NID helpline number | নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার

নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার বা NID helpline number খুবই প্রয়োজনীয় একটি বিষয়। বাংলাদেশ নির্বাচন কমিশন অনলাইনে আইডি কার্ড নিবন্ধন করার প্রক্রিয়াটি চালু করার পর থেকে যে কোন বাংলাদেশী নাগরিক অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই, সংশোধন এবং নিবন্ধন করতে পারে।

জাতীয় পরিচয় পত্র তথা ভোটার আইডি কার্ডের বিভিন্ন জটিলতার কারণে আমাদের প্রয়োজন হয় NID helpline number। নির্বাচন কমিশন হেল্পলাইন যোগাযোগ করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার এবং যোগাযোগের বিস্তারিত তথ্য।

নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার

বাংলাদেশ নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার হলো ১০৫, email এড্রেস secretary@ecs.gov.bd এবং ফ্যাক্স নাম্বার ৮৮০-২-৫৫০০৭৫১৫ ব্যাবহার করেও নির্বাচন কমিশনের প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন।

ইন্টারনেট অগ্রযাত্রার ফলে বাংলাদেশে বর্তমানে অনেক কাজই অনলাইনে করা সম্ভব হচ্ছে। তাই আমরা জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড সহ বিভিন্ন কাজ ঘরে বসেই করতে পারছি কোন ঝামেলা ছাড়াই।

ভোটার আইডি কার্ড নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন ভোটার তথ্য জানাতে নির্বাচন কমিশন হেল্পলাইনে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে।

আইডি কার্ডের কোন প্রকার সমস্যা হলে সঠিক তথ্য ও পরামর্শ পেতে NID helpline সবচেয়ে ভালো মাধ্যম। ভোটার আইডি কার্আড নিয়ে আপনাদের যাবতীয় সকল সমস্যার সমাধান কিভাবে বের করা যায় সেটার জন্যইআমাদের  আজকের এই আয়োজন। 

বাংলাদেশ নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার

নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার এবং ইমেইল এড্রেস নিজের টেবিলে করে উপস্থাপন করা হল খুব সহজেই এনআইডি হেল্পলাইন নাম্বার ১০৫ দিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারবেন।

হেল্পলাইন নম্বর105
ফ্যাক্স নাম্বার৮৮০-২-৫৫০০৭৫১৫
ইমেইল অ্যাড্রেসsecretary@ecs.gov.bd
NID Help emailinfo@nidw.gov.bd

নির্বাচন কমিশন মোবাইল নাম্বার

নির্বাচন কমিশনের মোবাইল নাম্বার হলো 105 এই নাম্বারে বাংলাদেশের যেকোন অপারেটর থেকে ফ্রিতে কল করতে পারবে। তাছাড়া নির্বাচন কমিশন টেলিফোন নাম্বার 880255007515 এই নাম্বারেও ফোন করে যোগাযোগ করতে পারবেন।

নির্বাচন কমিশন হেল্পলাইন নম্বর কেনো প্রয়োজন? 

অনলাইনে আইডি কার্ডের কাজ করার ক্ষেত্রে অনেক সময় আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সেই সমস্যা থেকে কিভাবে সমাধান পেতে পারি তা আমরা অনেকেই জানিনা।

আমরা যে সকল সমস্যার সম্মুখীন হই সে সমস্যার সমাধান বের করে দেওয়ার জন্যই নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার গুলো ব্যবহার করা হয়ে থাকে । হেল্পলাইন নম্বরে ফোন দিয়ে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান পেতে পারেন।

নির্বাচন কমিশন হেল্পলাইন নম্বরে ফ্রী কল করবেন কিভাবে?

বাংলাদেশ নির্বাচন কমিশন হেল্পলাইন নম্বরে আপনারা যে কোন সিম অপারেটরের মাধ্যমে কল করতে পারবেন। কোনরকম চার্জ ছাড়াই ।

এটি একটি ফ্রি সার্ভিস তাই আপনাকে কলের মাধ্যমে সেবা পেতে হলে কিছুটা সময় দিতে হবে।  এই নাম্বারের মাধ্যমে সারাদেশে সেবা প্রদান করা হয়ে থাকে তাই আপনাকে সেবা পেতে হলে ধৈর্য্য ধারণ করে অপেক্ষা করতে হবে।

নির্বাচন কমিশন কল সেন্টারের সময়-সূচি

নির্বাচন কমিশনের কার্যক্রম শুরু হয় সকাল দশটা থেকে এবং এর কার্যক্রম থাকে রাত আটটা পর্যন্ত অর্থাৎ আপনি চাইলে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত যেকোনো সময়ে নির্বাচন কমিশনের  ১০৫ নাম্বারে ফোন দিয়ে সেবা পেতে পারেন।

