের ফি জমা দেয়ার সিস্টেম চালু করা হয়নি। তবে ভবিষ্যতে বাটন ফোন দিয়ে বিকাশে NID Fee জমা দেয়ার পদ্ধতি চালু হতে পারে। তবে বিকাশ অ্যাপ দিয়ে খুব সহজে  আইডি কার্ড সংশোধন ও রিইস্যু ফি প্রদান করা যায়।

পেমেন্ট করা সত্ত্বেও NID website টাকা যোগ হয়নি কেন?

বিকাশের মাধ্যমে NID ফি জমা দেওয়ার পরে যদি আপনার এনআইডি আকাউন্টে টাকা জমা হয়নি, এর কয়েকটি কারণ হতে পারে প্রথমত বিকাশের সার্ভার অথবা নির্বাচন কমিশন সার্ভার সমস্যার কারণে এমন হতে পারে। NID number ভুল দিলে টাকা জমা হবে না।

ভোটার এলাকা পরিবর্তন ফি কত?

ভোটার এলাকা স্থানান্তর করা হলে, আবেদন আনুমোদন হওয়ার পর নতুন ঠিকানার জাতীয় পরিচয় পত্র পেতে হলে ২৩০৳ রিইস্যু ফি জমা দিয়ে আনুন কার্ড নিতে হবে। অনলাইন অথবা উপজেলা নির্বাচন আফিস থেকে এই নতুন আইডি কার্ড সংগ্রহ হরা যাবে।

স্মার্ট কার্ড সংশোধন ফি কত?
জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে সর্বনিন্ম ২৩০টাকা থেকে সর্বোচ্চ ৩৪৫টাকা ফি প্রদান করতে হয়। আবেদনের ক্যাটাগরি ও ধরনের উপর সংশোধন ফি নির্ভর করে।

Similar Posts

3 Comments

  1. Arif Ahmed says:

    কিছুই পেলাম না ভালবেসে। সবটুকু হারিয়ে আজ আমি সর্বহারা হয়ে গেলাম। আমার ভালো থাকা হবে না। পূর্ণিমা রাতে জোছনার ফাঁকে তোমার মুখটা খুজবো। বৃষ্টি ফোটায় মাতাল ময়ূরের মতো তোমার আঁচল আর পেখম মেলবে না। খুব জানতে ইচ্ছে করবে তাকেও কি তেমন করে ভালোবাসো?যেমন করে ভালবাসতে আমায়!!

  2. ইলিয়াস says:

    আপনার পোস্টটি হেল্পফুল ছিল। জযাকাল্লাহ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *