স্মার্ট কার্ড চেক অনলাইন | দেখে নিন আপনার স্মার্ট কার্ড কবে পাবেন

আপনার লেমিনেট জাতীয় পরিচয় পত্র (NID Card) রয়েছে, কিন্তু স্মার্ট জাতীয় পরিচয় পত্র এখনো হাতে পাননি অথবা নতুন ভোটার হয়েছেন কিন্তু আপনার স্মার্ট কার্ড কবে পাবেন সেটি জানেন না। আমরা আজকে দেখাতে চলেছি অনলাইনে স্মার্ট কার্ড চেক করার নিয়ম।

আপনার স্মার্ট জাতীয় পরিচয় পত্র হয়েছে কিনা সেটি জানার জন্য এখন আর উপজেলা অথবা নির্বাচন কমিশন অফিসে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে নিজে নিজেই স্মার্ট আইডি কার্ড চেক করে জেনে  নিতে পারবেন আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস সম্পর্কে।

বাংলাদেশের আগামী নির্বাচন গুলি ইভিএম ভোটিং মেশিনের মাধ্যমে হতে চলেছে সে ক্ষেত্রে ভোট দেওয়ার জন্য প্রত্যেক নাগরিকের প্রয়োজন হবে স্মার্ট জাতীয় পরিচয় পত্র। স্মার্ট জাতীয় পরিচয় পত্র হচ্ছে এমন একটি NID Card যেটি প্লাস্টিকের তৈরি এবং তারমধ্যে একটি সিম কার্ডের মত চিপ যুক্ত থাকে। তার মধ্যে ব্যক্তিকে শনাক্ত করার জন্য ৩২টির মত বায়োমেট্রিক্স ডাটা ও আইডেন্টিফিকেশন তথ্য সংরক্ষিত থাকে। 

স্মার্ট কার্ড চেক অনলাইন

যারা ২০২২ কিংবা তারপর জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করেছে তাদেরকে সরাসরি স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে আগের সকল লেমিনেটিং জাতীয় পরিচয় পত্র পরিবর্তন করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করার। আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সেটি খুব সহজেই চেক করে নিতে পারেন।

অনলাইনে স্মার্ট কার্ড চেক করে যদি দেখেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে এবং স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে সে ক্ষেত্রে আপনাকে স্থানীয় নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনার স্মার্ট  জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে হবে। চলুন তাহলে দেখে নেই কিভাবে আপনার স্মার্ট কার্ড চেক করে এর স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

স্মার্ট কার্ড স্ট্যাটাস সাধারণত দুইটি উপায়ে চেক করা যায়। খুব সহজেই আপনার স্মার্টফোনটি দিয়ে অনলাইনের মাধ্যমে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করে জানতে পারবেন সেটি তৈরি বা  ডেলিভারি হয়েছে কিনা। অন্যটি হচ্ছে মোবাইলে এসএমএস করার মাধ্যমে স্মার্ট কার্ডের তথ্য চেক করা।

স্মার্ট কার্ড চেক করার উপায় সমূহ

  • অনলাইনে স্মার্ট কার্ড চেক
  • SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন

আপনার কাছে যদি একটি স্মার্টফোন অথবা কম্পিউটার থাকে তাহলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনার স্মার্ট কার্ড চেক করে জানতে পারবেন সেটি বর্তমান অবস্থা। অনলাইনে স্মার্ট কার্ডের স্ট্যাটাস জানার জন্য প্রথমেই আপনাকে ভিজিট করতে হবে https://services.nidw.gov.bd/nid-pub/card-status লিংকটি ভিজিট করার পর নিচের ছবির মত একটি ওয়েবসাইট ওপেন হবে ওয়েবসাইটে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় পরিচয় পত্রের অফিসিয়াল ওয়েবসাইট।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন
স্মার্ট কার্ড চেক অনলাইন

এখানে দুইভাবে আপনি আপনার স্মার্ট জাতীয় পরিচয় পত্রের স্ট্যাটাস জানতে পারবেন। আপনার যদি আগে থেকেই জাতীয় পরিচয় পত্র থেকে থাকে সেক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের নাম্বার অথবা যদি নতুন ভোটার হয়ে থাকেন, তাহলে ভোটার হওয়ার সময় যে ফর্ম বা স্লিপ দিয়েছিল সেই স্লিপের নাম্বার দিয়ে ও স্মার্ট কার্ড স্ট্যাটাস জানতে পারবেন।

স্মার্ট কার্ড চেক করতে যা যা প্রয়োজন

অনলাইন কিংবা এসএমএস এর মাধ্যমে যেভাবেই স্মার্ট কার্ডের স্ট্যাটাস জানতে চাওয়া হোক না কেন আপনাকে দুটি তথ্য অবশ্যই দিতে হবে সেগুলো হলো

  • জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর
  • জন্মতারিখ (DD MM YYYY)