যেহেতু এটা সরকারি সেবা তাই আপনি সকাল সকাল ফোন দিলেই তাড়াতাড়ি সেবা পাওয়ার সম্ভাবনা থাকবে। দিনের ব্যস্ততম সময়ে কল করতে চাইলে অনেক্ষন অপেক্ষা করে লাইন পেতে হবে।

NID bd call center time

তাছাড়া নির্বাচন কমিশনে সেবা পাওয়ার জন্য সর্বোত্তম সময় হলো দুপুরে ১-৩ টার দিকে । কেননা ওই সময়ে যারা সেবা নিতে আগ্রহী তারা সবাই মোটামোটি ব্যস্ত থাকে। তখন সার্ভারের উপর চাপটা অনেকটাই কম থাকে তাই আপনি চাইলে ওই সময়ে কল দিয়ে তাড়াতাড়ি সেবা পেতে পারেন।

সংশোধনজাতীয় পরিচয়পত্র সংশোধন
আইডি কার্ড ডাউনলোডভোটার আইডি কার্ড ডাউনলোড
জাতীয় পরিচয় পত্র যাচাইNID কার্ড যাচাই
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাইজন্ম নিবন্ধন যাচাই

নির্বাচন কমিশনের ওয়েবসাইট

আমাদের মাঝে অনেকেই আছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সন্ধান করে থাকেন। কেননা মূলত ওয়েব  সাইটের মাধ্যমে নির্বাচন কমিশনের সকল কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে।

ভোটার আইডি কার্ড আবেদনlink করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের কোন বিকল্প নেই। তাই যারা অনলাইনে নতুন ভোটার হওয়ার আবেদন করতে চান তারা সরাসরি services.nidw.gov.bdlink সাইট থেকে আবেদন করতে পারেন।

নির্বাচন কমিশন যোগাযোগ ঠিকানা

বর্তমানে সব কাজ অনলাইনের মাধ্যমে করা গেলেও মাঝে মাঝে কিছু কিছু কাজ অনলাইনের মাধ্যমে করা সম্ভব হয় না। সে ক্ষেত্রে  আমাদের সরাসরি নির্বাচন কমিশনের অফিসে গিয়ে যোগাযোগ করে কাজটি সম্পন্ন করতে হয়। 

আগারগাঁও নির্বাচন অফিস ঠিকানা

আমরা নির্বাচন কমিশন এর অফিসের যোগাযোগ জানিনা বিধায় আমরা কাজটি সম্পন্ন করতে পারিনা। তাই নির্বাচন কমিশন এর সন্ধান  জানা আমাদের জন্য খুবই জরুরী। তাই আপনাদের সুবিধার জন্য আমরা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগের ঠিকানাও বের করেছি।

আগারগাঁও নির্বাচন অফিস ঠিকানা-

ভবনঃনির্বাচন ভবন
প্লট নংঃ-ই-১৪/জেড
থানাঃআগারগাঁও
পোস্ট কোড১২০৭
ফ্যাক্স৮০-২-৫৫০০৭৫১৫
ইমেইলsecretary@ecs.gov.bd

আগারগাঁ নির্বাচন আফিস সম্পর্কে বিস্তারিত জানুনlink এই আফিসের বন্ধের দিন, কখন খোলা থাকে, কোথায় কি সেবা দেয়া হয় এই নিয়ে বিস্তারিত একটি পোস্ট লিখা আছে। 

নির্বাচন কমিশন সচিবালয় ঠিকানা

আমরা চেষ্টা করে যাচ্ছি নির্বাচন কমিশন সম্পর্কে যেকোনো সমস্যার সমাধান আপনাদেরকে দেওয়ার জন্য। সেই লক্ষ্যে আমরা আপনাদের প্রয়োজনের স্বার্থে  নির্বাচন কমিশন সচিবালয়ের ঠিকানা খুঁজে বের করেছি ।নির্বাচন কমিশন সচিবালয়ের ঠিকানা টি হল ঃ

নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং-ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফ্যাক্স –    ৮৮০-২-৫৫০০৭৫১৫

ইমেইল-  secretary@ecs.gov.bd

নির্বাচন কমিশনের হেল্পলাইন সম্পর্কে আপনাদেরকে আমরা বেশ কিছু খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করেছি ।আশা করি আমাদের নির্দেশিত ধাপ গুলো অনুসরন করলে আপনারা নির্বাচন কমিশন সম্পর্কে যাবতীয় সমস্যার সমাধান পেয়ে যাবেন।

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *