উত্তরা পাসপোর্ট অফিস ফোন নাম্বার, ঠিকানা ও যাতায়াতের মাধ্যম
আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরার ফোন নাম্বার, হেল্প লাইন এবং যাতায়াতের ঠিকানা সহ প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে আজকে আপনাদের জানাতে চলেছি। ঢাকা উত্তরা পাসপোর্ট অফিসে পাসপোর্ট সম্পর্কিত কোন সমস্যা বা সেবা গ্রহনের জন্য অফিসে যাওয়া কিংবা যোগাযোগ করার প্রয়োজন হলে এই পোস্টটি আপনার জন্য অনেক উপকারি হতে চলেছে।
আমাদের অনেক সময় পাসপোর্ট এর নানান সমস্যার কারনে বা নতুন পাসপোর্ট আবেদন করতে পাসপোর্ট অফিসে যেতে হয়। আবার কখন কখন শুধু ইমেইল বা উত্তরা পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বারে কথা বলেও কিছু সমস্যার সমাধান পাওয়া যায়। তাই Uttara Regional Passport Office নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
উত্তরা পাসপোর্ট অফিস
আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরা বা Regional Passport Office Uttara ঢাকা শহরের উত্তরায় আবস্থিত। ঢাকা পাসপোর্ট অফিসের মধ্যে আগারগাঁও পাসপোর্ট অফিসের পরেই উত্তরা পাসপোর্ট অফিসের অবস্থান। এই পাসপোর্ট অফিসে পাসপোর্টের সকল ধরনের সেবা চালু রয়েছে।
সপ্তাহে ৫দিন সকাল ৯ঃ০০ থেকে বিকেল ৫ঃ০০ পর্যন্ত নাগরিকের পাসপোর্ট সেবা প্রদান করে এই সরকারি প্রতিষ্ঠান। নতুন পাসপোর্ট আবেদন থেকে শুরু করে পাসপোর্ট সংশোধন ও পাসপোর্ট নবায়নের কাজ এই উত্তরা পাসপোর্ট অফিসে করা হয়।
উত্তরা পাসপোর্ট অফিসের সেবা সমূহ
একটি পাসপোর্টের যে সমস্থ কাজ প্রয়োজন এর সব সেবাই এই অফিসে বিদ্যমান। উত্তরা পাসপোর্ট অফিসের সেবা সমূহ হলো-
- নতুন পাসপোর্ট আবেদন
- MRP পাসপোর্ট থেকে e Passport
- পাসপোর্ট সংশোধন
- ই পাসপোর্ট চেক
- পাসপোর্ট রিনিউ করা
- হারানো পাসপোর্ট উত্তোলন
উত্তরা পাসপোর্ট অফিস ফোন নাম্বার
উত্তরা পাসপোর্ট অফিসের ফোন নাম্বার হলো ০১৭৩৩৩৯৩৩২৮ এই নাম্বারে ফোন করে পাসপোর্ট সম্পর্কে পরামর্শ নিতে পারবে। উত্তরা পাসপোর্ট অফিসের হেল্প লাইন নাম্বার 01733-393328
এই পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বারে কথা বলে পাসপোর্ট সম্পর্কিত তথ্য ও আনেক সমস্যার সঠিক পরামর্শ পেতে পারেন। হেল্প লাইনে কথা বলার মাধ্যমে পাসপোর্ট এর সমস্যা ও তা সমাধান করার গাইডলাইন পেয়ে যাবেন।
উত্তরা অফিসের ফোন নাম্বারে অফিস টাইমে কল করে হেল্প লাইনে কথা বলা যাবে। অফিস টাইমের বাহিরে কিংবা সরকারি ছুটির দেনে এই মবাইল নাম্বারে কল করে কোন লাভ হবে না। শুক্র ও শনি বার এই নাম্বার বন্ধ থাকে। পাসপোর্ট হেল্প লাইনে কথা বলার জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫টা এই সময়ের ভেতর কল করতে হবে।
ফোন নাম্বার | 01733393328 |
অফিসের ঠিকানা | Plot No. 05রোড নং 3/BBlock: HDhaka 1230 |
উত্তরা পাসপোর্ট অফিসের ঠিকানা
উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকার উত্তরায় আবস্থিত। উত্তরা অফিসের ঠিকানা হলো
Plot No. 05, রোড নং 3/B, Block: H, Dhaka 1230
এই ঠিকানা বুঝতে সমস্যা হলে আপনি গুগল মেপে পাসপোর্ট অফিসের লোকেশন দেখতে পারেন। নিচে দেয়া লিংকে ক্লিক করে উত্তরা পাসপোর্ট অফিসের সরাসরি রোড মেপ সহ দেখতে পাবেন।
পাসপোর্ট অফিসের সময়সূচী
সপ্তাহে ৫দিন রবি বার থেকে বৃহস্পতি বার সকাল ৯ঃ০০ টা থকে বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত সরকারি নিয়ম আনুসারে এই পাসপোর্ট অফিস খোলা থাকে। সকল সরকারি ছুটির দিনে এই প্রতিষ্ঠান বন্ধ থাকে। উত্তরা পাসপোর্ট অফিসের সময়সূচী নিচে তালিকা আনুসারে উপস্থাপন করা হলো-
বার | অফিস শুরু | অফিস শেষ |
---|---|---|
রবি বার | ৯ঃ০০ am | ৫ঃ০০ pm |
সোম বার | ৯ঃ০০ am | ৫ঃ০০ pm |
মঙ্গল বার | ৯ঃ০০ am | ৫ঃ০০ pm |
বুধ বার | ৯ঃ০০ am | ৫ঃ০০ pm |
বৃহস্পতি বার | ৯ঃ০০ am | ৫ঃ০০ pm |
শুক্র বার | সাপ্তাহিক ছুটি | |
শনি বার | সাপ্তাহিক ছুটি |
উত্তরা পাসপোর্ট অফিস বন্ধের দিন
এই অফিসটি সরকারি অফিস হওয়ায় এর বন্ধের তালিকা অন্যান্য সরকারি প্রতিস্থানের মতই সপ্তাহে শুক্র এবং শনি বার বন্ধ থাকে। এছাড়া সরকারি সকল বন্ধের দিন এই পাসপোর্ট অফিস বন্ধ থাকে।
পাসপোর্ট অফিস বন্ধের দিন
- শুক্র বার
- শনি বার
- সকল সরকারি ছুটির দিন
উত্তরা পাসপোর্ট অফিস সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর
উত্তরা পাসপোর্ট অফিস মোবাইল নাম্বার কি?
উত্তরা অফিসের মোবাইল নাম্বার 01733-393328 এই নাম্বারে অফিস টাইমে ফোন করে পাসপোর্ট সম্পর্কিত তথ্য ও সহায়তা পাওয়া যাবে।
উত্তরা পাসপোর্ট অফিসে কিভাবে যাবো?
ঢাকার যেকোন স্থান থকে কে উত্তরার বাসে বা আপনার সুবিধার যানবাহনে করে উত্তরা পৌছে, পাসপোর্ট অফিসের কথা বললে যে কেউ বলে দিতে পারবে। আপনি চাইলে আপনার ফোনের মেপে উত্তরা পাসপোর্ট অফিসের লোকেশন দেখেও পৌছে যেতে পারবেন।
উত্তরা পাসপোর্ট অফিসের ঠিকানা কি?
পাসপোর্ট অফিসের ঠিকানা হলো Plot No. 05, রোড নং 3/B, Block: H, Dhaka 1230