প্রথমেই আপনাকে উপরের ছবিতে দেখানো এক নম্বর ঘরে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ভোটার স্লিপ এর ফরম নম্বর ইনপুট করতে হবে। মনে রাখতে হবে যাদের জাতীয় পরিচয় পত্র নম্বর 13 সংখ্যার তারা জাতীয় পরিচয় পত্রের পূর্বে জন্ম সাল যুক্ত করে 17 সংখ্যার জাতীয় পরিচয় পত্র নাম্বার ব্যবহার করবেন। যাদের জাতীয় পরিচয় পত্র নম্বর 10 সংখ্যার কিংবা 17 সংখ্যার তারা সরাসরি জাতীয় পরিচয়পত্রের যা আছে তাই ব্যবহার করতে পারবেন।

তারপর দুই নাম্বার দিয়ে চিহ্নিত করা ঘরে আপনার জাতীয় পরিচয়পত্রে থাকা জন্মতারিখ লিখতে হবে। জন্ম তারিখের ঘরে তারিখ, মাস এবং বছর ইনপুট করে সর্বশেষ ঘরে ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা টাইপ দেখে দেখে টাইপ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনার প্রদত্ত সকল তথ্য সঠিক হলে নিচের ছবির মত আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখুন
স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখুন

যদি উপরের ছবির মত আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস কমপ্লিট দেখায় এর মানে হচ্ছে আপনার স্মার্ট জাতীয় পরিচয় পত্র টি তৈরি হয়ে গেছে। সাধারণত স্মার্ট কার্ড তৈরি হয়ে গেলে আপনার এলাকায় সেটির বিতরণ হয়ে থাকার কথা।

যদি কার্ডের স্ট্যাটাস কমপ্লিট দেখানোর পরেও আপনি আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতেনাতে থাকেন সেক্ষেত্রে Contact Address এ যে নির্বাচন কমিশন অফিস লিখা থাকবে সেখানে যোগাযোগ করে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক SMS এর মাধ্যমে

মোবাইলে এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য দুইটি ফরমেট ব্যবহার করা হয়। যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে ভোটার স্লিপ দিয়ে এক রকম ভাবে এসএমএস পাঠাতে হয় আর যদি ইতিমধ্যেই আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার থেকে থাকে সে ক্ষেত্রে অন্যরকমভাবে এসএমএস পাঠাতে হয়।

ভোটার স্লিপ বা ফরম নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস

আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন এবং সেখানে নিচের পদ্ধতি অনুসরন করে এসএমএস লিখতে হবে SC <space>F<space>From_Number<space>D<space>Date of Birth(YYY-MM-DD) তারপর মেসেজটি পাঠিয়ে দিতে হবে 105 এই নাম্বারে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবেন একটি ফিরতি এসএমএসে আপনার স্মার্ট কার্ডের বর্তমান স্ট্যাটাস কি রূপ রয়েছে সেটি জানিয়ে দেওয়া হবে।

SC F FN******** D 01-01-1998 Send to 105

অথবা

SC F ******** D 01-01-1998 Send to 105

এনআইডি নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস যাচাই

এখানেও ঠিক আগের মত মোবাইলের মেসেজ অপশনে এসএমএস লিখতে হবে ম্যাজিস্ট্রিক কেমন করে লিখতে হবে নিচে তার ফরমেট দেওয়া হল…

SC<space>NID<space>17 অথবা 13 সংখ্যার NID নম্বর লিখে 105 নাম্বারে পাঠিয়ে দিতে হবে।

SMS এর ফরমেটটি যেমন হবে সেটি নিচে দেওয়া হল সেখান থেকে দেখে নিন কেমন করে মেসেজ পাঠাতে হবে।

SC NID 1998************* Send To 105

নিচে দেওয়া ছবিতে খেয়াল করলে দেখতে পারবেন এসএমএসটি কিভাবে পূরণ করতে হয় এবং এর ফিরতি এসএমএস টি দেখতে কিরূপ হয়।

Smart Card Status check sms

আশাকরি স্মার্ট কার্ড চেক করার নিয়ম সম্পর্কিত আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা নিজে নিজে স্মার্ট জাতীয় পরিচয় পত্র সম্পর্কে জানতে পেরেছেন। আপনার বন্ধুকেও তার স্মার্ট জাতীয় পরিচয় পত্রের স্ট্যাটাস চেক করার জন্য এ পোস্টটিকে শেয়ার করতে পারেন।

স্মার্ট কার্ড চেক ও স্মার্ট জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

কখন স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে?

যারা 2000 সাল কিংবা তার পরবর্তী সময়ে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করেছে তাদেরকে লেমিনেটিং এনআইডি কার্ডের বদলে প্রথমেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে যাদের পুরাতন ল্যান্ডিং করা জাতীয় পরিচয়পত্র রয়েছে তাদেরকে ধাপে ধাপে স্মার্ট কার্ড প্রদান করা হবে।

অনলাইনের মাধ্যমে হারানো স্মার্ট কার্ড বের করা যায়?

এখন পর্যন্ত অনলাইনে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করলে শুধুমাত্র পিডিএফ ফাইল ডাউনলোড করা যায় জেঠি পরবর্তীতে ক্লিন করে ল্যান্ডিং করে ব্যবহার করা যায় কিন্তু স্মার্ট জাতীয় পরিচয় পত্রের কোন সুযোগ নেই।

Similar Posts

One Comment

  1. সাফি says:

    আইডি নাম্বার দিয়ে খোজা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *