আইডি কার্ড থাকলেও ভোট দিতে পারবে না যারা
দীর্ঘ পাঁচ বছর পর পর একবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা অনেকেই ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি কিন্তু আপনি কি জানেন, কী কারণে আপনার ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে পারবেন না?
অন্যদিকে বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড পাওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তির ১৬ বছর বয়স হলেই অনলাইনে ভোটার আইডি কার্ডের আবেদন করতে পারে। এর অর্থ এই যে, একজন ব্যক্তি ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই এটা সম্ভব যে NID Card পাওয়া। তবে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে ভোট দেওয়ার জন্য বা ভোটার অধিকার আদায়ের ক্ষেত্রে ১৮ বয়স বছর পূর্ণ হতে হবে।
যে কারণে আইডি কার্ড থাকলেও ভোট দেয়া যাবে না
ভোট প্রত্যেক নাগরিকের মূলত একটি মৌলিক অধিকার। তবে, এই অধিকার প্রয়োগের জন্য কিছু যোগ্যতা/শর্ত পূরণ করতে হয়। প্রথমত, ভোটাধিকার পেতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ভোট দিতে হলে অবশ্যই ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী হতে হবে। অর্থাৎ, ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকগণ ভোট দিতে পারবেন।
ইসি সচিবালয়ের পরিচালক মোঃ শরিফুল আলম জানিয়েছেন, যারা ভোট দেওয়ার শর্ত পূরণ করে তাদেরকেই নির্বাচনী এলাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করা হবে। যারা এই শর্তটা পূরণ করবে, তারাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।
প্রায় অর্ধ কোটি নাগরিক ১৮ বছর পূর্ণতা হওয়ার আগেই জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। মূলত এর কারনেই অনেকেই হিমশিম খাচ্ছেন যে, আমি ভোট দিতে পারব কিনা। মূলত বিভিন্ন চাকরি, ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই তাদেরকে এন আইডি কার্ড দেওয়া হয়। তার মানে এটা নয় যে, তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে।
ভোটাধিকার প্রয়োগের শর্ত
বাংলাদেশ নির্বাচন কমিশুনের নিয়ম অনুসারে যাদের জন্ম ০১ জানুযারি ২০০৫ অথবা তার আগে তারা এই নির্বাচনে (দ্বাদশ সংসদ নির্বাচন) ভোট দিতে পারবে। ২০০৫ সালের পর যাদের জন্ম তাদের এনআইডি কার্ড থাকলেও ভোট দিতে পারবে না। আপনি যদি নতুন ভোটার আইডি কার্ড করে থাকেন তা হলে আপনার জন্ম সাল থেকেই বোঝতে পারবেন এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা।
যারা আগে ভোট দিয়েছেন অথবা যাদের জন্ম ২০০৫ এর আগে তারা ভোট দিতে পারবে কোন প্রকার সমস্যা ছাড়াই। জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ ভুল থাকলে সংশোধন করার অপশন রয়েছে। আইডি কার্ডে যে জন্ম তারিখ থাকে সে বয়স অনুসারেই ভোটার তালিকা করা হয়।
n9dspu
Thanks for sharing excellent informations. Your website is so cool. I am impressed by the details that you¦ve on this site. It reveals how nicely you understand this subject. Bookmarked this website page, will come back for more articles. You, my friend, ROCK! I found just the info I already searched everywhere and just could not come across. What a perfect site.
Do you have a spam issue on this blog; I also am a blogger, and I was wanting to know your situation; we have created some nice practices and we are looking to exchange methods with other folks, please shoot me an email if interested.